Ration Card Check Online 2024 : রেশন কার্ড চেক ২০২৪

রেশন কার্ড চেক 2024 | রেশন কার্ড চেক অনলাইন | রেশন কার্ড চেক পশ্চিমবঙ্গ | অনলাইনে রেশন কার্ড চেক করার পদ্ধতি |Ration Card Check West Bengal | Ration Card check online 2024 | Digital Ration card check 2024

রেশন কার্ড চেক 2024 | Ration Card Check Online 2024 West Bengal 

Digital Ration card West Bengal : পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর কর্তৃক রাজ্যের সমস্ত পরিবারের জন্য বিনামূল্যে রেশন কার্ডের মাধ্যমে সরকারী রেশন দেওয়া হয়ে থাকে।


এই রেশন পাওয়ার জন্য অবশ্যই একটি ডিজিটাল রেশন কার্ডের প্রয়োজন হয়। দুয়ারে সরকার ক্যাম্পে নতুন রেশন কার্ডের কাজ হয়ে থাকে এবং ভুল সংশোধন ও কার্ডের পরিবর্তন ইত্যাদি কাজ হয়ে থাকে।


এই রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয়। আপনি কী এই কার্ডের আবেদন করেছে এবং আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে চান? রেশন কার্ড চেক কিভাবে করতে হয়?


তাহলে আসুন আপনাকে আমরা আজকে কিভাবে রেশন কার্ড চেক করবেন? সেই সম্পর্কে জানাচ্ছি এই প্রতিবেদনের মাধ্যমে।

রেশন কার্ড চেক : West Bengal Ration Card Check Online 2022 | রেশন কার্ড চেক 2022
রেশন কার্ড চেক 2024

রেশন কার্ড চেক : West Bengal Ration Card Check 2024

আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ড চেক করার জন্য আমরা আপনাদেরকে নিচে সমস্ত তথ্যগুলি বিস্তারিত বাংলায় লিখে জানাচ্ছি। যদি আমাদের এই লেখায় আপনি উপকৃত হন তাহলেই আমার খুশি।


চলুন, তাহলে জানি Ration Card Check কিভাবে করবেন।

ডিজিটাল রেশন কার্ড চেক অনলাইন 2024

ওয়েস্টবেঙ্গল রেশন কার্ড অনলাইন কিভাবে চেক করবে? তার স্টেপগুলি নিচে বলা হল - 



  • আপনার মোবাইল দিয়ে রেশন কার্ড চেক করতে পারবেন অনলাইনে।  

  • রেশন কার্ডের স্ট্যাটাস দেখার জন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটি wbpds.wb.gov.in খুলুন আপনার মোবাইলে।

  • তারপর উপরের অপসন গুলি অর্থাৎ তিনটি লাইন এর মতো ছবিতে ক্লিক করবেন ওখানে অনেক গুলি অপসন আসবে। (HOME, GRIEVANCEE, E-CITIZEN, FOR OFFICIAL PURPOSE)

  • এগুলির মধ্যেই E-CITIZEN  অপসনটিতে ক্লিক করে তারপর Check Application Status এ ক্লিক করবেন।

  • এবারে আপনি ration card এর জন্য কোন ফর্ম জমা করেছেন সেটি সিলেক্ট করবেন ( FORM- III /FORM -IV /FORM -V /FORM -VI /FORM -VII /FORM -VIII /FORM -IX /FORM -X  ইত্যাদি )

  • রেশন কার্ড চেক করার জন্য অ্যাপ্লিকেশন নাম্বার (application number 16/10) বা মোবাইল নম্বর লাগবে।

  • যদি এপ্লিকেশন নাম্বার না থাকে তাহলে আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরটি দিবেন।

  • তারপর ক্যাপচা টি লিখে Search করলে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবে।


Details of Ration Card Check (রেশন কার্ড চেক পশ্চিমবঙ্গ )

Ration Card Check

রেশন কার্ড চেক (Ration Card Check )

State 

West Bengal ( পশ্চিমবঙ্গ)

Deperment 

Food and Supplies, Govt. Of West Bengal

Objective

Supplies food for everyone 

Apply System 

Offline (দুয়ারে সরকার ক্যাম্প)

Benefit 

বিনামূলে রেশন বিতরণ.

Official Website 

https://wbpds.wb.gov.in/

Home 

Sarkarisuvidha.in


রেশন কার্ড চেক করব (How to check ration card status online )

আপনি কী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করা রেশন কার্ড হয়েছে কী না দেখতে চান? যদি হ্যা, তাহলে আজকে আমরা আপনাদের রেশন কার্ড চেক করার পদ্ধতি দেখাবো।


স্টেপ 1) প্রথমে আপনাকে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে।


স্টেপ 2) তারপর রেশন কার্ডের চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট 👉  wbpds.wb.gov.in 

ওপেন করতে হবে। ( উপরের লিংক এ ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন)


স্টেপ 3)  ওয়েবসাইটি ওপেন হওয়ার পর - Check Application Status লেখাটি দেখতে পারবেন। ওখানে ক্লিক করবেন।

রেশন কার্ড চেক করার পদ্ধতিতে : how to check ration card online West bengal
চিত্র : রেশন কার্ড চেক অনলাইন 2022

স্টেপ 4) তারপর নিচে দেখবেন Select Form Type: * এখানে আপনি কোন ফর্ম দ্বারা রেশন কার্ডের জন্য আবেদন করেছে সেটি সিলেক্ট করবেন।


স্টেপ 5) এবারে তার নিচে Enter Full (16/10 Digit) Application Number (Barcode Number) - এক্ষত্রে যদি আপনার কাছে রেশন কার্ড আবেদনের অ্যাপ্লিকেশন নম্বরটি থেকে থাকে তাহলে এই বক্স লিখবেন। যদি না থাকে এপ্লিকেশন নম্বর তাহলে কিছুই লিখবেন না এখানে ফাঁকা রাখবেন।


 স্টেপ 6) আপনি রেশন কার্ডের আবেদন করার সময় যেই মোবাইলের নম্বরটি ফর্ম এ দিয়েছেন তা (Enter 10 digit Mobile No) এই বক্সের নিচে লিখবেন।


স্টেপ 7) এখন নিচের দেওয়া ক্যাপচা কোডটি সঠিক ভাবে লিখে সার্চ (Search) এ ক্লিক করবেন।


স্টেপ 8) এবারে আপনার রেশন কার্ড হয়েছে কী না তা দেখাবে। যদি Ration Card হয়ে যায় তাহলে আপনার রেশন কার্ডের নম্বরটি দেখাবে, সেটি লিখে রাখবেন।


যদি না হয়ে থাকে তাহলে, কিছুদিন পর আরও চেক করবেন রেশন কার্ডের জন্য।



নিচের লিংক এ ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যান রেশন কার্ড চেক করার জন্য -

রেশন কার্ড চেক করুন 2024


আরও জানুন :-


রেশন কার্ড সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং share করুন এই তথ্যটি।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...