জমির তথ্য পশ্চিমবঙ্গ, বাংলার ভূমি জমির তথ্য জমির দাগ নম্বর ও খতিয়ান তথ্য দেখার পদ্ধতি । খতিয়ান ও দাগের তথ্য দেখুন । খতিয়ান ও দাগের তথ্য পশ্চিমবঙ্গ। খতিয়ান ও দাগের তথ্য পশ্চিমবঙ্গ সরকার। জমির খতিয়ান চেক 2024 |
জমির দাগ নম্বর ও খতিয়ান West Bengal Khatian & Plot Information : Know Your Property
খতিয়ান ও দাগের তথ্য পশ্চিমবঙ্গ সরকার। জমির খতিয়ান চেক। বাংলার ভূমি খতিয়ান ও দাগের তথ্য দেখার পদ্ধতি নিয়ে আজকে আমরা আপনাদের জানাবো।
আমরা পশ্চিমবঙ্গের জমির তথ্য নিয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আজকে আপনাদের অনেকেরই খতিয়ান ও দাগ ও প্লট ও জমির মালিকের নাম ও অবস্থান অংশ, জমির পরিমান ইত্যাদি তথ্য অনলাইন এ জানতে চান।
তাহলে অবশ্যই এই লেখাটি আপনাদের উপকারে আসবে।
খতিয়ান ও দাগের তথ্য West Bengal Khatian & Plot Information |
খতিয়ান কী West Bengal Khatian & Plot Information 2024
জমির তথ্য পশ্চিমবঙ্গ সরকার জমির খতিয়ানকে অনলাইন "বাংলার ভূমি " ওয়েবসাইটে অনলাইন করে দিয়েছেন।
"ভূমি জরিপকালে ভূমি মালিকের জমির মালিকানার বিবরণ যে তালিকা প্রস্তুত করা হয় তাকে উক্ত জমির “খতিয়ান” বলে।'
খতিয়ান নং দিয়ে জমির মালিকের নাম, পিতার নাম বা স্বামীর নাম, জমির পরিমান, জমির অবস্তান, ভূমির টাইপ, জমির অংশীদার ও জমির দাগ নাম্বার সহ বিভিন্ন তথ্য দেখতে পাওয়া যায় "banglarbhumi.gov.in" ওয়েবসাইটে।
ভূমির/জমির কাউলা ছাড়াও খতিয়ান একটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে। এই খতিয়ানই হলো জমির আসল তথ্য।
পশ্চিমবঙ্গের জমির খতিয়ানের প্রকারভেদ : West Bengal Land Khatian & plot Information Type
পশ্চিমবঙ্গ সরকারের জমির খতিয়ান কে 3 ভাগে বিভক্ত করেছেন -
Normal Khatian
Lease Khatian
FHTD Khatian
Normal Khatian কী : নরমাল খাতিয়ান হল যেগুলো সাধারণ খতিয়ান, সাধারণ জমির খতিয়ান যেগুলি লিজ বা সরকার রিফৌজি দের জন্যই দেওয়া জমি যেগুলি নয়। সেগুলিই Normal Khatian, এই খতিয়ান সবথেকে বেশি।
Lease Khatian কী : লিজ খতিয়ান হলো লিস্ট এর খতিয়ান।
FHTD Khatian কী : FHTD Khatian হল Refugee Relief & Rehabilitation Department প্রদত্ত দেওয়া রিফৌজিদের সরকার পদত্ত বিনামূল্যে জমি।
জমির দাগ নং কী পশ্চিমবঙ্গ Khatian & Plot Information Banglarbhumi
জমির দাগ অনুযায়ী জমি বিভক্ত করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত জমি একটি একটি করে নির্দ্বিষ্ট দাগ নাম্বার অনুযায়ী বিভক্ত করা রয়েছে।
ভূমির দাগ নাম্বার অনুযায়ী জমির অবস্থান খুঁজে বের করা যায় ম্যাপ থেকে।
About Khatian & Plot Information ২০২৪ ( খতিয়ান ও প্লট )
খতিয়ান ও দাগের তথ্য দেখার পদ্ধতি - West Bengal Khatian & plot Information Check 2024
খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান কিভাবে করবেন? খতিয়ান ও দাগের তথ্য ওয়েস্ট বেঙ্গল অনলাইন মাধ্যমে চেক করা যায়।
এখন আমরা বাংলার ভূমি জমির খতিয়ান ও দাগের তথ্য দেখার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব।
খতিয়ান ও দাগের তথ্য west bengal online:
Step #1, বাংলার ভূমি গভ ইন (banglarbhumi.gov.in) ওয়েবসাইটি আপনার যেকোনো ওয়েব ব্রাউজার এ খুলুন।
Step #2: অফিসিয়াল বাংলার ভূমি ওয়েবসাইটু ওপেন হওয়ার পর, উপরে বাড়ির মতো একটি চিহ্নতে ক্লিক করুন। "Know Your Property" এই অপসন এ ক্লিক করুন।
নিচে ছবির দ্বারা বুঝে নেও কিভাবে খতিয়ান ও দাগ তথ্য দেখবেন
চিত্র : খতিয়ান ও দাগের তথ্য Know Your Property |
Step #3: Know You Property এই অপসনটি ওপেন হওয়ার পর আপনাকে Mouza Information দিতে হবে। আপনার District* তারপর Block* এবং Mouza* সিলেক্ট করতে হবে।
Step #4: এবারে Khatian Type বেঁছে নিন Normal Khatian/ Lease Khatian/ FHTD Khatian.
Step #5: তারপর Search by Khatian বা Search by plot - যে কোনো একটি দিয়ে জমির তথ্য দেখতে পারেন।
**Khatian এর এর ঘরে দুইটি বক্স আছে শুধুমাত্র প্রথম ঘরটি পূরণ করলেই হবে।
Step #5: সমস্ত কিছু সঠিক ভাবে লেখার পর Enter Captcha টি দেখে দেখে লিখবে এবং View অপসন এ ক্লিক করুন।
Step #5: এবারে সমস্ত জমির তথ্য চলে আসবে। জমির দাগ নং, খতিয়ান নং, জমির মালিক, অংশ ইত্যাদি বিভিন্ন তথ্য দেখতে পারবেন।
Banglarbhumi Telegram Group (টেলিগ্রাম গ্রুপ)
এই গ্রূপে অবশ্যই join হয়ে থাকেন। আপনারা banglarbhumi ওয়েবসাইটের বিভিন্ন কাজের ব্যাপারে সরাসরি তথ্য জানতে পারবেন এবং ওয়েবসাইটের সার্ভার ভালো আছে কখন জানতে পারবেন।
👇
Q. জমির দাগ নাম্বার কিভাবে বের করব?
বাংলারভূমি ওয়েবসাইটি ওপেন করুন (banglarbhumi.gov.in), তারপর Know You Property এ ক্লিক করুন ও Mouza Information (District/block/Moza) দিয়ে Khatian বা plot নাম্বার দিয়ে view করে ; জমির দাগ নাম্বার বের করুন।
Q. দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম দেখার পদ্ধতি?
banglarbhumi.gov.in ওয়েবসাইট খুলুন। তারপর Know You Property এ ক্লিক করুন ও Mouza Information (District/block/Moza) দিয়ে Khatian বা plot নাম্বার দিয়ে view করে; জমির মালিকের নাম দেখতে পারবেন।
ভূমি পূত্ত ৬১২ joypur uter
উত্তরমুছুনSearch
Gaji or rahaman
উত্তরমুছুনNijam uddin
উত্তরমুছুন5522
উত্তরমুছুন