Krishak Bandhu 2023 : কৃষক বন্ধু আবেদন, কৃষক বন্ধু status, প্রয়োজনীয় ডকুমেন্ট ২০২৩

WB Krishak Bandhu Scheme (কৃষক বন্ধু প্রকল্প)
Latest Update on 1st April to 20 april 2023 :

এপ্রিল ১ তারিখ থেকে এপ্রিল ২০ তারিখ সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা যাবে ।কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন বিস্তারিত জানুন আজকের এই লেখাটির মাধ্যমে ।

Kisok Bondhu \ কৃষক বন্ধু প্রকল্প


"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) 2021 সালের 'Krishak Bondhu Scheme' আর টাকার পরিমান দ্বিগুন করার করেছেন। আগে এই প্রকল্পের জন্য পাঁচ হাজার টাকা (Rs. 5000/-) পেতো কিন্তু এবার থেকে West Bengal এর সকল কৃষষকেরা দশ হাজার (Rs. 10000/-) টাকা পাবে প্রতিবছরে।"


 আজকে আমরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো । এই প্রকল্পের  কি কি সুবিধা রয়েছে ? কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন , কৃষক বন্ধু প্রকল্প apply? আবেদন করার পর স্টেটাস চেক কিভাবে করবেন ? কৃষক বন্ধু চেক লিস্ট 2023


এই প্রকল্পের টাকা কবে দেখা হয় এবং কত টাকা দেওয়া হয় , বিস্তারিত তথ্য নিয়েই আজকের আমাদের এই আলোচনা । 

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের তথ্য জানতে অবশই সরকারীসুবিধা ওয়েবসাইটের সঙ্গে থাকবেন ।


পশ্চিমবঙ্গের চাষীদের কথা মাথায় রেখে কৃষক বন্ধুদের চাষের জন্য সার ,বীজ , কীটনাশক, জমির চাষ ইত্যাদি খরচর করার জন্য সরকার কৃষকদের ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা অবধি সাহার্য করে থাকে (জমির পরিমানের উপর এই টাকা কম বা বেশি দেওয়া হয়ে থাকে)।


এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জমির রেকর্ড থাকা প্রয়োজন । জমির রেকর্ড দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে হয়। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প এ এই প্রকল্পের আবেদন করতে হয় ।


হাইলাইটস : কৃষক বন্ধু প্রকল্প 2023

  • পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ।
  • প্রতিবছর ১০ হাজার টাকা করে ব্যাঙ্ক একাউন্ট এ সরকার এই প্রকল্পের জন্য দিয়ে থাকে ।
  • একর প্রতি এই টাকা দেয়া হয় ।
  • আবেদন করার পদ্ধতি হলো দুয়ারে সরকার ক্যাম্প এ ।
  • ডকুমেন্ট হিসাবে লাগবে জমির তথ্য অর্থাৎ জমির রেকর্ড বা খতিয়ান, এছাড়া আধার কার্ড , ভোটার কার্ড, ব্যাঙ্ক একাউন্ট, আবেদনকারীর ফটো ইত্যাদি ।
  • কৃষক বন্ধু প্রকল্প নামের লিস্ট ।
  • কৃষক বন্ধু চেক লিস্ট 2021


West Bengal Krishak Bandhu Scheme 2023 : কৃষকবন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ ২০২৩


কৃষক বন্ধু প্রকল্পে এখন কৃষকরা পাবে 10,000 হাজার টাকা। আজকের পর্বে আমরা "Krishak Bandhu Scheme" এর Online Registration,Status Check Online, Eligibility & Benefits সমস্ত বিষয়  নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যাতে পশ্চিমবঙ্গ সরকাররে আওটায় সমস্ত কৃষক বন্ধুরা প্রকল্পের টাকা সঠিক ভাবে পায় ও আমাদের এই আলোচনাটি তাদেরকে সাহার্য্য করে।


