নাম দিয়ে রেশন কার্ড চেক 2024 - Ration Card check by Name Search West Bengal

আপনার রেশন কার্ড হয়েছে কিনা তা জানার এখন সহজ উপায় হলো নাম দিয়ে রেশন কার্ড চেক 2024। রেশন কার্ড চেক করার পদ্ধতি নিয়ে আজকে আপনাদের এই পোস্ট এ আলোচনা করা হয়েছে। আপনার কী রেশন কার্ড এর তথ্য জানার জন্যই খুঁজছেন, রেশন কার্ড চেক করতে চান নাম দিয়ে। তাহলে এই লেখাটি আপনার কাজে লাগবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর খাদ্য ও সরবরাহ দপ্তর ওয়েবসাইট এর মাধ্যমে " নাম দিয়ে রেশন কার্ড চেক (Ration Card check by Name Search)" করার বিষয়ে আজকে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

In short : নাম দিয়ে রেশন কার্ড চেক করার পদ্ধতি 2024

  • পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর ওয়েবসাই wbpds.wb.gov.in খুলুন।

  • E-CITIZEN অপসন এ ক্লিক করুন।

  • Search Your Digital Ration Card Details - এই অপসন এ ক্লিক করুন।

  • তারপর নাম দিয়ে রেশন কার্ড চেক করুন।


নাম দিয়ে রেশন কার্ড চেক - Ration Card check by Name Search
চিত্র : নাম দিয়ে রেশন কার্ড চেক পদ্ধতি 

নাম দিয়ে রেশন কার্ড চেক 2024 - wbpds.wb.gov.in


পশ্চিমবঙ্গ খাদ্য খাদ্য ও সরবরাহ দপ্তর দ্বারা আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেল এখন জানুন আপনার মোবাইল দিয়ে।


আপনি কী রেশন কার্ড নাম দিয়ে চেক করতে চান?

তাহলে চলুন দেখে নেই, কিভাবে নাম দিয়ে রেশন কার্ড চেক করবেন। নিচের স্টেপ গুলি অনুযায়ী রেশন কার্ড চেক করতে পারবেন অনলাইনে।

নাম দিয়ে রেশন কার্ড চেক করতে কী কী লাগবে

  • রেশন কার্ড নম্বর 

  • জেলা

  • ব্লক বা মিউনিসিপালিটি 

  • গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড

  • নাম

About of Ration Card check by Name 2024


Ration Card Check 

নাম দিয়ে রেশন কার্ড চেক 

রাজ্য 

পশ্চিমবঙ্গ 

ওয়েবসাইট 

wbpds.wb.gov.in

Home 

Click Here 

Ration Card check By Your Name search

  1. wbpds.wb.gov.in এই ওয়েবসাইট টি খুলুন আপনার মোবাইল এ।

  2. তারপর ওয়েবসাই ওপেন হওয়ার পর ডানদিকে উপরে অপসন বার এ ক্লিক করুন।

  3. এখন E-CITIZEN অপসনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন।

  4. তারপর আরও অনেকগুলি অপসন বেরিয়ে আসবে তারমধ্যে প্রথমেই দেখতে পাবেন "Search Your Digital Ration Card Details" এই অপসন এ যান।

  5. তারপর 2টি অপসন থাকবে 'Name' এবং 'Ration Card Number' যে কোনও একটি ক্লিক করুন।

  6. নাম দিয়ে রেশন কার্ড চেক করার জন্য- District, Block/Municipality এবং GP/Ward বক্স গুলিতে বেঁছে নিন।

  7. তারপর আপনার নামটি সঠিক ভাবে লিখুন।

  8. নাম দিয়ে রেশন কার্ড চেক করার জন্য জেলাটি বাছুন আপনার তারপর ব্লক বা মিউনিসিপালিটি বাছুন তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড বেঁছে নিয়ে Search এ ক্লিক করলেই আপনার সমস্ত তথ্য চলে এসে যাবে।


এখন আসুন দেখে নেই কিভাবে রেশন কার্ড নম্বর দিয়ে তথ্য দেখবেন অনলাইনে


  1. E-CITIZEN অপসন a গিয়ে "Search Your Digital Ration Card Details" যাওয়ার পর Ration Card Number টি অপসন বাছুন।

  2. Ration Card Number দিয়ে রেশন কার্ড চেক করতে হলে Ration Card Number টি দিয়ে।

  3. রেশন কার্ডের ক্যাটাগরি বাছুন "Select RC Category" (AAY/PHH/SPHH/RKSY-1/RKSY-2 বা General )।

  4. এখন ক্যাপসাটি সঠিক ভাবে লিখে search অপসন এ ক্লিক করলেই অপবার রেশন কার্ডের সমস্ত তথ্য পেয়ে যাবেন।


নাম দিয়ে রেশন কার্ড চেক


কিভাবে নাম দিয়ে রেশন কার্ড চেক অনলাইনে ২০২৪

আপনার রেশন কার্ডের এক্টিভ আছে কী না? আপনার ও আপনার পরিবারের রেশন কার্ডের সমস্ত তথ্য অনলাইন মাধ্যমে কিভাবে সহজেই চেক করবেন? রেশন কার্ডের তথ্য জানার জন্য অনেকেরই জিজ্ঞাসা রয়েছে - কিভাবে নাম দিয়ে রেশন চেক করব।

তার জন্যই উপরে সমস্ত কিছুই লেখার রয়েছে ও লিঙ্ক দেওয়া আছে।

কিছু প্রশ্ন - রেশন কার্ড চেক নিয়ে


প্রশ্ন 1: নাম দিয়ে রেশন কার্ড চেক কিভাবে করা যায়?

উত্তর : পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের wbpds.wb.gov.in ওয়েবসাইট এ গিয়ে, E-CITIZEN অপসন ক্লিক করে "Search Your Digital Ration Card Details" এ ক্লিক করে আপনার তথ্য দিয়ে search করুন।


প্রশ্ন : অনলাইনে নাম দিয়ে রেশন কার্ড চেক করা যায় কী?

উত্তর : হ্যা, করা যায়। কখনো কখন এই অপসনটি থাকে না ওয়েবসাইট এ।


Tag: Ration Card check by Name West Bengal। নাম দিয়ে রেশন কার্ডের চেক 2024। রেশন কার্ড চেক পশ্চিমবঙ্গ। নাম দিয়ে রেশন কার্ড চেক করার পদ্ধতি ২০২৪

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...