পঞ্চায়েত ভোট সামনে এর আগেই রাজ্যে চালু হচ্ছে ‘দুয়ারে সরকার ক্যাম্প’ ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল তারিখ পর্যন্ত দু’দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে ‘ দুয়ারে সরকার ‘ প্রকল্পের শিবির ।
পশ্চিমবঙ্গের এই দুয়ারে সরকার প্রকল্প ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে চালু করেছেন মুখ্যমন্ত্রী । দুয়ারে সরকার ক্যাম্প বছরে ২বার হয়ে থাকে । ২০২৩ সালের দুয়ারে সরকার ক্যাম্প এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু হবে এবং চলবে ২০ তারিখ অবধি ।
এবারের দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩২টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ।
SarkariSuvidha.in - ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিগত ৪ বছর ধরে পশ্চিমবঙ্গের জনসাধনরের জন্য সরকারি সমস্ত সুযোগ-সুবিধা, প্রকল্প - যোজনা এবং গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে তুলে ধরছি । আজকে আমরা ২০২৩ সালের দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরছি ।
আজকের এই প্রতিবেদনটিতে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে ২০২৩ (Duare Sarkar 2023 ) কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এবং কিভাবে সেই সুবিধার জন্য আবেদন করতে পারবেন ইত্যাদি সমস্ত তথ্য সম্পর্কে জানতে পারবেন।
Overview of Duare Sarkar Scheme 2023 - দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ ২০২৩
Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্পে ৩২টি প্রকল্পের সুবিধা ২০২৩
আমরা সকলেই জানি যে, দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সুবিধা গুলির আবেদন ও ভুল সংশোধন ইত্যাদি করা যায় Duare Sarkaer Camp এ।
দুয়ারে সরকার ক্যাম্পে এবারেও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ভাতা ইত্যাদি সমস্ত প্রকল্প নিয়ে মোট ৩২টি প্রকল্পের নতুন আবেদন ও ভুল সংশোধনের কাজ করা যাবে।
2023 সালের দুয়ারে সরকার ক্যাম্প এপ্রিল ১তারিখ থেকে ২০ তারিখ মোট ২০ দিন ধরে রাজ্যে জুড়ে চলবে দুয়ারে সরকার ক্যাম্প।
প্রত্যেক রবিবার এবং সরকারি ছুটির দিন এই ক্যাম্প বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা এবং জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম-পঞ্চায়েত এলাকার অনুয়াজি এক এক দিন এক এক এলাকার এই শিবিরের আয়োজন হবে।
তাই, আপনারা যারা এই দুয়ারে সরকার ২০২৩ যে সমস্ত প্রকল্পের আবেদন করতে চান তারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র রেডি করে রাখুন।
দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের আবেদন করা যাবে ২০২৩ : Services Under Duare Sarkar Campaign 2023
দুয়ারে সরকার ২০২৩ এর ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন সেগুলি হলো -
Duare Sarkar West Bengal 2023 : উপরোক্ত প্রকল্পগুলি যারা এখনো করতে পারেননি তারা এবারের দুয়ারে সরকার ক্যাম্প এ অবশই আবেদন করুন । কিভাবে সঠিক ভাবে আবেদন করবেন এই সমস্ত প্রকল্পের জন্য তার জন্য উপরে নির্দিষ্ট প্রকল্প অনুযাযী সমস্ত তথ্য দেওয়া রয়েছে পড়ে নিন ।
Duare Sarkar PDF
If you want to download the PDF of Duare Sarkar schedule, dates, application form, services, notice etc, click on the link and download PDF.
কোন মন্তব্য নেই