সমস্ত চাষী ভাইদের চাষবাসে সাহার্য্য করতেই এই প্রকল্প।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এটি, যার মাধ্যমে অনেক কৃষকরা উপকৃত হবেন। গতবছর এই প্রকল্পে বছরে মোট পাঁচ হাজার টাকা পেয়েছে কিন্তু এবার থেকে টাকার পরিমান বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে। রবি ও খারিপ চাষ এর জন্য বছরে দুবার এই টাকা ভাগ করে দেওয়া হবে (5000+5000)

 


About Krishak Bandhu Scheme in West Bengal



Scheme Name

Krishak Bandhu

(কৃষক বন্ধু প্রকল্প )

Applicable State 

West Bengal

Benefits

Rs. 10,000 per year

Beneficiaries

Farmers of West Bengal

Department

Agriculture Department

Launched By

CM Mamta Banerjee

Official Website : Krishak Bondhu portal   

http://krishakbandhu.net/




Objective Of WB Krishak Bandhu Prakalpa 2023 : কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য


এই প্রকল্পের উদ্দেশ্য (Objective) সম্পর্কে West Bengal Government তরফে বলা হয়েছে। রাজের বহু কৃষক আর্থিক ভাবে স্বছল না হওয়ার জন্য তারা ঠিক মতো চাষ আবাদ করতে পারে না - fertilizer, seed, labours ইত্যাদি কারণে।


এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হল কৃষকদের ব্যাঙ্ক এ কিছু টাকা সরাসরি সাহার্য্য দেওয়া যাতে, কৃষকরা প্রয়োজন মতো সার, বীজ, কীটনাশক ও শ্রমিক নিয়ে ভালো ভাবে চাষ করতে পারে।


Benefits Of Krishak Bandhu Scheme :কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ২০২৩


কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে কৃষকরা

আর্থিক সহায়তার পরিমাপ হলো --


  1. 10,000 হাজার টাকা দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের যাদের জমির পরিমান 1 একর বা তার বেশি।

  2. 4,000 হাজার টাকা দেওয়া হবে যাদের জমির পরিমান 1 একর এর কম।


Krishak Bandhu death Benefit


যদি কোনো কৃষক মারা জান তাহলে তার পরিবার পাবে দুই লক্ষ টাকা  (Rs. 2,00000/-)





Krishak Bandhu Scheme Eligibility : কৃষকবন্ধু প্রকল্পের আবেদনের যোগ্যতা


এই প্রকল্পের সুবিধা পেতে কী যোগ্যতা লাগবে? চলুন একনজরে দেখে যাক।


  1. আবেদনকারী অবশই West Bengal এর স্থায়ী বাসিন্দা হতে হবে।

  2. যেই চাষী আবেদন করবে তার নিজের জমির রেকর্ড থাকি চাই।

  3. বয়স 18-60 হতে হবে।



Important Documents for Application : প্রয়োজনীয় নথিপপত্র


কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলি এই প্রকল্পের জন্য প্রয়োজন তার একটি তালিকা নিচে দেওয়া হল। 


  • আবেদনকারীর জমির খতিয়ান বা কাউলা ।

  • আবেদনকারীর ভোটার কার্ড ।

  • রেশন কার্ড ।

  • আঁধার কার্ড ।

  • ব্যাঙ্ক এর পাস বই ।

  • আবেদনকারী ফটো ২কপি ।

  • জমি বিক্রেতার ভোটার কার্ড বা মৃত্যু সার্টিফিকেট ( যার কাছথেকে আবেদনকারীর জমি ক্রয় করেছেন তার ভোটার কার্ড বা যদি মৃত্যু হয়ে থাকে তাহলে মৃত্যু সার্টিফিকেট )


এছাড়াও অন্যন্যা পরিচয় পত্র থাকলে দিতে পারবেন Krishak Bandhu prakalpa আবেদন করার জন্য।


