WB Krishak Bandhu Check List : কৃষক বন্ধু চেক লিস্ট 2023 - কৃষক বন্ধু নামের লিস্ট

কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৩ ডাউনলোড | কৃষক বন্ধু লিস্ট ওয়েস্ট বেঙ্গল | Krishak Bandhu List PDF West Bengal | কৃষক বন্ধু লিস্ট পিডিএফ ডাউনলোড করার উপায় | কৃষক বন্ধু চেক লিস্ট 2021 | কৃষক বন্ধু চেক লিস্ট টোটো পিডিএফ ওয়েস্টবেঙ্গল | Kiosk Bandhu West Bengal | Krishak Bandhu beneficiary Status. আজকে আমরা পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু চেক লিস্ট ২০২২-২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। হাউ তো চেক কৃষক বন্ধু লিস্ট ওয়েস্ট বেঙ্গল 


কৃষক বন্ধু চেক লিস্ট, Krishak bandhu checklist
কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৩

কৃষক বন্ধু চেক লিস্ট ২০২৩ - How To Check Krishak Bandhu List West Bengal

পশ্চিমবঙ্গ সরকার বাংলার কৃষকদের জন্য এনেছেন “কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa) . এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮৯ লক্ষ কৃষক বছরে ৪,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পেয়ে থাকে । যাদের ১ একরের কম জমি তাদের ৪ হাজার টাকা এবং ১ একরের উর্ধে জমি থাকলে পাবে ১০ হাজার টাকা ।


এই  প্রকল্পের জন্য “ দুয়ারে সরকার ক্যাম্প “ আবেদন করেছেন ২০২১ -২০২২ সালে এবং আপনার এখন জানতে চাইছেন কৃষক বন্ধু চেক লিস্ট দেখতে। 


কিভাবে কৃষক বন্ধু চেক লিস্ট করতে পারবেন এই নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো । চুলুন আজকে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের নামের লিস্ট চেক করার পদ্ধতি জানা যাক ।


লিংক : কৃষক বন্ধু প্রকল্প ২০২২ (KisokBondhu.in) 

কৃষক বন্ধু চেক লিস্ট 2022 - কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা 2023


কৃষক বন্ধু লিস্ট পিডিএফ দেখার পদ্ধতি : কৃষক বন্ধু লিস্ট পিডিএফ ডাউনলোড করার উপায় নিয়ে অনেকেই জানতে চাইছেন । যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন এখন দেখতে চান যে আপনার কৃষক বন্ধু হয়েছে কি না ? 


নিচের বলা হলো কিভাবে কৃষক বন্ধু চেক লিস্ট দেখবেন ।



স্টেপ ১# : গুগলে কৃষক বন্ধু প্রকল্প বা Krishakbandhu.net লিখে search করুন।


স্টেপ ২# : তারপর Krishakbandhu.net অফিসিয়াল ওয়েবসাইটটিতে ওপেন করুন।


স্টেপ ৩# : এবারে "নথিভুক্ত কৃষকের তথ্য" এই লেখাটির ওপরে ক্লিক করে ওপেন করুন। 


স্টেপ ৪# : আপনার ভোটের কার্ড নম্বর (voter card id) টি লিখুন  এবং পাশে I'm not a robot এর বক্সটিতে ক্লিক করুন ।


স্টেপ 5# : তারপর সার্চ (Search) এ ক্লিক করুন। 


স্টেপ ৬# এখন আপনার কৃষক বন্ধু প্রকল্প লিস্ট দেখতে পারবেন । আপনার  কৃষক বন্ধু আইডি নম্বর দেখতে পারবেন ।

স্টেপ ৭# আপনার কৃষক বন্ধু প্রকল্প হয়ে গেলে approved দেখাবে ।


কৃষক বন্ধু লিস্ট , কৃষক বন্ধ চেক লিস্ট , krishak bandhu list
চিত্র ১. কৃষক বন্ধু চেক লিস্ট নথিভুক্ত কৃষকের তথ্য 

কৃষক বন্ধু চেক লিস্ট ২০২২ , কৃষক বন্ধু নামের লিস্ট , kisok bondhu list 2022
চিত্র ২. কৃষক বন্ধু লিস্ট (ভোটার কার্ড )





কৃষক বন্ধু লিস্ট চেক লিংক : Krishak Bandhu Check List 



WB Krishak Bandhu Beneficiary List PDF Download



West Bengal 

Krishak Bandhu List Check

Department 

Department of Agriculture

Benefits

Rs. 5,000 - 10,000

Beneficiary

Farmers

Application Mood

Duare Sarkar Camp

Krishak Bandhu Status Check 

Click Here

Krishak Bandhu List Check 

Click Here

Online Portal

krishakbandhu.net


কৃষক বন্ধু লিস্ট ওয়েস্ট বেঙ্গল 2023 - WB Kisok bondhu list 2023

দুয়ারে সরকার ক্যাম্প এ এই প্রকল্পের আবেদন করার পর আপনার অনলাইন কৃষকবন্ধু লিস্ট দেখার জন্য krishakbandhu.net এই ওয়েবসাইট গিয়ে দেখতে পারবেন । তবে বলে রাখা ভালো যে সমস্ত কৃষকদের এই প্রকল্পের সুবিধা এখনো পাননি তারা ও অবশ্যই পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প এ এই প্রকল্পের জন্য আবেদন করবেন ।


