West Bengal SIR Voter List 2025-26 download: প্রকাশিত হয়েছে SIR 2026 ভোটের লিস্টের তালিকা খসড়া তালিকা । এই ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা কিভাবে চেক করতে পারবেন যাদের নাম নেই তাদের কি করতে হবে নোটিশ কবে আসবে শুনানিতে কারা যাবেন এবং পিডিএফ ডাউনলোড কিভাবে করতে পারবেন সমস্ত কিছু নিচে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি। SIR Voter list 2026 PDF download | SIR Voter list 2026 West Bengal| Voter list 2026 West Bengal PDF Download with Photo| Voter List Download 2026 | Voter list 2026 PDF Download West Bengal| Voter list 2026 name check| SIR voter list 2026 | Voter List PDF
নিউ আপডেট ২ ০ ২ ৬ : লিস্ট প্রকাশিত হয়েছে নিচে জেলা ক্লিক করুন তারপর আপনার রাজ্য, জেলা, ব্লক এবং ক্যাপচা দিয়ে দেখে নিন ।
About West Bengal SIR Voter List 2026
District-Wise Voter List 2026 West Bengal | SIR Voter List 2026 West Bengal
- প্রথমেই আপনার মোবাইল ওপেন করুন ইলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/
- তারপর Services অপসন এ দেখতে পারবেন Download Electoral Roll (Download electoral roll PDF and draft roll for states under SIR) এখানে ক্লিক করুন ।
- এবারে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে State *> Year Of Revision *> Roll Type *> District> Assembly Constituency * > Captcha * > দিয়ে আপনার Part No and Part Name এ টিক দিয়ে Download Selected PDFs ক্লিক করলেই চলে আসবে আপনার এলাকার ভোটার লিস্ট ২ ০ ২ ৬ । নিচে ডাইরেক্ট লিংক দেওয়া হলো জেলা অনুযায়ী 👇
SIR Voter List যাদের নাম নেই সেই লিস্ট দেখুন | West Bengal Sir not included Draft Voter list 2026
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে খুলুন https://ceowestbengal.wb.gov.in/asd_sir
- তারপর District ও Assembly Constituency সিলেক্ট করুন।
- এবারে আপনার সামনে আপনার পোলিং স্টেশন এর নাম আসবে সেখান থেকে আপনার বুথের খুঁজে Download এ ক্লিক করুন।
এস আই আর ভোটের লিস্ট ২০২৫-২৬ পশ্চিমবঙ্গ। SIR Draft Voter List 2026 download | SIR Voter List 2026 West Bengal
Chief Election Commission of India তথা নির্বাচন কমিশন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের SIR ভোটের তালিকার খসড়া। এই ভোটার তালিকা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট Voters.eci.gov.in এবং CEO West Bengal এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন SIR ভোটের লিস্ট ২০২৫। SIR এর এনুমারেশন ফর্ম জমা করার শেষ হয়েছে ১১ডিসেম্বর ২০২৫, আর ড্রাফট ভোটের তালিকা প্রকাশ করেছে ১৬ ডিসেম্বর ২০২৫।
পশ্চিমবঙ্গের সমস্ত ভোটাররা আপনাদের নাম এই লিস্ট থেকে চেক করে নিন কেননা যদি লিস্টে নাম না উঠে তাহলে আপনি ও আপনার পরিবারের কেউই আর ভোট দিতে পারবেন না। তাই সকলে এই ড্রাফট ভোটের তালিকায় নাম দেখে নিন।
যদি কারোও SIR 2026 ফর্ম জমা করার পরও এই লিস্টে নাম না উঠে থাকে তাহলে তাদেরকে ১৭ ডিসেম্বর থেকে আপনাদের শুনানিতে ডাকা হবে নোটিস আসবে। নাম না থাকলে BLO কে জানান।
নভেম্বর থেকে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে এস আই আর ভোটের তালিকা সংশোধনের কাজ সেই কাজ সম্পন্ন হয়েছে ১১ই ডিসেম্বর ২০২৫ এবং ১৫ই ডিসেম্বর ২০২৫ প্রকাশিত হতে চলছে সেই সংশোধিত এস আই আর ভোটার তালিকা।
যারা যারা SIR ফর্ম জমা দিয়েছেন ইনুমারেশন ফর্ম তারা প্রত্যেকেই এই সংশোধিত ভোটার তালিকা লিস্ট দেখতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর ফাইনাল ভোটের তালিকা প্রকাশিত হবে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬।
চলুন তাহলে জানা যাক কিভাবে এস আই আর ভোটার তালিকা আপনার নাম চেক করবেন। কিভাবে SIR Voter List PDF Download পদ্ধতি ।
এস আই আর খসড়া ভোটার তালিকা কিভাবে দেখবেন? How to check SIR Voter draft List 2025-26 West Bengal
SIR খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কি করে জানবেন? এস আই আর এর খসড়া ভোটার তালিকা দেখার সঠিক পদ্ধতি নিচে আপনাদের স্টেপ অনুযায়ী দেখানো হলো -
প্রথমেই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট https://electoralsearch.eci.gov.in/uesfmempmlkypo টি ওপেন করুন আপনার মোবাইলে। অথবা আমাদের দেওয়া উপরের লিংকে জেলা অনুযায়ী ক্লিক করুন ।
একটি পেজ ওপেন হবে সেখানে Select Language এ আপনার ভাষা নির্বাচন করুন । যেমন - english
