সামাজিক সুরক্ষা যোজনা এপ্লিকেশন, যোগ্যতা, সুযোগ-সুবিধা ২০২৩ | Samajik Suraksha Yojana/ Scheme in West Bengal

সামাজিক সুরক্ষা যোজনা ২০২৩| সামাজিক সুরক্ষা যোজনা অনলাইন এপ্লিকেশন পদ্ধতি। সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম pdf । Samajik Suraksha Yojana। সামাজিক সুরক্ষা যোজনা 2022


সামাজিক সুরক্ষা যোজনা কী? Samajik Suraksha Yojana 2023


এটি হল অসংগঠিত শ্রমিকদের অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহন কর্মীদের ইত্যাদি শ্রমিকদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি সুরক্ষা যোজনা। যাকে বলা হয় "সামাজিক সুরক্ষা যোজনা" বা "সামাজিক সুরক্ষা প্রকল্প"। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।


এই সামাজিক সুরক্ষা যোজনা মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারী সুবিধা পেয়ে থাকে ও তাদেরকে সন্তানদের পড়াশুনার জন্য সরকারী সাহার্য্য দেওয়া হয়।


সামাজিক সুরক্ষা যোজনা হল পশ্চিমবঙ্গের শ্রমিকদের সুরক্ষার জন্য আর্থিক সাহার্য্য। সামাজিক সুরক্ষা যোজনা ফলে সন্তানদের পাড়াশুনার টাকা, চিকিৎসার জন্য সাহার্য্য, হেল্থ ইন্সুরেন্স ও আধুনিক কাজের প্রশিক্ষণের শুব্যবস্থা। সামাজিক সুরক্ষা যোজনা আবেদন পদ্ধতি, সুবিধা যোগ্যতা সম্পর্কে জানুন।

হাইলাইটস: সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ


  1. অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যত নিয়ে ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধা রয়েছে। এতে শ্রমিকদের ভবিষ্যত এ নির্দিষ্ট পরিমানে টাকা পাবে।

  2. স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ চিকিৎসার জন্য 60 হাজার টাকা সহায়তা।

  3. পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষার সুবিধা।

  4. সর্বাধিক দুটি সন্তানের পড়াশুনার জন্য বাৎসরিক সরকারী অনুদান স্বরূপ টাকার সুবিধা।

  5.  নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প।

  6. পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প। 


আজকে আমরা আপনাদের জন্য এই "সামাজিক সুরক্ষা যোজনা" নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।


  • সামাজিক সুরক্ষা যোজনা পেয়ে যোগ্যতা কী লাগবে?

  • কিভাবে এই সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পাবেন?

  • সামাজিক সুরক্ষা যোজনা অনলাইন এপ্লিকেশন করতে বয়স কত লাগবে?

  • সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম pdf ডাউনলোড লিংক।

  • প্রশিক্ষণ নিতে চাইলে কথায় নিবেন?


ইত্যাদি সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের এই প্রতিবেদন। আশা রাখছি আপনাদেকে এই তথ্যগুলি কাজে লাগবে। নিচে জানাবেন কমেন্ট করে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। ভালোলাগলে অবশ্য শেয়ার করবেন পরিচিত শ্রমিকদের ও যারা গাড়ি চালান তাদেরকেও যেন সামাজিক সুরক্ষা যোজনার সঠিক তথ্যগুলি বুঝতে পারে।



সামাজিক সুরক্ষা যোজনা এপ্লিকেশন, যোগ্যতা, সুযোগ-সুবিধা
সামাজিক সুরক্ষা যোজনা



সামাজিক সুরক্ষা যোজনা যোগ্যতা 2023 (Samajik Suraksha Yojana West Bengal )

এই যোজনার সুবিধা সবাই পাবেন না, তারজন্য যেই যেই যোগ্যতাগুলি প্রয়োজন হবে দেখে নি। নিচের বলা যোগ্যতাগুলি আপনার থাকে তাহলে অবশ্যই এই যোজনার জন্য আবেদন করবেন।


  • সামাজিক সুরক্ষা যোজনা প্রধান যোগ্যতা হল আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হওয়া চাই।

