West Bengal SIR Voter List 2025-26 download: আজ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার আজ প্রকাশিত হতে চলছে এসআইআর ভোটের লিস্টের তালিকা। এই ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা কিভাবে চেক করতে পারবেন যাদের নাম নেই তাদের কি করতে হবে নোটিশ কবে আসবে শুনানিতে কারা যাবেন এবং পিডিএফ ডাউনলোড কিভাবে করতে পারবেন সমস্ত কিছু নিচে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি। Voter list 2025 PDF download | Voter list 2025 West Bengal| Voter list 2025 West Bengal PDF Download with Photo| Voter List Download 2025| Voter list 2025 PDF Download West Bengal| Voter list 2025 name check| SIR voter list 2025| Voter List PDF
About West Bengal SIR Voter List 2025
এস আই আর ভোটের লিস্ট ২০২৫-২৬ পশ্চিমবঙ্গ। SIR Draft Voter List 2025 download | SIR Voter List 2026 West Bengal
Chief Election Commission of India তথা নির্বাচন কমিশন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের SIR ভোটের তালিকার খসড়া। এই ভোটার তালিকা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট Voters.eci.gov.in এবং CEO West Bengal এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন SIR ভোটের লিস্ট ২০২৫। SIR এর এনুমারেশন ফর্ম জমা করার শেষ হয়েছে ১১ডিসেম্বর ২০২৫, আর ড্রাফট ভোটের তালিকা প্রকাশ করেছে ১৬ ডিসেম্বর ২০২৫।
পশ্চিমবঙ্গের সমস্ত ভোটাররা আপনাদের নাম এই লিস্ট থেকে চেক করে নিন কেননা যদি লিস্টে নাম না উঠে তাহলে আপনি ও আপনার পরিবারের কেউই আর ভোট দিতে পারবেন না। তাই সকলে এই ড্রাফট ভোটের তালিকায় নাম দেখে নিন।
যদি কারোও SIR 2026 ফর্ম জমা করার পরও এই লিস্টে নাম না উঠে থাকে তাহলে তাদেরকে ১৭ ডিসেম্বর থেকে আপনাদের শুনানিতে ডাকা হবে নোটিস আসবে। নাম না থাকলে BLO কে জানান।
নভেম্বর থেকে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে এস আই আর ভোটের তালিকা সংশোধনের কাজ সেই কাজ সম্পন্ন হয়েছে ১১ই ডিসেম্বর ২০২৫ এবং ১৫ই ডিসেম্বর ২০২৫ প্রকাশিত হতে চলছে সেই সংশোধিত এস আই আর ভোটার তালিকা।
যারা যারা SIR ফর্ম জমা দিয়েছেন ইনুমারেশন ফর্ম তারা প্রত্যেকেই এই সংশোধিত ভোটার তালিকা লিস্ট দেখতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর ফাইনাল ভোটের তালিকা প্রকাশিত হবে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬।
চলুন তাহলে জানা যাক কিভাবে এস আই আর ভোটার তালিকা আপনার নাম চেক করবেন। কিভাবে SIR Voter List PDF Download পদ্ধতি ।
এস আই আর খসড়া ভোটার তালিকা কিভাবে দেখবেন? How to check SIR Voter List 2025-26 West Bengal
SIR খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কি করে জানবেন? এস আই আর এর খসড়া ভোটার তালিকা দেখার সঠিক পদ্ধতি নিচে আপনাদের স্টেপ অনুযায়ী দেখানো হলো -
প্রথমেই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.gov.in টি ওপেন করুন আপনার মোবাইলে।
তারপর Electoral of Rolls 2026 SIR Draft Voter List ভোটার লিস্ট বা ড্রাফ্ট ভোটার লিস্ট লেখাটি দেখতে পারবেন সেখানে ক্লিক করুন।
সেখানে ক্লিক করার পর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার জেলা নির্বাচন করেন ।
এবারে আর একটি নতুন পেজ খুলবে সেখানে আপনার জেলার সমস্ত এসি অর্থাৎ সমস্ত ব্লকের নাম দেখতে পারবেন সেখান থেকে আপনার ব্লকের নামের পাশে ক্লিক করুন।
এখন আরও একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনার ব্লকের সমস্ত অঞ্চল বা মিউনিসিপ্যালিটির নাম দেখতে পারবেন তার পাশে ক্লিক করুন।
এখন আপনার এলাকার সমস্ত ভোটকেন্দ্রের নাম দেখতে পারবেন সেখান থেকে আপনি যেখানে ভোট দেন সেই নামটি খুঁজে বের করে সেই নামের পাশে ক্লিক করুন।
এবারে চলে আসবে আপনার SIR Draft Voter List খসড়া তালিকার ভোটার লিস্টের নাম সেই লিস্ট থেকে আপনার নাম খুঁজে বার করুন দেখেনি।
আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের সরাসরি জেলা ভিক্তিক SIR Draft Voter List দেখার লিংক নিচে দেওয়া হয়েছে , ডাইরেক্ট নিচের জেলাগুলিথেকে আপনার ভোটার লিস্ট পিডিএফ দেখে নিতে পারবেন ।
জেলা ভিক্তিক ভোটের লিস্ট ২০২৫। Districts Wise SIR Voter List 2025-26, West Bengal
বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ২৩টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলায় SIR Voter List গুলি আপনাদের সুবিধার্থে আলাদা আলাদা করে দেয়া হলো। আপনি যেই জেল ভোটার লিস্ট দেখতে চান সেই জেলার পাশে ক্লিক করুন তারপর ব্লকের নাম খুঁজে নিয়ে বের করতে পারবেন Voter list SIR 2026 West Bengal.