এবারে নিচে EPIC DETAIL ভোটারের তথ্য দিতে হবে, যার নাম দেখতে চান ।
EPIC Number এবং State অর্থাৎ রাজ্য west bengal সিলেক্ট করুন ।
নিচে যান Enter Captcha সঠিক ক্যাপচা বসান এবং নিচে search এ ক্লিক করুন ।
এবারে চলে আসবে আপনার SIR Draft Voter List খসড়া তালিকার ভোটার লিস্টের নাম আপনার নাম এবং সমস্ত তথ্য দেখতে পারবেন ।
West Bengal SIR draft Voter List check by mobile app | ecinet Election Commission of India mobile app
- গুগল প্লেস্টোরে গিয়ে ecinet app টি ডাউনলোড করুন ।
- তারপর ওপেন করুন আপনার মোবাইল নম্বর এবং send otp দিয়ে ।
- এবারে অপ্প্লিকেশনটি ওপেন হলে search your name in voter list এই অপশনটিতে ক্লিক করুন ।
- এখন ভোটার নম্বর /মোবাইল নম্বর এবং স্ক্যান এই সবগুলি দ্বারা চেক করতে পারবেন ।
- শেষের অপশনে search by bar /qr code অপসন এ ক্লিক করুন ।
- এখনাওনার ফর্মের উপরে দেখুন একটি qr code দেওয়া আছে সেখানে স্ক্যান করলেই চলে আসবে পুরো তথ্য আপনার ।
আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের সরাসরি জেলা ভিক্তিক SIR Draft Voter List দেখার লিংক নিচে দেওয়া হয়েছে , ডাইরেক্ট নিচের জেলাগুলিথেকে আপনার ভোটার লিস্ট পিডিএফ দেখে নিতে পারবেন ।
জেলা ভিক্তিক SIR ভোটের লিস্ট ২০২৬ চেক । Districts Wise SIR Voter List 2025-26, West Bengal
বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ২৩টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলায় SIR Voter List গুলি আপনাদের সুবিধার্থে আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারবেন উপরে তা আমরা আপনাদের দিয়েছি। যারা SIR ভোটার লিস্ট ২ ০ ২ ৬ এ আপনার নাম ঠিক আছে কিনা জানতে চান তারা নিচে আপনাদের জেলায় ক্লিক করে আপনার ভোটার কার্ড দিয়ে দেখে নিতে পারবেন Voter list SIR 2026 West Bengal.
জেলাগুলির নাম নিচে দেওয়া হলো—
তথ্য: লিস্ট প্রকাশিত হয়েছে উপরে জেলা ক্লিক করুন তারপর আপনার ভোটার নম্বর ও রাজ্য এবং ক্যাপচা দিয়ে দেখে নিন ।
SIR ভোটের লিস্ট থেকে যাদের নাম বাদ পড়েছে দেখুন | SIR draft voter list থেকে যাদের নাম বাদ পড়েছে ?
- ভোটার খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছে দেখার জন্য ওপেন করুন https://ceowestbengal.wb.gov.in/asd_sir
- এবারে একটি অফিসিয়াল পেজ খুলবে সেখনের নিচে দেখেনিন ।
SIR ভোটার লিস্ট ২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ?
প্রশ্ন : খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কি করে জানবেন?
উত্তর : Voters.eci.gov.in এবং ceowestbengal.gov.in ওয়েবসাইটে খসড়া তারিখের প্রকাশিত করা হবে এছাড়া বি এল এর কাছ থেকেও জানা যাবে খসড়া তালিকা আপনারা নাম আছে কিনা।
প্রশ্ন : খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে তাহলে কি করবেন?
উত্তর : যদি প্রকাশিত খসড়া তালিকায় আপনার নাম না থাকে তাহলে ৬ নম্বর ফর্ম এর এন এক্সর ৪ ফিলাপ করে জমা করতে হবে।
প্রশ্ন :১৭ই ডিসেম্বর থেকে শুনানি শুরু কাদের শুনানিতে ডাকা হয়?
উত্তর : ১৭ ই ডিসেম্বর থেকে শুনানি হবে যাদের 2002 এর সঙ্গে ২০২৫ এর ম্যাপিং এর যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা নেওয়া তথ্যের কোন ত্রুটি রয়েছে। শুধুমাত্র তাদেরই ডাকা হবে ১৭ই ডিসেম্বরের পর থেকে।
প্রশ্ন : শুনোনিতে কিভাবে ডাকা হবে? নোটিশ কিভাবে পাঠানো হবে?
উত্তর : যদি আপনার এস আই আর ২০২৬ এ ভোটার তালিকা লিস্টে নাম না থাকে সেখানে অনেককেই কিন্তু শোনানোর জন্য ডাকা হবে। শরীর ঢাকার পদ্ধতি হবে বি এল আপনার বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দিয়ে আসবেন সেই নোটিশের তারিখ ও সময় এর মধ্যে আপনাকে শোনানোর জন্য উপস্থিত থাকতে হবে নোটিসে উল্লেখিত ঠিকানায়।
প্রশ্ন : এনুমারেশন ফর্ম এর নিচে ২০০২ এর অংশ যারা পূরণ করতে পারেনি তারা সবাই কি শুনে নিতে ডাক পাবেন?
উত্তর : হ্যাঁ, এনুমারেশন ফরম ফিলাপ করার সময় অনেকেই ২০০২ এর অংশটি পূরণ করতে পারেনি যারা পূরণ করতে পারেনি অর্থাৎ যাদের 2002 এর পরিবারের কারোই নাম ছিল না তাদের প্রত্যেককেই ডাকা হবে শুনানির জন্য।
SIR Voter list 2025 PDF download নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করুন ।
চেক করুন 2025 voter list West Bengal । Voter List Download 2025 নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের whatsapp এ যুক্ত হয়ে প্রশ্ন
SIR Voter list 2025 West Bengal PDF Download । Voter list Download 2025 West Bengal
আরো পড়ুন : এনুমারেশন ফর্ম (SIR) স্ট্যাটাস চেক কিভাবে করবেন ?









কোন মন্তব্য নেই