আজকে আমরা আপনাদের নতুন সরকারি ঘরের লিস্ট সংক্রান্ত সঠিক তথ্য ও ঘরের লিস্ট নিয়ে বিস্তারিত জানাবো ।
আপনি কি যদি সরকারি ঘর- বাংলা আবাস যোজনা ঘর (Bangla Awas Yojana ) বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর না পেয়ে থাকেন তাহলে সুখবর যে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে লক্ষাধিক সরকারি ঘরের কাজ হবে। ২০২৩ সালে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের ঘরের কোনো কাজ হয় নাই তাই এই নতুন সালে আবার সরকারি ঘরের কাজ শুরু হবে ইটা নিশ্চিত ।
🔥🔥গুরুত্বপূর্ণ আপডেট গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৪ প্রকাশিত হয়েছে : প্রধানমন্ত্রী আবাস যোজানার ঘরের ফাইনাল লিস্ট প্রকাশিত ২১ অক্টোবর ২০২৪ থেকে ২০২২- ২০২৩ সালে প্রধানমন্ত্রী আবাস য়োজনার ঘরের কাজ এই ২০২৪ সালে আবার গ্রামীণ ঘরের কাজ হবে বলে। আমরা জানি যে এর আগে লিস্ট এর পর লিস্ট প্রকাশিত হয়েছিল কিন্তু ঘরের কাজ হয়নি কিন্তু ২০২৪ সালে সমস্ত ঘরের কাজ হবে এবারে যাদের লিস্টে নাম থাকবে তারা ঘরের টাকা পাবেন ।। 🔥🔥
তাই, যাদের বাড়িতে ভেরিফিকেশন করা হয়েছে তাদের মধ্যে কার কার এই সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজানার ঘর পাওয়ার জন্য যোগ্য তার ফাইনাল লিস্ট অঞ্চলভিক্তিক প্রকাশিত হবে ২০২৪ সালে আবার ।
চলুন দেখা যাক কিছু গুরুত্বপূর্ণ তারিখ গুলি -
বাংলা আবাস যোজনা ২০২৪ সার্ভের কিছু গুরুত্বপূর্ণ তারিখ - bangla abash jojona list 2024
বাড়ি বাড়ি সার্ভের শুরু | ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৪ |
জেলা স্তর যাচাই | ১৪ ই নভেম্বর থেকে ২০২৪ |
খসড়া তালিকা/লিস্ট তৈরি | ২০ নভেম্বর ২০২৪ |
ওয়েবসাইটে লিস্ট প্রকাশ | ২১ থেকে ২৭ শে নভেম্বর ২০২৪ |
গ্রাম সভার অনুমোদন | ৪ঠা ডিসেম্বর ২০২৪ |
ব্লক লেভেল কমিটির অনুমোদন | ৯ ডিসেম্বর ২০২৪ |
জেলা পর্যায়ের কমিটি কর্তৃক অনুমোদন | ১৩ই ডিসেম্বর ২০২৪ |
প্রথম কিস্তির টাকা দেবে | ২০ ডিসেম্বর ২০২৪ |
দ্বিতীয় কিস্তির টাকা দেবে | —--------- |
বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে।আপনার বাংলা আবাস যোজনার ঘর নাম রয়েছে কি না এবং ঘরের লিস্ট দেখার পদ্ধতি ।
এছাড়া বর্তমানে সরকারি ঘরের জন্য কত টাকা এবং কপিটি কিস্তিতে সেই টাকা ডুকবে সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমরা আপনাদের জন্য তুলে ধরবো ।
বাংলা আবাস যোজনা লিস্ট 2024 - Bangla Awas Yojana List 2024 West Bengal
পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিবার তাদের কোনোরকম পাকা বাড়িঘর নেই যারা মাটির বা টিন সেডের ঘরে বসবাস করেন তাদেকে সম্পূর্ণ বিনা মূল্যে একটি পাকা বাড়ি দেবার উদেশ্যে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প বা যোজনা এনেছেন সেটি হলো বাংলা আবাস যোজনা ।
এই যোজনার মাধ্যমে তিনটি কিস্তিতে ১,২০,০০০/- (এক লক্ষ কুড়ি হাজার) টাকা দেয়া হয় একটি পাকা বাড়ি তৈরী করার জন্য ।
প্রথম কিস্তি ৫৪,০০০/- টাকা যার মাধ্যমে বাড়ির জানলা প্রজন্ত কাজ করতে হয় ।
দ্বিতীয় কিস্তিতে ৪৫,০০০/- টাকা যার দ্বারা বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ করতে হয় ।
তৃতীয় কিস্তিতে ৩০,০০০/- টাকা দেওয়া হয়, এই টাকা দিয়ে চাদ ও প্লাস্টার এবং জানলা দরজা সম্পূর্ণ করতে হয় ।
যোজনার নাম | বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana ) |
রাজ্য | পশ্চিমবঙ্গ ( West Bengal ) |
সুবিধা | বিনামূল্যে সরকারি পাকা বাড়ি |
টাকার পরিমান | ১,২০,০০০/- (এক লক্ষ কুড়ি হাজার) থেকে ১.৭৫,০০০/- টাকার মতো। |
