ভাইফোঁটা ২০২২ সময়সূচী | ভাইফোঁটা ২০২১ সময়সূচী পঞ্জিকা | ভাইফোঁটার শুভ সময় ২০২২ | ভাইফোঁটা মন্ত্র| ভাইফোঁটা দ্বিতীয়া ২০২২|
আজকের দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোটা দেওয়ার দিন, এই দিনটাকে ভাইফোঁটা বলে বাঙালী সমাজে প্রচলিত।
তোমরা কী এই ভাইফোঁটা ২০২২ সময়সূচী জানতে চাও? বা এবারে ভাইফোঁটা দেওয়ার সঠিক সময় কখন, ভাইফোঁটা অমৃতযোগ এর সময় কখন পড়েছে - ইত্যাদি সম্পর্কে আজকে আমরা তোমাদের সঠিক তথ্য দিবো।
ভাইফোঁটা ২০২২ সময়সূচী
২০২২ সালের ভাইফোঁটার সময় পঞ্জিকা মতে আজকে আমরা তোমাদের জানাচ্ছি।
শ্রীমদন গুপ্তের ফুল পঞ্জিকা মতে :
৮ কার্তিক, ২৬ অক্টোবর বুধবার পতিপদ দিবা ৩.২৯ থেকে ৯ কার্তিক, ২৭ অক্টোবর বৃহস্পতিবার দ্বিতীয়া ২.৫ অব্দি ভাইফোঁটার সময়সূচি।
অর্থাৎ ২৬ অক্টোবর ৩.২৯ থেকে ২৭ অক্টোবর দুপুর ২.৫ পর্যন্ত ভাইফোঁটা দেওয়ার সময়।
ভাইফোঁটার শুভ সময় ২০২২ - ভাইফোঁটা অমৃতযোগ
ভাইফোঁটা শুরু ২৬ অক্টোবর দিবা (বিকাল) ৩.২৯ থেকে ২৭ অক্টোবর দিবা (দুপুর) ২.০৫ অব্দি।
এই সময়ের মধ্যে শুভ সময় হল অমৃতযোগ। চলো এখন জানি পঞ্জিকা মতে ভাইফোঁটার অমৃতযোগ কখন কখন।
ভাইফোঁটার শুভ সময় অমৃতযোগ
২৬ অক্টোবর বুধবার, অমৃতযোগ সময় : দিবা - ৬.৩৪ মধ্যে। ৭.২১ থেকে ৮.০৫ মধ্যে। ১০.১৬ থেকে ১২.২৭ মধ্যে এবং রাত্রি ৫.৪১ থেকে ৬.৩৩। ৮.১৮ থেকে ৩.১৭।
২৭ অক্টোবর বৃহস্পতিবার, অমৃতযোগ সময় : দিবা -৭.১৮ মধ্যে। ১.১১ থেকে ২.০৫ মধ্যে।
পঞ্জিকা মতে সঠিক সময় ভাইফোঁটা ২০২২ নিচে ছবির মাধ্যমে দেখে নিন :-
Bhai Dooj 2022 - ভাইফোঁটা ২০২২
ভাইফোঁটা কী?
ভাইফোঁটা হল বোন ও দিদিদের দ্বারা ভাই ও দাদাদের কপালে ফোঁটা দেওয়ার রীতি, অর্থাৎ ভাইয়ের কপালে বোনেদের দেওয়া ফোঁটা একেই ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া বলে।
ভাইফোঁটা কাহিনী
ভাইফোঁটার কাহিনীটি এসেছে দেবতা যম ও তাঁর বোন যমুনা কাহিনী থেকে।
এই দ্বিতীয়ার দিনটিতে দেবতা যম তার বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়েছিল এবং দেবতা যম অমর হয়েছিল।
এর থেকেই বোনেরা ভাইদের দীর্ঘআয়ু কামনায় ভাইদের কপালে মন্ত্র পাঠ করে ফোঁটা দেয়।
ভাইফোঁটার একটি নির্দিষ্ট সময় থাকে এর মধ্যেই ফোঁটা দেওয়ার রীতি প্রচিলিত।
তাই সকলেই পঞ্জিকা দেখে জানতে চায় ভাইফোঁটার শুভ সময় ২০২২।
তোমাদের সুবিধার্থে আমরা পঞ্জিকা মতে ভাইফোঁটার শুভ সময় উপরে বলে দিয়েছি।
ভাইফোঁটা মন্ত্র
’ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥
যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥’
ভাইফোঁটা কিভাবে দেওয়া হয়
ভাইফোঁটা দেওয়ার পদ্ধতি বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে মূল উদেশ্য এক তা হল ভাইয়ে দীর্ঘজীবন কামনা যমের কাছ থেকে।
এই দিন বোনেরা সকালে ভোরের কুয়াশার জল সংগ্রহ করে তারপর সেই জল দিয়ে ভাইদের কপাল ধুয়ে দেয়, মাথায় তেল ও ভুরুতে কাজল দেওয়া রীতি রয়েছে এবং পাখা দিয়ে হাওয়া ও জলঘট কপালে ঠেকায় এবং ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করে দেয়।
শেষে মিষ্টিমুখ করায় এবং প্রমান করে বড়োদের।
এই ছিল ভাইফোঁটা দেওয়ার পদ্ধতি।
তোমাদের সকলকে ভাইফোঁটা, ভ্রাতৃদ্বিতীয়া'র অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ভাইফোঁটার ২০২২ সময়সূচি সম্পর্কে আশাকরি ভাইফোঁটার শুভ সময় তোমরা জানতে পেরেছো আমাদের এই পোস্ট এর মাধ্যমে।
যদি কোন প্রশ্ন থাকে তাহলেই অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাও।
কোন মন্তব্য নেই