WB Krishak Bandhu Check List 2024 : কৃষক বন্ধু চেক লিস্ট 2024 - কৃষক বন্ধু নামের লিস্ট

কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৪ ডাউনলোড | কৃষক বন্ধু লিস্ট ওয়েস্ট বেঙ্গল | Krishak Bandhu List PDF West Bengal | কৃষক বন্ধু লিস্ট পিডিএফ ডাউনলোড করার উপায় | কৃষক বন্ধু চেক লিস্ট 2024 | কৃষক বন্ধু চেক লিস্ট টোটো পিডিএফ ওয়েস্টবেঙ্গল | Kiosk Bandhu West Bengal | Krishak Bandhu beneficiary Status. আজকে আমরা পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। হাউ তো চেক কৃষক বন্ধু লিস্ট ওয়েস্ট বেঙ্গল 


কৃষক বন্ধু চেক লিস্ট, Krishak bandhu checklist
কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৪

কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৪ - How To Check Krishak Bandhu List West Bengal

পশ্চিমবঙ্গ সরকার বাংলার কৃষকদের জন্য এনেছেন “কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa) . এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮৯ লক্ষ কৃষক বছরে ৪,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পেয়ে থাকে । যাদের ১ একরের কম জমি তাদের ৪ হাজার টাকা এবং ১ একরের উর্ধে জমি থাকলে পাবে ১০ হাজার টাকা ।


এই  প্রকল্পের জন্য “ দুয়ারে সরকার ক্যাম্প “ আবেদন করেছেন ২০২৪ সালে এবং আপনার এখন জানতে চাইছেন কৃষক বন্ধু চেক লিস্ট দেখতে। 


কিভাবে কৃষক বন্ধু চেক লিস্ট করতে পারবেন এই নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো । চুলুন আজকে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের নামের লিস্ট চেক করার পদ্ধতি জানা যাক ।


লিংক : কৃষক বন্ধু প্রকল্প ২০২২ (KisokBondhu.in) 

কৃষক বন্ধু চেক লিস্ট 2024 - কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা 2024


কৃষক বন্ধু লিস্ট পিডিএফ দেখার পদ্ধতি : কৃষক বন্ধু লিস্ট পিডিএফ ডাউনলোড করার উপায় নিয়ে অনেকেই জানতে চাইছেন । যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন এখন দেখতে চান যে আপনার কৃষক বন্ধু হয়েছে কি না ? 


নিচের বলা হলো কিভাবে কৃষক বন্ধু চেক লিস্ট দেখবেন ।



স্টেপ ১# : গুগলে কৃষক বন্ধু প্রকল্প বা Krishakbandhu.net লিখে search করুন।


স্টেপ ২# : তারপর Krishakbandhu.net অফিসিয়াল ওয়েবসাইটটিতে ওপেন করুন।


স্টেপ ৩# : এবারে "নথিভুক্ত কৃষকের তথ্য" এই লেখাটির ওপরে ক্লিক করে ওপেন করুন। 


স্টেপ ৪# : আপনার ভোটের কার্ড নম্বর (voter card id) টি লিখুন  এবং পাশে I'm not a robot এর বক্সটিতে ক্লিক করুন ।


স্টেপ 5# : তারপর সার্চ (Search) এ ক্লিক করুন। 


স্টেপ ৬# এখন আপনার কৃষক বন্ধু প্রকল্প লিস্ট দেখতে পারবেন । আপনার  কৃষক বন্ধু আইডি নম্বর দেখতে পারবেন ।

স্টেপ ৭# আপনার কৃষক বন্ধু প্রকল্প হয়ে গেলে approved দেখাবে ।


কৃষক বন্ধু লিস্ট , কৃষক বন্ধ চেক লিস্ট , krishak bandhu list
চিত্র ১. কৃষক বন্ধু চেক লিস্ট নথিভুক্ত কৃষকের তথ্য 

কৃষক বন্ধু চেক লিস্ট ২০২২ , কৃষক বন্ধু নামের লিস্ট , kisok bondhu list 2022
চিত্র ২. কৃষক বন্ধু লিস্ট (ভোটার কার্ড )





কৃষক বন্ধু লিস্ট চেক লিংক : Krishak Bandhu Check List 



WB Krishak Bandhu Beneficiary List PDF Download



West Bengal 

Krishak Bandhu List Check

Department 

Department of Agriculture

Benefits

Rs. 5,000 - 10,000

Beneficiary

Farmers

Application Mood

Duare Sarkar Camp

Krishak Bandhu Status Check 

Click Here

Krishak Bandhu List Check 

Click Here

Online Portal

krishakbandhu.net


কৃষক বন্ধু লিস্ট ওয়েস্ট বেঙ্গল 2024 - WB Kisok bondhu list 2024

দুয়ারে সরকার ক্যাম্প এ এই প্রকল্পের আবেদন করার পর আপনার অনলাইন কৃষকবন্ধু লিস্ট দেখার জন্য krishakbandhu.net এই ওয়েবসাইট গিয়ে দেখতে পারবেন । তবে বলে রাখা ভালো যে সমস্ত কৃষকদের এই প্রকল্পের সুবিধা এখনো পাননি তারা ও অবশ্যই পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প এ এই প্রকল্পের জন্য আবেদন করবেন ।