 ওয়েস্ট বেঙ্গল সরকার ২০২২ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমান দিগুন করেছেন । এছাড়া  "Krishak Bandhu Death Benefit" অর্থাৎ যদি ১৮ -৬০ বয়সের কোনো কৃষকের মৃত্যু ঘটে তাহলে ওই পরিবার পাবে  ২ লক্ষ টাকা ।



কৃষক বন্ধু প্রকল্পের কী কী সুবিধা - Benefits of Krishak Bandhu Scheme


  1. আবেদনকারীর জমির পরিমান ১ একরের কম থাকলে ৫,০০০ হাজার টাকা পাবে ।

  2. যদি জমির পরিমান ১ একরের (এক একর = ৩ বিঘা) বেশি হয় তাহলে, ওই কৃষকে ১০,০০০ টাকা দেওয়া হবে ।

  3. এছাড়া কোনো কৃষকের ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হলে ওই পরিবারকে "Krishak Bandhu Death Benefit” ২ লক্ষ টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ।

  4. কৃষিক্ষত্রে আধুনিক যন্ত্র কেনার জন্য রাজ্য সরকার কৃষকদের সাহার্য্য করবে ।

  5. কৃষি লোন নিতে পারবে কৃষক বন্ধুরা । 


কৃষক বন্ধু লিস্ট পিডিএফ  - কৃষক বন্ধু লিস্ট পিডিএফ ডাউনলোড করার উপায়


কৃষক বন্ধুর লিস্ট ২০২২ বা কৃষক বন্ধু চেক লিস্ট পিডিএফ দেখার কোনো উপায় আছে কি ? এই প্রশ্ন অনেকেরই রয়েছে - আসুন এই নিয়ে সঠিক তথ্য আজকে আমরা আপনাদের দেয়া যাক । আশাকরি আমরাই প্রথমবার আপনাদের সঠিক তথ্য দিতে চলেছি ।


কৃষক বন্ধু চেক লিস্ট কিভাবে বের করবেন পিডিএফ কিভাবে ডউনলোড করবেন এই নিয়ে আমরা আপনাদের কিছু তথ্য দিচ্ছি নিচে ভালো করে পড়ুন ।


  • কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট চেক করার মতো কোনো উপায় দেওয়া নেই । আপনি শুধু আপনার কৃষক বন্ধু ‘ প্রকল্প হলো কিনা তা চেক করতে পারবেন । 

  • যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্প হয়েছে কিনা জানতে চান তার উপায় আছে এবং কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা বা কবে টাকা ডুকবে সেটিও জানতে পারবেন krishakbandhu.net ওয়েবসাইট দ্বারা ।

  • কৃষক বন্ধু প্রকল্প আপনার হয়েছে কিনা জানার জন্য স্ট্যাটাস চেক করবেন আপনার ভোটার কার্ড লাগবে স্ট্যাটাস চেক কৰাৰ জন্য । উপরে বলা রয়েছে কিভাবে চেক করবেন ।

  • যদি approved দেখায় আপনার স্ট্যাটাস এ তাহলে বুঝেবেন যে আপনার কৃষকবন্ধু প্রকল্প হয়ে গেছে ।  



কৃষক বন্ধু প্রকল্প না হলে কি করবেন ?

কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার পর এবং স্ট্যাটাস চেক করার পর যদি আপনার এই প্রকল্প না হয়ে থাকে তাহলে কি করণীয় ? এই সমস্যাও অনেকেরই রয়েছে । 


  • প্রথমত আপনার যদি খতিয়ান না থাকে তাহলে জমির খতিয়ান বানিয়ে নিন ।

  • নতুন করে আবার দুয়ারে সরকার ক্যাপ এ সবকিছু নতুন করে জামা দিন ।

  • অবশই আবেদনকারীর ভোটার কার্ড টি দিবেন ।

  • কৃষকবন্ধু প্রকল্পের লিস্ট চেক বা স্ট্যাটাস চেক করার জন্য ভোটার কার্ডের নম্বরটি লাগবে ।

  • যদি আবেদনকারীর নামের কোনো সমস্যা থাকে তাহলে অবশই নাম ঠিক করুন বা এফিড-এফিড কাগজ সঙ্গে দিন ।


krishak bandhu list check | kisok bondhu list check west bengal . কৃষক বন্ধু লিস্ট সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন । যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান ।


 

কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে আরো জানুন :


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

Khela Hobe Prakalpa: খেলা হবে প্রকল্প - আবেদন পদ্ধতি, যোগ্যতা , ফর্ম ও টাকার পরিমান ?

Khela Hobe Prakalpa: খেলা হবে প্রকল্প, West Bengal Government announced a new project for the job card holder, this scheme name is “ Khela H...