কৃষক বন্ধু আবেদন পদ্ধতি ২০২৩ : Krishak Bandhu Online Application process


কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার সহজ পদ্ধতি হলো - দুয়ারে সরকার ক্যাম্প দ্বারা আবেদন করা ।
দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন কিভাবে করবেন দেখে নিন -
  • প্রথমে এই প্রকল্পের জন্য আবেদন করার প্রয়োজনীয় কাগজপত্র /ডকুমেন্ট যেমন - জমির খতিয়ান , যার জমি থেকে আপনার কেনা তার ভোটার কার্ড সেরোক্স বা মৃত্যু সার্টিফিকেট , আবেদনকারীর ভোটার কার্ড , রেশন কার্ড , ব্যাঙ্ক এর বই, ফটো , ইনকাম সার্টিফিকেট - ইত্যাদি জোগাড় করুন ।
  • তারপর একটি কৃষক বন্ধু ফর্ম তুলুন দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবং ফর্মটিতে আপনার জমির ও আপনার সমস্ত তথ্য সঠিক ভাবে লিখুন ।
  • এবারে জমা করুন দুয়ারে সরকারের কৃষক বন্ধু ক্যাম্প এ । আর অবস্যই আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে ।


কৃষক বন্ধু প্রকল্প ফরম ফিলাপ কী ভাবে করবেন তার সঠিক উপায় নিয়ে এবার আলোচনা করা হল ___



Step #1: কৃষক বন্ধু প্রকল্প আবেদন করার জন্য খুলুন এই Official Website👉 http://krishakbandhu.net/


Step #2: ওয়েবসাইট খোলার পর উপরে দেখবেন এই 👉 "প্রকল্প ব্যবস্থাপনা or কৃষি বিভাগ" এখানে ক্লিক করুন।


Step #3: যদি আগে কখনো login করে থাকেন তাহলে username and Password দিন ( যদি আপনার username ও Password না থাকে তাহলে Sing Up এ ক্লিক করুন )


District, email id, Password, conform Password, Name, Mobile Number,  ইত্যাদি লিখে 'Submit' করুন।

Krishak Bandhu Online Application




Step #5: এখন username ও password দিয়ে login করুন। Krishak Bandhu Form

 আবেদন করার জন্য।

Krishak bondhu Login


Krishak Bandhu Portal Login


কৃষক বন্ধু পোর্টালে Login korte 👉 Click Hare


Krishak Bandhu App Download - কৃষক বন্ধু আপ


কৃষকবন্ধু প্রকল্পের সরকারী mobile App রয়েছে, যা Google Play Store এ পাওয়া যাবে। " Krishak Bondhu" এই নামে।

তবে ভালো করে দেখে তার পর ডাউনলোড করবেন কারণ কনেক সময় ভুল app থাকে।

Krishak Bondhu app


আপনাদের জন্য Sarkari Suvidha আর পক্ষ থেকে এই এপ্লিকেশন এর official Link দেওয়া হল "Krishak Bandhu App" Download।


কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম ( Krishak Bandhu Status Check Online 2022 )


কৃষক বন্ধু প্রকল্প চেক করার জন্য Official Website এ গিয়ে login হয়ে স্ট্যাটাস দেখে নিন। এই নিয়ে বিস্তারিত জানতে পড়ুন

কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর ও স্ট্যাটাস চেক, অনলাইন পদ্ধতি 2022


Krishak Bandhu Helpline Number


Mobile Number : 8336957370 / 6291720406


Mail ID:   krishak.bandhu@ingreens.in


কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে

পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুই বার দেওয়া হয় - ১. রবিশস্য এবং ২. খারিফ শস্য এই দুই চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয় ।

শীতকালীন ও বর্ষাকালীন চাষের কিছুদিন আগেই সরকার কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট এ সরাসরি এই প্রকল্পের টাকা দিয়ে থাকে ।

কৃষক বন্ধু আইডি নাম্বার

কৃষক বন্ধু আইডি নাম্বার এটি হল প্রতিটি কৃষকের একটি আলাদা আলাদা id একে KB Id বলে । প্রতিটি কৃষক যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের এই নম্বর থাকে কিভাবে এই কৃষক বন্ধু আইডি নাম্বার বের করবেন অনলাইন ? বিস্তারিত তথ্য জানতে আমাদের লেখা কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর আর্টিকেলটি পড়ুন ।

People Also Search For Krishak Bandhu Prakalpa 


প্রশ্ন ১} কৃষক বন্ধু প্রকল্প নাম লিস্ট ?

