West Bengal All Districts Name list 2025: ভারতবর্ষের মোট 28 টি রাজ্যের মধ্যে একটি হল পশ্চিমবঙ্গ (West Bengal State ). এই পশ্চিমবঙ্গ অনেকগুলি জেলা নিয়ে গঠিত, বিভিন্ন সময় বড়ো জেলা গুলিকে ভেঙে সৃষ্টি করা নতুন নতুন জেলার নাম। আজকে আমার 2025 এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি ও কী কী তাদের নাম এই নিয়েই বিস্তারিত জানবো এই প্রতিবেদনটির মধ্যদিয়ে।
পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কী কী 2025
সাল 2025 এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জেলা হল 30টি। এর আগে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ছিল 23টি কিন্তু 1লা আগস্ট 2024 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7টি নতুন জেলার নাম ঘোষনা করেন, যার ফলে 23+7=30টি জেলায় পরিণত হয়েছে।
পশ্চিমবঙ্গ মোট 30টি জেলা নিয়ে গঠিত। চলুন এখন জেনে নেই এই জেলাগুলির নাম।
পশ্চিমবঙ্গের 30টি জেলার নাম কী কী 2025
আলিপুরদুয়ার (Alipurduar)
বাঁকুড়া (Bankura)
বীরভূম (Birbhum)
কোচবিহার (Cooch Behar)
দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur/ South Dinajpur)
দার্জিলিং (Darjeeling)
হুগলী (Hooghly)
হাওড়া (Howrah)
জলপাইগুড়ি (Jalpaiguri)
ঝাড়গ্রাম (Jhargram)
কালিম্পং (Kalimpong)
কলকাতা (Kolkata)
মালদা (Malda)
মুর্শিদাবাদ (Murshidabad)
নদিয়া (Nadia)
উত্তর 24 পরগনা (North 24 Parganas)
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)
পশ্চিম বর্ধমান (Paschim Burdwan : বর্ধমান)
পূর্ব বর্ধমান (Purba Burdwan: বর্ধমান )
পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)
পুরুলিয়া (Purulia)
দক্ষিণ 24 পরগনা (South 24 Parganas)
উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)
সুন্দরবন (নতুন জেলা )
ইছামতি (নতুন জেলা )
বসিরহাট (নতুন জেলা )
বহরমপুর (নতুন জেলা )
রানাঘাট (নতুন জেলা )
বিষ্ণুপুর (নতুন জেলা )
কান্দি (নতুন জেলা )
তাহলে, আজকে আমরা জানলাম পশ্চিমবঙ্গের মোট জেলা হল 30টি এবং জেলাগুলির নাম সম্পর্কে বিস্তারিত জানলাম। নতুন 7টি গেলা আগামী 6 মাসের মধ্যেই সরকার দ্বারা একটি জেলার জন্য সমস্ত নথিপত্র এবং নাম সমস্তকিছুর কাজ সম্পূর্ণ করবে বলে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
কোন মন্তব্য নেই