WB Kanyashree Prakalpa : কন্যাশ্রী প্রকল্প | আবেদন পদ্ধতি, উদ্দেশ্য ও সুবিধা wbkanyashree.gov.in


কন্যাশ্রী প্রকল্প 2022 - সুবিধা, আবেদন পদ্ধতি, যোগ্যতা
ছবি - কন্যাশ্রী প্রকল্প 


কন্যাশ্রী প্রকল্প - West Bengal Kanyashree Prakalpa 2023


কন্যাশ্রী প্রকল্প কী : পশ্চিমবঙ্গের সমস্ত দরিদ্র ও প্রান্তিক পরিবারের যেসমস্ত কন্যাসন্তান রয়েছে, তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মিক্ষেত্রে সার্বিক বিকাশের জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় “কন্যাশ্রী প্রকল্প” চালু করা হয় ২০১৩ সালে  ৮ ই মার্চ। 


এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সাহার্য্য দিয়ে থাকে। কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল কন্যাসন্তাদের যেন ১৮ বছরের আগে বিবাহ না দেওয়া হয় এবং তাদের পড়াশুনা মাধ্যমে স্বাবলম্বী ও সামাজিক সন্মান প্রদান করা । 


১৩ থেকে ১৮ বয়সী মেয়েদের যারা পড়াশুনার সঙ্গে জড়িত তাদেরকে ব্যাঙ্ক একাউন্ট এ ১ হাজার টাকা করে রাজ্য সরকার প্রতিবছর দিয়ে থাকে। পরবর্তীকালে এককালীন ২৫ হাজার টাকা দেয়া হয় ১৮ বছর বয়স হলে। 


আজকের এই প্রতিবেদন এ আমরা তোমাদের কন্যাশ্রী প্রকল্পের সমস্ত তথ্য তুলে ধরবো। যেখানে- কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? কন্যাশ্রী প্রকল্পের সুবিধা। এই প্রকল্পের আবেদন পদ্ধতি। কন্যাশ্রী প্রকল্প k1 , কন্যাশ্রী প্রকল্প k2 ও কন্যাশ্রী প্রকল্প k3 বিষয়ে বিস্তারিত তথ্য। কন্যাশ্রী প্রকল্প  ফর্ম Pdf - ইত্যাদি বিস্তারিত তথ্য আজকে তোমাদের মাঝে তুলে ধরা হল। 


Details of Kanyashree Prakalpa 2023


Scheme Name

Kanyashree Prakalpa

State

West Bengal

Launched by

CM Mamata Banerjee


Beneficiary

Only girls (শুধুমাত্র মেয়েরা)

Benefits

  • Monthly Rs. 1000 for class 8th class to 12th class.

  • One time Rs. 25000  


Objective

To help girl for educated 

Official Website 

wbkanyashree.gov.in

Home

sarkarisuvidha.in

 

Types of Kanyashree Prakalpa 2023 - কন্যাশ্রী প্রকল্প k1 , কন্যাশ্রী প্রকল্প k2, কন্যাশ্রী প্রকল্প k3


Kanyashree Prakalpa এর মাধ্যমে ১৩ থেকে ১৮ বয়সী অবিবাহিত মেয়েদের প্রতিবছর ১ হাজার টাকা করে স্কলারশিপ বা ভাতা দেওয়া হয়ে থাকে । পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্পকে ৩টি ভাগে বিভক্ত করেছেন। সেগুলি হলো -


  1. কন্যাশ্রী প্রকল্প k1

  2. কন্যাশ্রী প্রকল্প k2

  3. কন্যাশ্রী প্রকল্প k3


চলো, এখন আমরা এই তিনটি স্কিম এর সুবিধা ও যোগ্যতাগুলি সম্পর্কে বিস্তারিত জানি ।


কন্যাশ্রী প্রকল্প  সুবিধা ও যোগ্যতা 2023 - West Bengal Kanyashree Prakalpa Benefits 2023

কন্যাশ্রী প্রকল্প k1 

কন্যাশ্রী কে-ওয়ান : প্রথম পর্যায়ে, অষ্টম থেকে দ্বাদশ ক্লাসের সমস্ত মেয়েরা কন্যাশ্রী প্রকল্প k1 ফর্ম দ্বারা প্রতিবছর ১০০০ টাকা বৃত্তির সুবিধা পেয়ে থাকে। এই এক হাজার টাকা বার্ষিক পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা গুলি প্রয়োজন। 