উত্তর : কৃষক বন্ধু প্রকল্প নাম লিস্ট ২০২২ দেখার জন্য matirkatha.net ওয়েবসাইট গিয়ে ভোটার আইডি নম্বর দিয়ে আপনাদর লিস্ট দেখতে পারবেন ।


প্রশ্ন ২} কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম?

উত্তর : কৃষক বন্ধু প্রকল্প চেক করার  জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://matirkatha.net গিয়ে "নথিভুক্ত কৃষকের তথ্য" এই অপসন দ্বারা সমস্ত তথ্য চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের ।


প্রশ্ন ৩} কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে?

উত্তর : কৃষক বন্ধু প্রকল্পের টাকা মে থেকে জুন মাসে খারিফ শস্যের টাকা (বর্ষাকালীন চাষ ) এবং অক্টোবর থেকে এপ্রিল রবি শস্যের টাকা দেয়া হয়ে থাকে ।


প্রশ্ন ৩} কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা?

উত্তর : এই  প্রকল্পের টাকা ঢুকছে কি না জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করুন "নথিভুক্ত কৃষকের তথ্য" অপসন এ ক্লিক করুন তারপর ভোটের কার্ড নম্বর দিয়ে সার্চ করলেই Transaction Status দেখাবে ।

1. Who is eligible to get benefit of the scheme?
Ans: Any farmer having ROR in his name or recorded [in the RoR] Bhagchasi (share-cropper).

2. Which documents are required for application?
Ans.: Voter ID, RoR, Bank pass book 1st page/ Cancelled Cheque (Originals for verifications] & one
photocopy) and recent passport size photograph.

3. Will Farmers get any acknowledgementafter submission of the Application?
Ans. Yes, they will get the Acknowledgement Slip.

4. How much is the Extent of Assistance?
Ans. Maximum of Rs. 5000/- and a minimum of Rs. 2000/- per year (paid in two installments of 50% of 
the approved assistance).

5. What will be the Mode of Payment?
Ans. Through DBT in the Bank A/c of the Beneficiary.

6. Will the Farmers get assistance in Filling up of the Application Form?
Ans. Yes, Bengali (vernacular) Forms will be available at the camp which can be filled up with the help 
of the Govt. designated persons.




Comments Below

If You Any Questions or Any Suggestions


১১টি মন্তব্য

  1. ROR ache...sob documents ache... But adhar card or voter card er address ta ache kolkatar... Tahole ki applicable???

    উত্তরমুছুন
  2. আমার মায়ের নামে খতিয়ান আছে। তার বয়স ষাটের উর্ধে। আমি তার ছেলে হাসাবে আবেদন করতে পারব কি ?

    উত্তরমুছুন
  3. কৃষক বন্ধু প্রকল্পে কি জনধনের একাউন্ট নম্বর দিয়ে আবেদন করা যাবে

    উত্তরমুছুন
  4. আমার নাম FAKHRUDDIN AHMAD সব পরিচয় পত্রের এই নাম কি আছে কিন্তু পরচা বা দলিলে নাম FAKHRUDDIN ALI এই ভুলের জন্য কেন টাকা পাওয়া যাবে না ,এব্যাপারে কিছু বলবেন

    উত্তরমুছুন
  5. কৃষক বন্ধু অ্যাপস এ কিভাবে পাসওয়ার্ড তৈরি করব। আমি দয়া করে একটু বলুন।

    উত্তরমুছুন
  6. My mobile no has been mistaken, incorrect no is 9143017980.correct no is 9143017990. How to correct it.

    উত্তরমুছুন

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...