Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প ২০২৩ - এবারে ৩২টি প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার ক্যাম্প ।

duare sarkar west bengal

পঞ্চায়েত ভোট সামনে এর আগেই রাজ্যে চালু হচ্ছে ‘দুয়ারে সরকার ক্যাম্প’ ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল তারিখ পর্যন্ত দু’দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে ‘ দুয়ারে সরকার ‘ প্রকল্পের শিবির ।


পশ্চিমবঙ্গের এই দুয়ারে সরকার প্রকল্প ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে চালু করেছেন মুখ্যমন্ত্রী । দুয়ারে সরকার ক্যাম্প বছরে ২বার হয়ে থাকে । ২০২৩ সালের দুয়ারে সরকার ক্যাম্প এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু হবে এবং চলবে ২০ তারিখ অবধি ।


এবারের দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩২টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ।


SarkariSuvidha.in - ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিগত ৪ বছর ধরে পশ্চিমবঙ্গের জনসাধনরের জন্য সরকারি সমস্ত সুযোগ-সুবিধা, প্রকল্প - যোজনা এবং গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে তুলে ধরছি । আজকে আমরা ২০২৩ সালের দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরছি ।


আজকের এই প্রতিবেদনটিতে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে ২০২৩ (Duare Sarkar 2023 ) কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এবং কিভাবে সেই সুবিধার জন্য আবেদন করতে পারবেন ইত্যাদি সমস্ত তথ্য সম্পর্কে জানতে পারবেন।


Overview of Duare Sarkar Scheme 2023 - দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ ২০২৩


Scheme

Duare Sarkar

Launched by

CM Mamata Banerjee

Beneficiary

Residents of West Bengal

Objective

To provide government services and documents at doorstep

State

West Bengal

Official Website

https://wb.gov.in


Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্পে ৩২টি প্রকল্পের সুবিধা ২০২৩

আমরা সকলেই জানি যে, দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সুবিধা গুলির আবেদন ও ভুল সংশোধন ইত্যাদি করা যায় Duare Sarkaer Camp এ।


দুয়ারে সরকার ক্যাম্পে এবারেও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ভাতা ইত্যাদি সমস্ত প্রকল্প নিয়ে মোট ৩২টি প্রকল্পের নতুন আবেদন ও ভুল সংশোধনের কাজ করা যাবে।


2023 সালের দুয়ারে সরকার ক্যাম্প এপ্রিল ১তারিখ থেকে ২০ তারিখ মোট ২০ দিন ধরে রাজ্যে জুড়ে চলবে দুয়ারে সরকার ক্যাম্প।


প্রত্যেক রবিবার এবং সরকারি ছুটির দিন এই ক্যাম্প বন্ধ থাকবে।


পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা এবং জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম-পঞ্চায়েত এলাকার অনুয়াজি এক এক দিন এক এক এলাকার এই শিবিরের আয়োজন হবে।


তাই, আপনারা যারা এই দুয়ারে সরকার ২০২৩ যে সমস্ত প্রকল্পের আবেদন করতে চান তারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র রেডি করে রাখুন।



দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের আবেদন করা যাবে ২০২৩ : Services Under Duare Sarkar Campaign 2023

দুয়ারে সরকার ২০২৩ এর ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন সেগুলি হলো -





Sl no

Scheme/ প্রকল্প 

আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট এবং স্টেটাস চেক 

1

বাংলা আবাস যোজনা 

Click Here

2

কৃষক বন্ধু প্রকল্প 

Click Here

3

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প : 

Click Here

4

স্বাস্থ্যসাথী : Swasthya Sathi

Click Here

5

খাদ্যসাথী /রেশন কার্ড : Khadya Sathi

Click Here

6

বিধবা ও বয়স্ক ভাতা ২০২৩ 

Click Here

7

বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা 

Click Here

8

কাস্ট সার্টিফিকেট : Caste Certificates

Click Here

9

শিক্ষাশ্রী : Sikshashree

Click Here

10

জয় জহর : Jai Johar

Click Here

11

তপশিলী বন্ধু : Taposili Bandhu

Click Here

12

কন্যাশ্রী প্রকল্প : Kanyashree 

Click Here

13

রূপশ্রী প্রকল্প : Rupashree

Click Here

14

ঐক্যশ্রী প্রকল্প : Aikyashree

Click Here

15

স্টুডেন্ট ক্রেডিট কার্ড : Student Credit card

Click Here

16

মাটির কথা 

Click Here

17



18



19




Duare Sarkar West Bengal 2023 : উপরোক্ত প্রকল্পগুলি যারা এখনো করতে পারেননি তারা এবারের দুয়ারে সরকার ক্যাম্প এ অবশই আবেদন করুন । কিভাবে সঠিক ভাবে আবেদন করবেন এই সমস্ত প্রকল্পের জন্য তার জন্য উপরে নির্দিষ্ট প্রকল্প অনুযাযী সমস্ত তথ্য দেওয়া রয়েছে পড়ে নিন ।


Duare Sarkar PDF

If you want to download the PDF of Duare Sarkar schedule, dates, application form, services, notice etc, click on the link and download PDF.


Duare Sarkar official website

The official website of the government of West Bengal is wb.gov.in or click on direct link wb.gov.in duare sarkar

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...