বয়স্ক ভাতা / বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা লিস্ট চেক ২০২৪ - West Bengal Old Age & Widow Pension list Check 2024

West Bengal Old Age Pension list 2024 | West Bengal Widow Pension list 2024, বয়স্ক ভাতা /বার্ধক্য ভাতা/বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা লিস্ট চেক 2024 | 


বয়স্ক ভাতা / বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা লিস্ট চেক করুন - Wb Old Age & Widow Pension list Check 2023

দুয়ারে সরকার ক্যাম্পে বয়স্ক ভাতা বা বাধ্যকো বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা সমস্ত রকম ভাতার আবেদন চলছে। 

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা লিস্ট চেক ২০২৪ - West Bengal


West Bengal Government বয়স্কদের জন্য ভাতার (Pension) দিয়ে থাকে। যদি কোনও মহিলা বা পুরুষের বয়স 60 বছর হয় তাহলে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা অঞ্চলে আবেদন করা যায়। বয়স্ক ভাতা প্রকল্পের বা বিধবা ভাতা প্রকল্পের।


এছাড়া কোনও মহিলা যদি বিধবা হয়ে থাকে সেক্ষত্রে তাদেরকে বিধবা ভাতা দেওয়া হয়।

প্রতিমাসে 1,000/- টাকা করে এই ভাতা গুলি দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার দ্বারা, যাতে তারা নিজের সামান্য কিছুই খরচ চালাতে সক্ষম হয়।


দুয়ারে সরকার ক্যাম্পে এবারে অনেকই বার্ধক্য ভাতা/বয়স্ক ভাতা বা বিধবা ভাতার আবেদন করেছেন তাদের মধ্যে অসংখ্য আবেদনকারীরা এখনো অব্দি টাকা পায়নি।


কিভাবে ভাতার লিস্ট দেখা যাবে, কি করে বুজবেন যে আপনার ভাতাটি হয়েছে? How to check old age Pension and Widow Pension new list check in West Bengal?


জানার জন্য বিস্তারিত পড়ুন।


Old age pension widow pension list West Bengal 2024 : বার্ধক্য ভাতা/বয়স্ক ভাতা বা বিধবা ভাতার চেক করার পদ্ধতি

বয়স্ক ভাতার টাকা চেক 2024, বিধবা ভাতার টাকা চেক 2024: আপনি যদি আপনার ভাতার টাকা চেক করার জন্য উপায় খুঁজছেন বা ভাতার লিস্ট খুঁজছেন তাহলে এই লেখাটি আপনার জন্যই।


ভাতার লিস্ট দেখার নিয়ম 2024: বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ 2024 লিস্ট


  • বার্ধক্য ভাতা/বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা যেকোনো ভাতার অনলাইনে লিস্ট দেখার জন্য এই https://nsap.nic.in/ ওয়েবসাইটি খুলুন।

  • ওয়েবসাইটি ওপেন হওয়ার পর Menu Option টি ক্লিক করুন।

  • তার পর Report Option এ যান।

  • এর পর State Dashboard এ Click করুন।

  • এর পর রাজ্য পশ্চিমবঙ্গ (West Bengal) Selected করে আপনি কোন ভাতার জন্য আবেদন করছেন (Old age Pension or widow pension or Hadicap Pension) টি বেঁছে নিন।

  • সমস্ত কিছুই দেওয়ার পর Captcha দিয়ে Submit করবেন।

  • এখন West Bengal এর সমস্ত ভাতার লিস্ট আসবে কিন্তু সহজে আপনার নাম খুঁজে বের করার জন্য আপনার District >Sub District >Municipality or Block দিয়ে এগিয়ে যান, তাহলেই আপনার এলাকার লিস্ট দেখতে পারবেন।

  • এছাড়া আপনার নাম সঠিক ভাবে লিখেও লিস্ট এ নাম খুঁজে বের করতে পারবেন।

  • সেখানে আপনার নাম, পিতার /স্বামীর নাম মিলিয়ে দেখতে পারবেন।

  • ভাতার টাকা কোন ব্যাঙ্ক এ আসবে সেটাও ওই ভাতার লিস্ট এ দেওয়া থাকবে।


প্রতিবন্ধী ভাতার লিস্ট ওই একেই ভাবে চেক করতে পারবেন।


West Bengal Old Age Pension List 2024


Link: https://wbswpension.gov.in/

Link: https://nsap.nic.in/


আমাদের whatsapp গ্রুপে Join করুন 👇🏻

WhatsApp Join



যদি কোনোরকম সমস্যা হয়, তাহলে নিচে কমেন্ট করে জানান। Sarkarisuvidha.in 


Comments Below

If You Any Questions or Any Suggestions


২৪টি মন্তব্য

  1. আমার ঠাকুমার বিধবা ভাতা ২০২২ ক্যাম্পে জমা দিয়েছি

    উত্তরমুছুন
  2. আমার মায়ের বিধবা ভাতা জমা দিয়েছি কিন্ত এখনো হয়নী।।

    উত্তরমুছুন
  3. বয়স্ক ভাতা কার্ড চেক কোরব

    উত্তরমুছুন
  4. বিধবা ভাতা এর লিষ্ট চেক করব কিভাবে

    উত্তরমুছুন
  5. Amar Sasurir Bhata February 2023 theke bondho ache, ki korta hoba, Bole dila bisesh bhava upokrito hobo.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Ekhon somosto kaj duare sarkar camp a hoy , tai oboshoi eakbar duare sarkar camp a giye apnar somoshar kotha janan. kothay problems sune tarpor onarai thik korun.

      মুছুন

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...