স্বাস্থ্য সাথী কার্ড চেক | স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন 2024 | স্বাস্থ্য সাথী কার্ড চেক 2024 | স্বাস্থ্য সাথী কার্ড চেক URN। স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন | Swasthya Sathi Card Check West Bengal | স্বাস্থ্য সাথী কার্ড চেক করার নিয়ম | স্বাস্থ্য সাথী কার্ড চেক স্টেটাস, স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে কিনা? Swasthya Sathi Card Check online West Bengal
স্বাস্থ্য সাথী কার্ড চেক |
স্বাস্থ্য সাথী কার্ড চেক 2024 - Swasthya Sathi Card check West Bengal
আজকের এই লেখাটির মধ্যেই আমরা আপনাদেরকে জানাবো স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন পদ্ধতি । এই কার্ডের কি কি সুবিধা হয়েছে ও স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন পদ্ধতি কি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিনামূল্যে, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক রাজবাসীকে দেওয়ার লক্ষেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "স্বাস্থ্য সাথী কার্ড"(Swasthya Sathi Cashless Health Scheme) এর ব্যবস্থা করেছেন।
এই Swasthya Sathi Card যে সমস্ত পরিবারের থাকবে, তাদের বিনামূল্যে পরিবারপিছু বছরে 5 লক্ষ টাকা চিকিৎসার সুবিধা পাবেন।
স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবহার পশ্চিমবঙ্গ ও ভিন্ন রাজ্য মিলে মোট প্রায় 15000 হাজার হাসপাতাল রয়েছে যেখানে এই কার্ডের ব্যবহার করা যাবে।
যারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছেন এবং এখন অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ড চেক করতে চান তাদের সুবিধার জন্য আমরা নিচে স্টেপগুলি বলে দিলাম। নিচের বলা পদ্ধতিতে আপনি আপনার পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড চেক করে নিতে পারবেন।
স্বাস্থ্য সাথী কার্ড চেক পদ্ধতি 2024 - data.swasthyasathi.gov.in
স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন পদ্ধতি: স্বাস্থ্য সাথী কার্ড চেক করার পদ্ধতি আসুন দেখে নেই।
স্টেপ 1# প্রথমে অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ড চেক করার জন্য, সরকারী ওয়েবসাইট swasthyasathi.gov.in এ আসতে হবে অথবা data.swasthyasathi.gov.in/SSDataSearchLogin.aspx.
স্টেপ 2# অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করার পর উপরে দেখতে পাবেন Find Your Name এই অপসন এ ক্লিক করুন। নিচের ছবিটি দেখে নিন কথায় Find Your Name অপসনটি খুঁজে পাবেন।
স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন |
স্টেপ 3# এখন আপনাকে একটি মোবাইলে নম্বর দিতে হবে, যেটি স্বাস্থ্য সাথী প্রকল্পের আবেদন করার সময় দিয়েছিলেন ওই মোবাইল নম্বটি লিখুন। তারপর Find Name For এই অপসন এ Yourself এ ক্লিক করে Submit করুন।
স্বাস্থ্য সাথী কার্ড চেক নিয়ম (মোবাইলে নম্বর) |
স্টেপ 4# তারপর District Name >
>Block/Municipality > Block Name> GP Name >Village Name এবং Aadhar Number বা Khadya Sathi Ration Card Number লিখে নিচে Submit এ ক্লিক করলেই স্বাস্থ্য সাথী কার্ড চেক করতে পারবেন।
ছবি : স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন 2024 |
Note : উপরের বলা পদ্ধতিতেই স্বাস্থ্য সাথী কার্ড চেক করতে পারবেন অনলাইনে,স্বাস্থ্য সাথী কার্ডের urn নম্বর সহ সমস্ত তথ্য দেখা যাবে।
যদি No data found!!! তাহলে বুজবেন যে এখনো হয় নাই আপনার স্বাস্থ্য সাথী কার্ড। কিছুদিন পর আবার চেক করে দেখবেন হল কি না।
Details Of Swasthya Sathi Card (স্বাস্থ্য সাথী কার্ড এর বিবরণ)
.@MamataOfficial's humane initiative: Swasthya Sathi smart card for the senior-most female member of the household.#SwasthyaSathi #Health #Bengal #BanglarGorboMamata pic.twitter.com/BkMSeuG9Wm
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) November 26, 2020
স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন - WB Swasthya Sathi Card Check 2024
অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটি (swasthyasathi.gov.in) ওপেন করে Find Your Name অপসন ক্লিক করবেন।
তারপর Mobile Number বসিয়ে Yourself সিলেক্ট করে Submit করতে হবে।
এর পর একটি নতুন পেজ খুলবে সেখানে আপনার জেলা, আঁধার নম্বর বা খাদ্যসাথী কার্ডের নম্বর দিতে হবে। তারপর ব্লক বা মিউনিসিপালিটি, গ্রাম ইত্যাদি দিয়ে Submit করলেই স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক করে নিতে পারবেন।
স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক লিংক : https://data.swasthyasathi.gov.in/SSDataSearchLogin.aspx
স্বাস্থ্য সাথী কার্ড চেক URN
যোগ্যতা : কারা স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করতে পারবেন?
- যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- পরিবারের কোন সদস্য যদি কোনোরকম হেল্থ স্কিম রাজ্য বা কেন্দ্রীয় সরকার দ্বারা না পেয়ে থাকেন, তারা আবেদন করতে পারবেন।
- সরকার বা সরকারি সংস্থা থেকে বেতন পান অথচ কোন রকম চিকিৎসার সুবিধা পান না এমন পরিবারও এই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে পারবে।
স্বাস্থ্য সাথী কার্ড আবেদন পদ্ধতি ২০২৪ - How to Apply for Swasthya Sathi Card West Bengal
ফর্ম বি (Form B) দ্বারা স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন করতে হয়।
আবেদনকারী ও পরিবারের সকল সদস্য এর নাম ও ঠিকানা সহ ফর্ম বি তে সঠিক ভাবে লিখতে হবে।
একটি মোবাইলে নম্বর লাগবে।
পরিবারের প্রত্যেকের খাদ্যসাথী কার্ড বা আঁধার কার্ডের প্রতিলিপি সহ ফর্মটি জমা করতে হবে ( দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে বা অঞ্চল অফিসে )।
স্বাস্থ্য সাথী হেল্পলাইন নম্বর
কোনোরকম সমস্যা হলে যোগাযোগ অফিসিয়াল হেল্পলাইন নম্বর Help Line No
18003455384 (Toll Free)
স্বাস্থ্য সাথী কার্ড চেক করার বিষয়ে বিস্তারিত তথ্য আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।
স্বাস্থ্য সাথী কার্ড চেক করা নিয়ে যদি কোথাও কোনও অসুবিধা হয় নিচে কমেন্ট করুন। প্রতিনিয়ত সরকারী বিভিন্ন প্রকল্পের সঠিক তথ্য জানার জন্য Sarkarisuvidha.in ওয়েবসাইটে জুড়ে থাকুন।
Tag : স্বাস্থ্য সাথী কার্ড চেক পশ্চিমবঙ্গ।
স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন। Swasthya Sathi Card Check West Bengal।
স্বাস্থ্য সাথী কার্ড চেক 2023।
স্বাস্থ্য সাথী কার্ড নাম লিস্ট
স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে কিনা দেখার উপায়।
কোন মন্তব্য নেই