  • আবেদনকারীর বয়স সর্বোনিন্ম 18 এবং সর্বোচ্চ 60 বছর।

  • শুধুমাত্র অসংগঠিত শ্রমিকরা এই যোজনা জন্য আবেদন করতে পারবে।

  • পারিবারিক মাসিক উপার্জন 65 হাজার টাকার বেশি হওয়া হলে সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করা যাবে না।

  • নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য আয়ের কোনোরকম ঊর্ধ্বসীমা নেই।

উপরের বলা সামাজিক সুরক্ষা যোজনার যোগ্যতা গুলি যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন ও সুযোগ-সুবিধা গুলি পাবেন।


সামাজিক সুরক্ষা যোজনা সুযোগ-সুবিধা কী কী আছে এবারে এবিষয়ে আপনাদেকে বলা যাক।



Benefits : সামাজিক সুরক্ষা যোজনা সুযোগ-সুবিধা

সামাজিক সুরক্ষা যোজনার একগুছো সরকারী সহায়তা রয়েছে। চলুন এক এক করে তা জানা যাক।


  • সামাজিক সুরক্ষা যোজনার আওতায় সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য ওই পরিবাকে সরকার পড়াশুনা চলাকালীন আর্থিক সহযোগিতা করবেন। যেমন : একাদশ (XI) শ্রেণির জন্য 4 হাজার টাকা, দ্বাদশ(XII) শ্রেণীতে পাঠরত 5 হাজার টাকা। আই টি আই হলে বাৎসরিক 6 হাজার  টাকা, স্নাতক স্তরের জন্য (BA) (কলা/বিজ্ঞান/বাণিজ্য) ৬ হাজার টাকা স্নাতকোত্তর (PG) হলে 10 হাজার হাজার টাকা করে বাৎসরিক দেওয়া হবে। এছাড়াও পলিটেকনিক হলে 10 হাজার হাজার টাকা  ডাক্তারি/ইঞ্জিনিয়ারিং পাঠরত বাৎসরিক 30 হাজার হাজার টাকা করে দেওয়ার সুবিধা রয়েছে এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে।


  • এছাড়া দুটি কন্যা সন্তান এর স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেক কে 25 হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে যদি অবিবাহিত থাকে।


  • সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তা ও তার পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর মাধ্যমে 20 হাজার টাকার সাহার্য্য পেতে পারে।


  • এছাড়া শল্য চিকিৎসার জন্য প্রতিবছর 60 হাজার টাকার সাহার্য্য পাবেন।

  • দুর্ঘটনাজনিত কারণে যদি পরিবারের উপার্জনকারী অসুস্থ হতে বসে থাকে, কাজ করতে না পারে তাহলে সর্বোচ্চ 10 হাজার টাকা পাবে। সংসার চালানোর সহায়তা স্বরূপ।

  • এছাড়াও ভবিষ্যনিধি জন্য ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধার জন্য প্রতি মাসে 25 টাকা করে একাউন্ট এ রাখলে সুদ সমেত 60 বছর উর্তীন্ন হলে সেই টাকা ফিরত পাবে। যদি উপভোক্তর একাউন্ট বব্ধ হয়ে যায় বা মৃর্তু ঘটে তাহলে সমস্ত টাকা উত্তরাধিকারী পাবেন।

  • ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম 1 সমেত একটি দরখাস্ত লিখে জমা করতে হবে।

  • দুর্ঘটনার কারণে মৃত্যু হলে 2 লক্ষ টাকা পাবেন তার পরিবার।

  • স্বাভাবিক মৃর্তুতে 60 হাজার টাকা।

  • শারীরিক অসমর্থ্যতার জন্য 50 হাজার টাকার সহযোগিতা।

  • যদি কোন কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারায় বা দুটি হাতের কর্মক্ষমতা হারায় অথবা দুটি পায়ের চলশক্তি শক্তি হারায় তাহলেও 2 লক্ষ টাকার সহযোগিতা পাবেন।