 ওয়েস্ট বেঙ্গল সরকার ২০২২ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমান দিগুন করেছেন । এছাড়া  "Krishak Bandhu Death Benefit" অর্থাৎ যদি ১৮ -৬০ বয়সের কোনো কৃষকের মৃত্যু ঘটে তাহলে ওই পরিবার পাবে  ২ লক্ষ টাকা ।



কৃষক বন্ধু প্রকল্পের কী কী সুবিধা - Benefits of Krishak Bandhu Scheme


  1. আবেদনকারীর জমির পরিমান ১ একরের কম থাকলে ৫,০০০ হাজার টাকা পাবে ।

  2. যদি জমির পরিমান ১ একরের (এক একর = ৩ বিঘা) বেশি হয় তাহলে, ওই কৃষকে ১০,০০০ টাকা দেওয়া হবে ।

  3. এছাড়া কোনো কৃষকের ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হলে ওই পরিবারকে "Krishak Bandhu Death Benefit” ২ লক্ষ টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ।

  4. কৃষিক্ষত্রে আধুনিক যন্ত্র কেনার জন্য রাজ্য সরকার কৃষকদের সাহার্য্য করবে ।

  5. কৃষি লোন নিতে পারবে কৃষক বন্ধুরা । 


কৃষক বন্ধু লিস্ট পিডিএফ  - কৃষক বন্ধু লিস্ট পিডিএফ ডাউনলোড করার উপায়


কৃষক বন্ধুর লিস্ট ২০২২ বা কৃষক বন্ধু চেক লিস্ট পিডিএফ দেখার কোনো উপায় আছে কি ? এই প্রশ্ন অনেকেরই রয়েছে - আসুন এই নিয়ে সঠিক তথ্য আজকে আমরা আপনাদের দেয়া যাক । আশাকরি আমরাই প্রথমবার আপনাদের সঠিক তথ্য দিতে চলেছি ।


কৃষক বন্ধু চেক লিস্ট কিভাবে বের করবেন পিডিএফ কিভাবে ডউনলোড করবেন এই নিয়ে আমরা আপনাদের কিছু তথ্য দিচ্ছি নিচে ভালো করে পড়ুন ।


  • কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট চেক করার মতো কোনো উপায় দেওয়া নেই । আপনি শুধু আপনার কৃষক বন্ধু ‘ প্রকল্প হলো কিনা তা চেক করতে পারবেন । 

  • যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্প হয়েছে কিনা জানতে চান তার উপায় আছে এবং কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা বা কবে টাকা ডুকবে সেটিও জানতে পারবেন krishakbandhu.net ওয়েবসাইট দ্বারা ।

  • কৃষক বন্ধু প্রকল্প আপনার হয়েছে কিনা জানার জন্য স্ট্যাটাস চেক করবেন আপনার ভোটার কার্ড লাগবে স্ট্যাটাস চেক কৰাৰ জন্য । উপরে বলা রয়েছে কিভাবে চেক করবেন ।

  • যদি approved দেখায় আপনার স্ট্যাটাস এ তাহলে বুঝেবেন যে আপনার কৃষকবন্ধু প্রকল্প হয়ে গেছে ।  



কৃষক বন্ধু প্রকল্প না হলে কি করবেন ?

কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার পর এবং স্ট্যাটাস চেক করার পর যদি আপনার এই প্রকল্প না হয়ে থাকে তাহলে কি করণীয় ? এই সমস্যাও অনেকেরই রয়েছে । 


  • প্রথমত আপনার যদি খতিয়ান না থাকে তাহলে জমির খতিয়ান বানিয়ে নিন ।

  • নতুন করে আবার দুয়ারে সরকার ক্যাপ এ সবকিছু নতুন করে জামা দিন ।

  • অবশই আবেদনকারীর ভোটার কার্ড টি দিবেন ।

  • কৃষকবন্ধু প্রকল্পের লিস্ট চেক বা স্ট্যাটাস চেক করার জন্য ভোটার কার্ডের নম্বরটি লাগবে ।

  • যদি আবেদনকারীর নামের কোনো সমস্যা থাকে তাহলে অবশই নাম ঠিক করুন বা এফিড-এফিড কাগজ সঙ্গে দিন ।


krishak bandhu list check | kisok bondhu list check west bengal . কৃষক বন্ধু লিস্ট সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন । যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান ।


 

কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে আরো জানুন :


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...