WBPDCL Recruitment 2023: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ, আজেই করুন আবেদন ।

WBPDCL Recruitment পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ

West Bengal Power Development Corporation (WBPDCL) এর পক্ষথেকে নেওয়া হবে কর্মী । পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন । পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন দপ্তরে চলছে নিয়োগ - আজকেই করুন আবেদন ২০২৩ ।


আজকের এই পোস্ট এ আমরা জন্য WBPDCL এর নিয়োগ পদ্ধতি, মোট শূন্যপদ, আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন - ইত্যাদি সম্পর্কে বিস্তারিত নিচে দেখে নিন ।


পশ্চিমবঙ্গ  বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ ২০২৩: WBPDCL Recruitment


দপ্তরের নাম 

WBPDCL Recruitment

পদের নাম 

মাইনস ম্যানেজার এবং সেফটি অফিসার(Safety Officer, Assistant Mines Manager, Blasting Officer ও Welfare Officer)

শিক্ষাগত যোগ্যতা 

যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ডিপ্লোমা বা MBA 

মোট শূন্যপদ 

৪৫টি 

বয়স 

২৩ থেকে ৫৫ বয়সের মধ্যে । 

বেতন 

৬০-৮০ হাজার টাকা 

আবেদন পদ্ধতি 

ওয়াকইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য পার্থীকে বেছে নেওয়া হবে ।

ইন্টারভিউ এর তারিখ 

১৩ থেকে ১৪ মার্চ ২০২৩


পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন দপ্তর এ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । যেকোনো বিভাগে থেকে ডিপ্লোমা করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন । পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন । শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে । মোট শূন্যপদ হলো ৫৪টি । চাকরির পোস্ট অনুয়াযী হবে বেতন ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা। ইন্টারভিউয়ের শেষ তারিখ ১৩ মার্চ ২০২৩ থেকে ১৪ মার্চ ২০২৩ । 


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...