জেলাগুলির নাম নিচে দেওয়া হলো—
1. আলিপুরদুয়ার
2. জলপাইগুড়ি
3. কোচবিহার
4. দার্জিলিং
5. কালিম্পং
6. উত্তর দিনাজপুর
7. দক্ষিণ দিনাজপুর
8. মালদা
9. মুর্শিদাবাদ
10. নদিয়া
11. উত্তর ২৪ পরগনা
12. দক্ষিণ ২৪ পরগনা
13. কলকাতা
14. হাওড়া
15. হুগলি
16. পূর্ব বর্ধমান
17. পশ্চিম বর্ধমান
18. বীরভূম
19. বাঁকুড়া
20. পুরুলিয়া
21. পূর্ব মেদিনীপুর
22. পশ্চিম মেদিনীপুর
23. ঝাড়গ্রাম
তথ্য: 16 ডিসেম্বর সকাল ১ ১ থেকে প্রত্যেক জেলার খসড়া ভোটার তালিকা এখানে দেখতে পারবেন । আমাদের অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়ে যান সমস্ত আপডেট দেওয়া হবে ।
SIR ভোটার লিস্ট ২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ?
প্রশ্ন : খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কি করে জানবেন?
উত্তর : Voters.eci.gov.in এবং ceowestbengal.gov.in ওয়েবসাইটে খসড়া তারিখের প্রকাশিত করা হবে এছাড়া বি এল এর কাছ থেকেও জানা যাবে খসড়া তালিকা আপনারা নাম আছে কিনা।
প্রশ্ন : খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে তাহলে কি করবেন?
উত্তর : যদি প্রকাশিত খসড়া তালিকায় আপনার নাম না থাকে তাহলে ৬ নম্বর ফর্ম এর এন এক্সর ৪ ফিলাপ করে জমা করতে হবে।
প্রশ্ন :১৭ই ডিসেম্বর থেকে শুনানি শুরু কাদের শুনানিতে ডাকা হয়?
উত্তর : ১৭ ই ডিসেম্বর থেকে শুনানি হবে যাদের 2002 এর সঙ্গে ২০২৫ এর ম্যাপিং এর যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা নেওয়া তথ্যের কোন ত্রুটি রয়েছে। শুধুমাত্র তাদেরই ডাকা হবে ১৭ই ডিসেম্বরের পর থেকে।
প্রশ্ন : শুনোনিতে কিভাবে ডাকা হবে? নোটিশ কিভাবে পাঠানো হবে?
উত্তর : যদি আপনার এস আই আর ২০২৬ এ ভোটার তালিকা লিস্টে নাম না থাকে সেখানে অনেককেই কিন্তু শোনানোর জন্য ডাকা হবে। শরীর ঢাকার পদ্ধতি হবে বি এল আপনার বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দিয়ে আসবেন সেই নোটিশের তারিখ ও সময় এর মধ্যে আপনাকে শোনানোর জন্য উপস্থিত থাকতে হবে নোটিসে উল্লেখিত ঠিকানায়।
প্রশ্ন : এনুমারেশন ফর্ম এর নিচে ২০০২ এর অংশ যারা পূরণ করতে পারেনি তারা সবাই কি শুনে নিতে ডাক পাবেন?
উত্তর : হ্যাঁ, এনুমারেশন ফরম ফিলাপ করার সময় অনেকেই ২০০২ এর অংশটি পূরণ করতে পারেনি যারা পূরণ করতে পারেনি অর্থাৎ যাদের 2002 এর পরিবারের কারোই নাম ছিল না তাদের প্রত্যেককেই ডাকা হবে শুনানির জন্য।
SIR Voter list 2025 PDF download নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করুন ।
চেক করুন 2025 voter list West Bengal । Voter List Download 2025 নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের whatsapp এ যুক্ত হয়ে প্রশ্ন
SIR Voter list 2025 West Bengal PDF Download । Voter list Download 2025 West Bengal
আরো পড়ুন : এনুমারেশন ফর্ম (SIR) স্ট্যাটাস চেক কিভাবে করবেন ?



কোন মন্তব্য নেই