পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রশ্ন-উত্তর ২০২২। টেট প্রশ্ন উত্তর PDF | প্রাইমারি টেটের প্রশ্নপত্র PDF | WB Primary TET 2022 Question - Answer - পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর দেখে নিন নিচে।
WB Primary TET Question PDF 2022:
পশ্চিমবঙ্গ টেট পরীক্ষা ১১ ডিসেম্বর ২০২২, এতিমধ্যে প্রাইমারি টেট প্রশ্ন উত্তর PDF - প্রাইমারি টেটের প্রশ্নপত্র PDF সম্পকে একটি ধাওনা বা পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর অনলাইনে খুঁজতে অনেকেই উঠে পরে লেগেছেন।
সকলের পরীক্ষার্থী, আপনি কী অনলাইনে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর খুঁজছেন? টেট প্রশ্ন উত্তর PDF দেখতে চান? অথবা, এবারের পশ্চিমবঙ্গ টেটের প্রশ্ন কেমন হবে? জানতে চান।
তাহলে, আজকে আমাদের এই প্রতিবেদনটি আপনাকে কিছুটা সাহার্য্য করতে পারে।
প্রাইমারি টেটের প্রশ্ন ও উত্তর - টেট প্রশ্ন উত্তর PDF
পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকার ও হাইকোর্ট এর নির্দেশ অনুয়াজি টেট পরিক্ষা ২০২২ সালের ১১ ডিসেম্বর, রবিবার দুপুর ১২.৩০ থেকে ২.৩০ অব্দি সরকারি বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে।
প্রাইমারি টেট পরীক্ষার নির্দেশিকা অনুয়াজি এডমিট কার্ড সহ ১১টা নিজে নিজে পরীক্ষার সেন্টার এ যেতে হবে কারণ ১১am হল রিপোর্টিং টাইম এর পরে কোন পরীক্ষার্থীকে পরীক্ষা হল এ প্রবেশ করতে দেওয়া হবে না। তাই, অবশ্যই আপনি আপনার সঠিক টাইম অনুয়াযী পৌঁছে যান নিজে নিজে পরীক্ষাস্তলে।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন এ কী কী প্রশ্ন আসতে পারে এই নিয়ে অনলাইনে অনেকেই search করছেন। যদিও নানান অভিযোগ উঠছে যে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন পাশ হয়ে গেছে কিন্তু এ বিষয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
টেট প্রশ্ন উত্তর PDF 👇👇👇
West Bengal Primary TET Exam Question 2022
এই পরীক্ষার নিয়ে অনেক দুর্নীতি ও নানান অভিযোগের পর এবারে আবার এই পরীক্ষা হচ্ছে - এখন সকলের মধ্যেই একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গ টেট পরীক্ষাটি এবারে কতটা স্বচ্ছতা হয়? এটাই দেখার।
প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর আমরা নিচে লিঙ্ক এ দিয়ে রেখেছি যা আপনাদেরকে পরবর্তী টেট পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা সাহার্য্য করবে।
প্রাইমারি টেট প্রশ্ন উত্তর (WB primary TET Question PDF) ডাউনলোড করতে নিচে ডাউনলোড করে নিন।
কোন মন্তব্য নেই