ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন পদ্ধতি ২০২২ ? । Aikyashree Scholarship To SVMCM Scholarship Switch


ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন ২০২২, সংখ্যালঘুরা এখন থেকে  aikyashree scholarship কে চেঞ্জ করে swami vivekananda scholarship এ রূপান্তর করতে পারবে ২০২২। কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন করতে হবে , তাই নিয়েই আজকের আমাদের এই আলোচনা। স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ ২০২২। how to Aikyashree Scholarship To SVMCM Scholarship Switch 2022.




Aikyashree  Scholarship

Aikyashree Scholarship To SVMCM Scholarship online 2022

State 

West Bengal

Eligibility

West Bengal Minorities student

Application mode

Online 

Application date

2022

Official Website

wbmdfcscholarship.org

HOME 

Click Here



ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন পদ্ধতি ২০২২ ?


How to transfer Aikyashree scholarship to swami vivekananda scholarship online 2022


ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন পদ্ধতি ২০২২: তোমাদের মধ্যে যারা ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আস্তে চাও তাদের জন্য এখন government of west bengal একটি নতুন update আনতে যাচ্ছে । এখনথেকে সংখ্যালঘু পড়ুয়ারা চাইলে swami vivekananda scholarship এ আসতে পারবে । তবে হয় aikyashree scholarship বা swami vivekananda scholarship যেকোনো একটি স্কলারশিপ করতে পারবে । 


  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ৬০% নম্বররের প্রয়োজন হয় ।

  • টাকার পরিমান ১২ হাজার থেকে ২৪ হাজার টাকা অবধি দেওয়া  হয়ে থাকে ।


সংখ্যালঘু পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আবেদন করবেন ? তাই নিয়েই বিস্তারিত নিচে আলোচনা করা হলো ।

ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন পদ্ধতি ২০২২ 


সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন নতুন সুখবর হলো এখন থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তারা আবেদন করতে পারবেন । এমনকি ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন করার অপসন থাকছে ।

How to switch Aikyashree Scholarship To SVMCM Scholarship online 2022

  1. তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন এ নিয়ে আসার জন্য প্রথম কাজ হলো West Bengal Minorities’ Development & Finance Corporation Minority Affairs and Madrasah Education Department Govt. Of West Bengal ওয়েবসাইট আসা ।

  2. Wbmdfcscholarship.org official website .

  3. SWITCH OVER TO SVMCM অপসন এ যান ।

  4. তারপর তোমাদের Aikyashree Id & Password দিয়ে log in হতে হবে ।

  5. এরপর Upgrade option দ্বারা Aikyashree Scholarship To SVMCM Scholarship online 2022 এ পরিবর্তন করতে পারবেন ।

  6. এখন সমস্ত Original documents upload করতে হবে।

  7. সমস্ত কিছু আপডেট করার পর submit করতে হবে ।


কি কি ডকোমেন্ট লাগবে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন করতে 

  1. Marksheet

  2. Cast certificate [OBC-B]

  3. Income Certificate

  4. Admission payment copy

  5. Bank passbook

  6. Aadhar card 


ইত্যাদি সমস্ত কিছু আপলোড করতে হবে এবং college or university দ্বারা অফলাইনে জমা করতে হবে ।



Eligibility Criteria for Aikyashree Scholarship apply 2022 - ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনের যোগতা ২০২২


ঐক্যশ্রী স্কলারশিপ এ আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতা  থাকতে হবে সেগুলি হলো _


  1. আবেদনকারী west bengal এর স্থায়ী বাসিন্দা হতে হবে [ 

  2. আবেদনকারীর অবশই admission হওয়া চাই যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ।

  3. Rs ২.৫ লক্ষ টাকার নিচে income হতে হবে ।

  4. ৫০% নম্বর হওয়া প্রয়োজন ।


Aikyashree Scholarship apply 2022 Guideline PDF download 

Click Here


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...