যোগ্যতা | যাদের কোনো পাকা বাড়ি নেই একমাত্র তারাই যোগ্য। |
কেন্দ্রীয় প্রকল্প জানতে পড়ুন 👉 |
বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৪ কিভাবে দেখবেন ? গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৪ Bangla Awas Yojana New List 2024
bangla abas jojona new list : রাজ্য সরকারের ঘরের লিস্ট বা গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট অনেকেই দেখতে চান । পশ্চিমবঙ্গে এখনো অসংখ্য পরিবার যাদের সরকারি ঘরের প্রয়োজন কিন্তু তারা এখনো পায়নি বাংলা আবাস যোজনার ঘর । ২০২৩ সালে এই যোজনার ঘর প্রকাশিত হবে ।
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের তালিকা প্রকাশিত করেছেন ।
দেখুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট ২০২৪
চলুন, আমরা জানি Bangla Awas Yojana ঘরের লিস্ট জানার পদ্ধতি ।
বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৪ কিভাবে দেখবো - গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৪
স্টেপ ১) রাজ্য সরকারের এই যোজনার লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমে একটি সরকারি ওয়েবসাইট যেতে হবে যার লিংক নিচে দেওয়া হলো -- https://rhreporting.nic.in/netiay/SocialAuditReport/BeneficiaryDetailForSocialAuditReport.aspx
স্টেপ ২) তারপর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং west bengal অপসনটিতে select করবেন ।
স্টেপ ২) এর পর আপনার জেলা বাছুন এবং তারপর ব্লক সিলেক্ট করুন ।
স্টেপ ২) এবারে আবাস যোজনার সাল 2022-2023 বাছুন । কখনোই 2024-2025 দিবেন না ।
স্টেপ ২) এখন PRADHAN MANTRI AWAAS YOJANA-GRAMIN এ ক্লিক করুন ।
স্টেপ ৩) তারপর ক্যাপচা যোগ বা বিয়োগ ফল বসান এবং Submit এ ক্লিক করুন ।
স্টেপ ৩) এখন আপনার এলাকার সরকারি ঘরের লিস্ট 2022-23 টি দেখতে পারবেন যার PDF ফাইল ডাউনলোড করে নাম দিয়ে সার্চ করে চেক করুন আপনার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২ ০ ২ ৪ ।
গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৪ - Gram Panchyat House List West Bengal
গ্রাম পঞ্চায়েত এলাকার সরকারি ঘরের লিস্ট ইতিমধ্যেই সরকার তরফে দেওয়া হয়েছে । এই লিস্টে কার কার নাম রয়েছে তা জানার জন্য কি করবেন ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট বা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট এ আপনার দেখার জন্য -
আপনার ব্লক অফিসে বা গ্রাম পঞ্চায়েত এ গিয়ে অফিসিয়ের কাছে যান ।
তারপর আপনার গ্রামের নাম বলুন এবং জিজ্ঞাসা করুন ।
সরকারি ঘরের লিস্ট ২০২৪ দেখতে চাই ।
দেখুন তারা আপনাকে কি পরামর্শ দেন ।
বাংলা আবাস যোজনা ঘর পেতে প্রয়োজনীয় ডকুমেন্ট
আঁধার কার্ড ।
ভোটার কার্ড ।
জব কার্ড ।
ডিজিটাল রেশন কার্ড ।
ব্যাঙ্কের একাউন্ট বই ।
ফটোকপি ।
এই ছিল আজকের আলোচনা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৪ । আমাদের এই প্রতিবেদনটি পড়ার পর আপনার মনে যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বা ইমেইল করে জানান । গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট , রাজ্য সরকারের ঘরের লিস্ট, সরকারি ঘরের লিস্ট 2024, বাংলা আবাস যোজনা , ঘরের লিস্ট কিভাবে দেখব - এই নিয়ে যে কোনো জিজ্ঞাসা করুন নিচে ।
ভোটার আগে কিংবা পরে এই গ্রাম পঞ্চায়েতের ঘরের কাজ হবে নিশ্চিত । তাই bangla abas jojona, আবাস যোজনা ঘরের লিস্ট 2024 বা গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট যাদের অবশই নজর রাখবেন আর আমরা আপনাদের মাঝে নতুন তথ্য আসলে তুলে ধরবো । এছাড়া আমাদের অফিসিয়াল গ্ৰুপে join করে রাখুন ।
কোন মন্তব্য নেই