About Lakshmir Bhandar Scheme 2024 - লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ ২০২৪
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ২০২৪ : Lakshmir Bhandar Prakalpa West Bengal 2024
West Bengal Government ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আবারও 2024 সালের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন যাদের এখনো হয় নাই, এমনি খবর শোনা যাচ্ছে।
2024 সালে যে সমস্ত মহিলাদের ২৫ বছর পূর্ণ হয়েছে তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ।
এপ্রিল ২০২৪ থেকেই সমস্ত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প ২০২৪ শুরু হবে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যাদের যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হয় নাই বা কোনও ভুলের কারণে Lakshmir Bhndar Prakalpa Approved হয় নাই, তারা এবারে আবেদন করতে পারবেন।
এই প্রকল্পের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গের মিহিলাদের প্রতিমাসে Rs.500/- ও Rs. 1000/- টাকা করে দেওয়া হয়।
SC/ST মহিলাদের প্রতিমাসে এক হাজার টাকা (1,000/-) করে দেওয়া হবে এবং General / OBC মহিলাদের প্রতিমাসে 500 টাকা করে দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন ও কী কী প্রয়োজন হবে আবেদন করার জন্য সমস্ত কিছুই বিস্তারিত নিচে দেওয়া আছে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কী কী?
এই প্রকল্পের জন্য মহিলারা প্রতিমাসে কিছুই টাকা পাচ্ছে যা, তাদের জীবন নির্ধাতনের কিছুটা সাহার্য্য করছে।
সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত মহিলাদের প্রতিমাসে Rs. 500/- টাকা করে, মোট বছরে Rs. 6,000 টাকা ( 6 হাজার টাকা ) দিচ্ছেন রাজ্য সরকার।
এসসি ও এসটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত মহিলাদের প্রতিমাসে Rs. 1000/- টাকা করে, মোট বছরে Rs. 12,000 টাকা ( 12 হাজার টাকা ) দেওয়া হয়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম ২০২৪ - Eligibility Criteriya of Lakshmir Bhandar Prakalpa Applying 2024
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
- শুধুমাত্র মহিলা/ মেয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ।
- আবেদনকারীর বয়স ২৫ বছরের বেশি হতে হবে ।
- আবেদনকারী পশ্চিমবঙ্গের অন্য সরকারি প্রকল্পের সুবিধা থাকলে আবেদন করতে পারবেন না ।
- আবেদনকারীর সরকারি চাকরি থাকে আবেদন করতে পারবেন না ।
- আবেদনকারীর নাম স্বাস্থ্যসাথী কার্ডে থাকতে হবে ।
- আবেদনকারীর নিজেস্ব ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে ।
- আঁধার কার্ড লাগবে ।
- রেশন কার্ড লাগবে ।
- আবেদন করতে রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে ।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন পদ্ধতি ২০২৪
Lakshmir Bhandar Prakalpa Application online 2024: এই প্রকল্পের আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যমে করা যাবে না। গতবারের মতো এবারেও এই প্রকল্পের আবেদন করতে হলে দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়েই আবেদন করতে হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ফর্ম 2023, অনলাইন থেকে ডাউনলোড করে, তারপরতা পরিপূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে তারপর কিছুই সমস্ত ডকোমেন্টস সঙ্গে জমা করতে হবে ক্যাম্পে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম 2024 ডাউনলোড,
নিচের Original Lakshmir bhandar Application Form Pdf Download 2024 করে নিন।
গোটা রাজ্যর প্রায় 1.6 কোটি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন, এতিমধ্যে অসংখ্য নারীরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধায় উপকৃত হয়েছেন।
লক্ষ্মীর ভন্ডার প্রকল্প ফর্ম pdf 2024
পশ্চিমবঙ্গ রাজ্য বাসীর যে সমস্ত মহিলারা 2024 লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে চান তাদেরকে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
নিচে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম 2024 pdf Download লিঙ্ক দেওয়া রয়েছে।
Lakshmir Bhandar Prakalpa Form 2024 PDF
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম ২০২৪ |
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যোগ্যতা ২০২৪
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে? এবং কারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না? আসুন তা বিস্তারিত জানি আজ।
- আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে।
- সরকারি যে কোনও কর্মক্ষত্রে কাজ করে এমন মহিলারা আবেদন করতে পারবেন না।
- যদি কোনও পরিবারের ইনকাম ট্যাক্স এর অধীনে পরে সেই পরিবারের কেউই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
- এছাড়া সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
ডকোমেন্টস কী কী লাগবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে
এই প্রকল্পের আবেদন করতে হবে Duare Sarkar Camp এ গিয়ে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সঠিক ভাবে করার জন্য এবং ফর্ম জমা করার জন্য কী কী কাগজ বা ডকোমেন্টস সঙ্গে দিয়ে হবে তা নিচে বলো হল --
- 2 কপি আবেদনকারীর ফটো।*
- Income certificate যা অঞ্চল অফিস থেকে তুলতে হবে।*
- আঁধার কার্ডের ক্সেরক্স।*
- স্বাস্থ্য সাথী কার্ডের ক্সেরক্স।*
- মোবাইল নম্বর।*
- ভোটের কার্ড ( যদি না থাকে তবুও হবে )
- রেশন কার্ডের এর ক্সেরক্স ( extra Documents)
উপরের ডকোমেন্টস গুলির মধ্যে ষ্টার মার্ক (*) গুলি অবশ্যই লাগবে। এছাড়া বাকিগুলি না দিলেও হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করার পরও যাদের হয় নাই তারা কী করবেন?
