Shramashree Prakalpa apply, Form 2025 : শ্রমশ্রী প্রকল্প আবেদন শুরু, ফর্ম, ডকোমেন্টস | Shramashree Prakalpa Apply online 2025 West Bengal

Shramashree Scheme শ্রমশ্রী প্রকল্প

Shramashree Prakalpa 2025 : শ্রমশ্রী প্রকল্প আবেদন শুরু, ডকোমেন্টস কী লাগবে, কিভাবে আবেদন করবেন। Shramashree Prakalpa Apply online 2025 West Bengal:

পরিযায়ী শ্রমিকদের Shramashree Prakalpa West Bengal: ১৮ আগস্ট ২০২৫-এ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নতুন ‘শ্রমশ্রী’ প্রকল্প — এই প্রকল্পের আওতায় সমস্ত পরিযায়ী শ্রমিকদের এককালীন ৫০০০ টাকা এবং তার সঙ্গে মাসিক এক বছর ৫০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। প্রায় ২২ লক্ষ ৪০ হাজার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের আওতায় আসবেন।

ইতিমধ্যে প্রায় ২,৭৩০ পরিবার, বা প্রায় ১০,০০০ মানুষ, ইতোমধ্যে ফিরেছেন।

আজকের এই প্রতিবেদনটিতে আমরা জানবো শ্রমশ্রী প্রকল্পের সুবিধা, কারা আবেদন করবে, আবেদন পদ্ধতি,প্রয়োজনীয় নথিপত্র, কবে শুরু শ্রমশ্রী প্রকল্প 2025. 

Shramashree Scheme Benefits: শ্রমশ্রী প্রকল্পের সুবিধা ২০২৫

  •  এক বিশেষ পুনর্বাসন ও সহায়ক কর্মসূচি।
  • পরিযায়ী বাঙালি শ্রমিকদের রাজ্যে ফিরে আসার সময় এক-বারে ₹৫,০০০ টাকা প্রদান।
  • মাসিক পুনর্বাসন ভাতা: ১২ মাস ধরে বা যতক্ষণ পর্যন্ত পুনরায় কাজ না পান—পর্যন্ত প্রতি মাসে ₹৫,০০০।
  • মোট শ্রমিকদের মাথাপিছু সহায়তা: প্রথমে ₹৫,০০০ + ১২ মাসে ₹৬০,০০০ = সর্বোচ্চ ₹৬৫,০০০ টাকা।
  • বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে হেনস্তার সম্মুখীন পরিযায়ী বাঙালি শ্রমিকদের নিরাপদে বাড়ি ফিরিয়ে নেওয়া ও তাঁদের মৌলিক জীবিকার সহায়তা করা।

শ্রমশ্রী প্রকল্প ২০২৫ | Shramashree Prakalpa 2025, Apply Online West Bengal

বিষয়বিবরণ
এককালীন ভ্রমণ সহায়তা₹৫,০০০
মাসিক পুনর্বাসন ভাতা₹৫,০০০ × ১২ মাস
মোট সম্ভাব্য সহায়তা₹৬৫,০০০ প্রতিজন
উপকারভোগীর সংখ্যা২২.৪০ লক্ষ পর্যন্ত
অনলাইন আবেদনShramashree পোর্টাল
অন্যান্য সুবিধাখাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, স্কিল ট্রেনিং, জব কার্ড, কমিউনিটি কিচেন, স্কুল ভর্তি

শ্রম দফতর, মুখ্য সচিব তত্ত্বাবধানে।

শ্রমশ্রী প্রকল্প আবেদন প্রক্রিয়া | Application Process of Shramashree Scheme 2025

  • Shramashree পোর্টাল শীঘ্রই চালু হবে — এখানে অনলাইনে আবেদন করা যাবে।
  • যারা আগে ‘Karma Sathi’ পোর্টালে নাম লেখাননি, তাঁরা নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন।
  • "Amader Para Amader Samadhan" (আমাদের পাড়া আমাদের সমাধান) ক্যাম্পের মাধ্যমে অফলাইন এনরোলমেন্ট করা যেতে পারে । BDO বা DM-দের মাধ্যমে তালিকা তৈরি হবে।
  • আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য জানতেই অবশ্যই জয়েন্ট করুন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে 👇

প্রয়োজনীয় নথিপত্র: Important Documents

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন করবেন তাদেরকে যে সমস্ত ডকোমেন্টসের প্রয়োজন হবে সেগুলো হল - 
  • আধার বা ভোটার কার্ড
  • শ্রমিক হিসেবে কাজের প্রমাণ।
  • ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণ।

পরিযায়ী শ্রমিকদের জন্য ৫০০০ টাকার প্রকল্প ২০২৫ - শ্রমশ্রী’ প্রকল্পের সামগ্রিক গুরুত্ব ও মূল্যায়ন

  • সাহায্য ও নিরাপত্তা: হেনস্তার শিকার শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে এনে জীবিকা নিশ্চিত করার জন্য এই প্রকল্পের বন্দোবস্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার।
  • সামাজিক নিশ্চয়তা: খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষাগত সহায়তার জন্য ৫০০০ টাকা প্রদান ও ১২ মাস মাসিক ৫০০০ টাকা করে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • দায়িত্বশীল নজরদারি: nodal department ও মুখ্য সচিব পর্যবেক্ষণের মাধ্যমে কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত।
  • ভবিষ্যৎ প্রস্তুতি: স্কিনিং ও জব কার্ডের মাধ্যমে পুনর্বাসনের পাশাপাশি অজস্র কর্মসংস্থান সুযোগ তৈরি করা হচ্ছে।

সংযুক্ত অন্য সুবিধাসমূহ

  • খাদ্যসাথী (Khadya Sathi): বিনামূল্যে খাবারের সুবিধা।
  • স্বাস্থ্যসাথী (Swasthya Sathi): স্বাস্থ্য সুরক্ষা কাভারেজ।
  • জব কার্ড (Karmashree): কর্মসংস্থান নিশ্চিত করতে job card দেওয়া হবে।
  • Utkarsha Bangla স্কিল ট্রেনিং: দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান।
কর্মসাথী ও পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী  প্রকল্প - Parijayee Shramik Form
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদের পরিযায়ী শ্রমিকের ফর্ম প্রয়োজন হবে নিচে নিচে তা দেওয়া রইল এবং কিভাবে পরিযায়ী শ্রমিকের আবেদন করবেন সমস্ত কিছু জানতে আমাদের আরেকটি প্রতিবেদন করে নিন। পরিযায়ী শ্রমিক আবেদন ফর্ম-

এই প্রকল্পের আরও বিস্তারিত তথ্য ও জানতে অবশ্যই নজর রাখুন SarkariSuvidha ওয়েবসাইটে। এছাড়া join করুন আমাদের ভিভিন্ন অফিসিয়াল গ্রূপে ও চ্যানেলে...

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

2002 Voter List West Bengal: ভোটের লিস্ট ২০০২ দেখুন | SIR Voter List 2002 @ceowestbengal.nic.in

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট। Voter List 2002 West Bengal. SIR Voter List 2002 PDF Download, ভোটার যাচাই সমীক্ষা কবে শুরু হবে? @ceowe...