WBPDCL Recruitment 2023: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ, আজেই করুন আবেদন ।

WBPDCL Recruitment পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ

West Bengal Power Development Corporation (WBPDCL) এর পক্ষথেকে নেওয়া হবে কর্মী । পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন । পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন দপ্তরে চলছে নিয়োগ - আজকেই করুন আবেদন ২০২৩ ।


আজকের এই পোস্ট এ আমরা জন্য WBPDCL এর নিয়োগ পদ্ধতি, মোট শূন্যপদ, আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন - ইত্যাদি সম্পর্কে বিস্তারিত নিচে দেখে নিন ।


পশ্চিমবঙ্গ  বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ ২০২৩: WBPDCL Recruitment


দপ্তরের নাম 

WBPDCL Recruitment

পদের নাম 

মাইনস ম্যানেজার এবং সেফটি অফিসার(Safety Officer, Assistant Mines Manager, Blasting Officer ও Welfare Officer)

শিক্ষাগত যোগ্যতা 

যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ডিপ্লোমা বা MBA 

মোট শূন্যপদ 

৪৫টি 

বয়স 

২৩ থেকে ৫৫ বয়সের মধ্যে । 

বেতন 

৬০-৮০ হাজার টাকা 

আবেদন পদ্ধতি 

ওয়াকইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য পার্থীকে বেছে নেওয়া হবে ।

ইন্টারভিউ এর তারিখ 

১৩ থেকে ১৪ মার্চ ২০২৩


পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন দপ্তর এ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । যেকোনো বিভাগে থেকে ডিপ্লোমা করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন । পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন । শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে । মোট শূন্যপদ হলো ৫৪টি । চাকরির পোস্ট অনুয়াযী হবে বেতন ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা। ইন্টারভিউয়ের শেষ তারিখ ১৩ মার্চ ২০২৩ থেকে ১৪ মার্চ ২০২৩ । 


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...