2024 সালের দুয়ারে সরকার ক্যাম্প এ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করার পরও যাদের এখনো হয় নাই, টাকা পাননি তারা কী করবেন?
যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রিজেক্ট হয়েছে তারা কী করবেন?
অনেক মহিলাদের এই প্রকল্প হয় নাই, রিজেক্ট হয়েছে। তাদের হয়তো কোথাও কোনও ভুল ছিল যেমন -
স্বাস্থ্যসাথী কার্ডের এর নম্বর ভুল ছিল।
একাউন্ট নম্বর ভুল।
ফর্ম ঠিক করে ফিলাপ করা হয় নাই।
কোনও গুরুত্বপূর্ণ ডকোমেন্টস দিয়ে ভুল করেছেন।
ইত্যাদি বিভিন্ন কারণে করো করো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, রিজেক্ট হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।
তাহলে এখন কী করবেন? এটাই আসল প্রশ্ন?
যাদের এই প্রকল্প হয় নাই অথচ সমস্ত ডকোমেন্টস রয়েছে তারা এবারে দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে জমা করবেন।
যদিও সরকার তরফে এখনো কোনও খবর জানানো হয় নাই যে, যাদের লক্ষ্মীর ভান্ডার হয় নাই তারা কী করে কী করবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যেকোনো গুরুত্বপূর্ণ খবর ও সঠিক তথ্য জানতে Sarkarisuvidha.in (সরকারীসুবিধা.ইন) ওয়েবসাইটে নজর রাখুন।
যদি মনে হয় যে এই তথ্যগুলি আপনার কাজে লেগেছে থলে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে… লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম টি ডাউনলোড করে নিতে পারে।
QNA :
Q. কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ শুরু হবে?
Ans: ফেব্রুয়ারী 2024, থেকে শুরু চলছে, যদি আপনার এলাকায় এখনো দুয়ারে সরকার ক্যাম্প না বসে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই বসবে একটু খবর রাখুন অঞ্চল বা ব্লক অফিসে।
Q. স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হবে না?
Ans: না, স্বাস্থ্যসাথী কার্ড লাগবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। যদি আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে আগে স্বাস্থ্যসাথী কার্ডের এর আবেদন করুন। কিছুদিনের মধ্যেই স্বাস্থ্যসাথী কার্ডের ফটো তোলার ডাক পাবেন। তার পর করবেন এই প্রকল্প।
📢স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পর্কে বিস্তারিত পড়ুন ও ফর্ম ডাউনলোড করুন📢
Also Read:
Q. লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছেন তাদের কী কিছুই করতে হবে?
Ans: না, যারা এই প্রকল্পের টাকা পাওয়া শুরু করেছেন তাদেরকে আর কিছুই করতে হবে না।
Q. লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কী বন্ধ হবে? 2024
Ans: না, lakshmir Bhandar Prakalpa বন্ধ হবে না। কারণ, এই প্রকল্পের জন্য West bengal Govt. প্রায় 13 হাজার কোটি টাকা বরাদ্ধ করেছেন রাজ্য বাজেটে।
কোন মন্তব্য নেই