কন্যাশ্রী প্রকল্প k1 যোগ্যতা -

  • ছাত্রীর বয়স ১৩ বছরের বেশি ও ১৮ বছরের কম হতে হবে এই সুবিধা পাওয়ার জন্য।

  • অবশই আবেদন কারীকে অন্তত অষ্টম শ্রেণীতে পাঠরত হতে হবে । যদি কোনো ছাত্রী ১৩ বছর বয়সে অষ্টম শ্রেণী এর ঊর্ধে থাকে এবং বাকি সমস্ত যোগ্যতা টিক থাকে তবে এই টাকা পাবে। 

  • অবিবাহিত থাকা বাধতামূলক ।



কন্যাশ্রী প্রকল্প k2 

কন্যাশ্রী কে-টু : পরবর্তীতে যখন ওই ছাত্রীর বয়স ১৮ এর বেশি হয়ে যাবে অর্থাৎ দ্বাদশ শ্রেণির পর যদি অবিবাহিত অবস্থায় ছাত্রীরা তাদের পড়াশুনা চালু রাখে তখন এলাকালীন ২৫০০০ হাজার টাকা দেওয়া হবে কন্যাশ্রী প্রকল্প k2 দ্বারা। 


কন্যাশ্রী প্রকল্প k2 যোগ্যতা -

  • আবেদনকারীর বয়স ১৮ এর বেশি এবং ১৯ এর কম হতে হবে, যখন এই কন্যাশ্রী প্ৰকল্প কে-টু এর জন্য আবেদন করবেন। 

  • ছাত্রীকে অবশই মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, কারিগরি, বৃত্তিমূলক, ক্রীড়াবিষয়ক যেকোনো শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে হবে। 

  • কন্যাশ্রী প্রকল্প k2 সুবিধা পাবার জন্য ছাত্রীকে অবিবাহিত থাকা  বাধতামূলক। 

কন্যাশ্রী প্রকল্প k3 


কন্যাশ্রী কে-থ্রি: এটি শুধু মাত্র বিজ্ঞান বা কলা বিভাগের পাঠরত ছাত্রীদের জন্য প্রযোজ্য। এক্ষত্রে বিজ্ঞান বিভাগের ছাত্রীদের প্রতিমাসে ২৫০০ টাকা করে দেওয়া হয় এবং কলা বিভাগের জন্য প্রতিমাসে ২০০০ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। তাই এই সমস্ত ছাত্রীদের কন্যাশ্রী কে-থ্রি ফর্ম দ্বারা আবেদন করতে হবে।  


কন্যাশ্রী প্রকল্প k3 যোগ্যতা -

  • আবেদনকারীর বয়স ১৮ এর বেশি থাকতে হবে। 

  • শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞান ও কলা বিভাগের সঙ্গে যুক্ত ছাত্রীরাই এই সুবিধা পাবে।

  • বিবাহিত হলে এই সুবিধা দেওয়া হবে না। 


কন্যাশ্রী প্রকল্পের টাকা 

 কন্যাশ্রী প্রকল্পের টাকার পরিমান ,শ্রেণী ও বয়সের পরিমান _


কন্যাশ্রী প্রকল্প 

টাকার পরিমান 

শিক্ষাগত যোগ্যতা 

বয়স 

কে-ওয়ান ফর্ম 

১,০০০ টাকা (প্রতি বছর )

ক্লাস অষ্টম থেকে দ্বাদশ 

১৩ থেকে ১৮ 

কে-টু ফর্ম 

২৫,০০০টাকা  (একবার)

দ্বাদশ পরবর্তী 

১৮ থেকে ১৯

কে-থ্রি ফর্ম  

২,৫০০ টাকা (প্রতিমাসে) এবং ২০০০টাকা প্রতিমাসে 

দ্বাদশ পরবর্তী 

১৯ এর পরবর্তী 



কন্যাশ্রী প্রকল্পের যোগ্যতা: Kanyashree Prakalpa Eligibility Criteria

কন্যাশ্রী প্রকল্পের আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন, তবে আমরা উপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । এছাড়া আরও কিছু Eligibility Criteria রয়েছে তা নিচে বলা হলো _


১. আবেদনকারীকে অবশই পশ্চিমবঙ্গের বাসিন্ধা হতে হবে ।

২. শুধুমাত্র পড়াশুনার সঙ্গে যুক্ত ছাত্রীরাই এই প্রকল্পের সুবিধা পাবে ।

৩. এই প্রকল্পের বয়সের যোগ্যতা হল - ১৩ থেকে ১৮ বছর এবং ১৮ এর উর্ধে কে-টু এবং কে-থ্রি প্রকল্পের সুবিধা পাবে ।

৪. আবেদনকারী অবিবাহিত থাকা বাধতামূলক ।

৫. দরিদ্র ও নিন্মবৃত পরিবার যাদের বাৎসরিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার নিচে ।

Important Documents for Kanyashree Prakalpa applying

এখন আমরা জন্য কি কি ডকুমেন্ট লাগবে যখন কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন _

  • আবেদনকারীর নাম ও ঠিকানা। 

  • জন্মের প্রমাণপত্র (birth certificate)

  •  ইনকাম সার্টিফিকেট (income certificate)

  •  স্কুলের ভর্তির প্রমাণপত্র ।

  • বিবাহিত নয় এর ঘোষণাপত্র ।

  •  আধার কার্ড

  •  আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সেরোক্স সঙ্গে এবং IFSC কোড সহ ।

  • প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট ।

  • ইত্যাদি ।

How to apply Kanyashree Prakalpa Online 2023 - কন্যাশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি 

কন্যাশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি কি রয়েছে এবং  কিভাবে আবেদন করবে তার সঠিক বিবরণ নিচে বলা হলো _

  1. এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য আবেদনকারীর নিজের নাম একটি ব্যাঙ্ক একাউন্ট খুলে রাখতে হবে ।

  2. কন্যাশ্রী প্রকল্পের আবেদন স্কুল বা কলেজ এ সরাসরি ওখান থেকে ফর্ম তুলে সেখানে নাম, ঠিকানা ,বাবা-মা এর নাম , মোবাইল নম্বর , ব্যাঙ্ক একাউন্ট এর তথ্য এবং স্কুল বা কলেজের বিবরণ দিয়ে ফর্মটি পূর্ণ করতে হবে ।

  3. তারপর সেই ফর্ম টি জমা করতে হবে স্কুল বা কলেজে ।

  4. এছাড়া কন্যাশ্রী প্রকল্প k2 এবং কন্যাশ্রী প্রকল্প k3 এর জন্য wbkanyashree.gov.in ওয়েবসাইট মাধ্যমে আবেদন করা যায় ।

  5. আবেদন পত্র জমা দেয়ার পর একটি আইডি নম্বর মোবাইল নম্বর এ আসবে এটি হলো তোমাদের কন্যাশ্রী প্রকল্পের আইডি । এর দ্বারা এপ্লিকেশন স্টেটাস চেক করতে পারবে ।


কন্যাশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক 2023 - Kanyashree Scheme Track Application Status Check

কন্যাশ্রী প্রকল্প এপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি _

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbkanyashree.gov.in টি ওপেন করতে হবে ।

  • তারপর উপরে  track application এই অপশনে ক্লিক করতে হবে ।

  • এবারে একটি নতুন পেজ খুলবে সেখানে প্রথমে Year বেঁচে নিতে হবে (যেমন - 2022-2023)|

  • তারপর Type of Scheme অর্থাৎ K1 বা K2 বেঁচে নিতে হবে ।

  • তারপর Application Id দিতে হবে ।

  • পরবর্তীতে date of birth টি লিখতে হবে ।

  • এবারে একটি ক্যাপচা থাকবে তা সঠিক ভাবে লিখে তারপর Submit অপসন এ ক্লিক করলেই কন্যাশ্রী প্রকল্প এপ্লিকেশন স্টেটাস দেখতে পাওয়া যাবে ।


কন্যাশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক 2022 - Track Application Status Check
কন্যাশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক


কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য

প্রথমত, এই প্রকল্পের উদ্দেশ্য মেয়েদের বাল্য বিবাহ রোধ করা ।

দ্বিতীয়ত, মেয়েদের মেধার মেধার বিকাশের জন্য বিদ্যালয় মুখী করা ।

তৃতীয়ত, অল্পবয়সে মেয়েদের স্কুলছুট রোধ করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রতিবছর মেয়েদের কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ প্রদান।

Kanyashree Prakalpa Helpline Number - কন্যাশ্রী প্রকল্প হেল্পলাইন নম্বর 

কোনোরকম জিজ্ঞাসা থাকলে বা প্রশ্ন থাকলে বা যদি তোমাদের কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কিছু তথ্য জানার থাকে বা টাকা না পেয়ে থাকেন তাহলে অবশই কন্যাশ্রী প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করবেন ।

Kanyashree Prakalpa Helpline Number - 033-23373846

e-mail: support.kanyashree@nic.in

কন্যাশ্রী প্রকল্প নিয়ে কিছু প্রশ্ন 

প্রশ্ন : কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়?

উত্তর : কন্যাশ্রী প্রকল্প” চালু করা হয় ২০১৩ সালের  ৮ ই মার্চ।


প্রশ্ন : কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়?

উত্তর :  ৮ মার্চ ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়।


প্রশ্ন : কন্যাশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হয় ?

উত্তর : ১০০০ হাজার টাকা ক্লাস অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের এবং ১৮ বছর হলে ২৫ হাজার টাকা দেওয়া হয় কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...