  • প্রশিক্ষণ: এছাড়াও ব্যবসা-বাণিজ্য এবং বৃত্তিমূলক কাজের জন্য সরকারী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভলপমেন্ট থেকে বিনামূলে প্রশিক্ষণ নিতে পারবে সামাজিক সুরক্ষা যোজনার শ্রমিকরা।



Application process : সামাজিক সুরক্ষা যোজনা অনলাইন এপ্লিকেশন


সামাজিক সুরক্ষা যোজনার জন্য অনলাইন এপ্লিকেশন করতে পারবেন। এর জন্য আপনাকে তথ্যমিত্র কেন্দ্র যেতে হবে। আপনার এলাকায় অবশ্যই এই তথ্যমিত্র কেন্দ্র খুঁজে পাবেন যেখানে সরকারী বিভিন্ন কাজ করা হয়ে থাকে অনলাইন সেন্টারে।


  • SSY website টি ওপেন করতে হবে wblabour.gov.in

  • তারপর সেখানে একটি অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে।

  • এরপর সেই ফর্মটি নিয়ে শ্রমিক কল্যাণ সৌকর্য কেন্দ্র (LWFC) যা আপনার ব্লক অফিসে পাবেন সেখানে যাবেন। সেখান থেকে আপনাকে সমস্ত কিছু তথ্য দিয়ে দিবেন কিভাবে কী করবেন।

   

Documents: সামাজিক সুরক্ষা যোজনা প্রয়োজনীয় নথি

  • আবেদনকারীর আঁধার কার্ড, রেশন কার্ড, ভোটের কার্ড ও ব্যাঙ্কের পাসবুক জেরক্স।

  • ইনকাম সার্টিফিকেট।

  • ফটোকপি।

  • পরিবারের সদস্যদের নাম ও তাদের পরিচয়পত্র।

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (Bina Mulya Samajik Suraksha Yojan) bmssy.wblabour.gov.in


বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সমস্ত কাজ দুয়ারে সরকার এর কাজ হয়ে থাকে।


কী কী সুবিধা রয়েছে : এই প্রকল্পে ভবিষ্যনিধি ও প্রভিডেন্ট ফান্ডের পাসবুক আপডেট করার সুবিধা রয়েছে।


কারা এই সুবিধা যোগ্য : নিবন্ধিকৃত উপভোক্তাগন অর্থায় যারা সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত।


কী কী নথি বা ডকোমেন্টস লাগবে :

  1. প্রকল্পের পাসবই।

  2. সামাজিক মুক্তি কার্ড।

  3. দুটোরই আসল কপি ও একটি করে জেরক্স লাগবে।


কোথাও আবেদন করবেন : আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে শ্রম দপ্তরের যেই কাউন্টার রয়েছে সেখানে।


Website : bmssy.wblabour.gov.in

   

সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম pdf -Samajik Suraksha Yojana application form


সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম ও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বিষয়ে কিছু pdf নিচে দেওয়া হল।



সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগের টোল ফ্রি নম্বর হল - 180010




তথ্যসূত্র :


malda.gov.in

bmssy.wblabour.gov.in


বিষয়বস্তু : সামাজিক সুরক্ষা যোজনা কী ও আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত বলা হল এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ এই বিষয়ে বলা রয়েছে। সামাজিক সুরক্ষা যোজনা 2021।সামাজিক সুরক্ষা যোজনা 2022 এপ্লিকেশন পদ্ধতি কী রয়েছে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে। এই যোজনার আবেদন করলে কোন কোন সুবিধা পাবেন তাও উপরে বলা রয়েছে।


আশাকরি আমরা আপনাদের এই Samajik Suraksha Yojana বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পেরেছি। কমেন্ট করে আমাদের বলবেন এবং কোনও প্রশ্ন তাহলেও জানান।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

নতুন আপডেট

Jomir Tothya App (জমির তথ্য) : Check West Bengal Land Information Jomir Tothya App 2023

Jomir Tothya (জমির তথ্য )  2023 Khatiya information, Plot information, RS-LR Details. Jomir tothya online. Check Land Information on JOMIR T...

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ Sarkarisuvidha.in অনুমতি প্রাপ্ত , ফলো করতে উপরে ক্লিক করুন