আপনার যদি family মধ্যে কারোরই রেশন কার্ড না থেকে তার ফর্ম বা আপনার পরিবারের কিছু জনের রেশন কার্ড এসেছে আবার কারোর বাকি আছে তার ফর্ম। রেশন কার্ড বদলের ফর্ম RKSY থেকে থেকে অন্য কার্ড চাই তার ফর্ম, রেশন কার্ড এর ভুল সংশোধন তার ফর্ম।
ইত্যাদি বিভিন্ন কাজের আলাদা আলাদা Ration Card Form রয়েছে।
আজকের এই আলোচনায় আপনাদের কী সমস্যা সেই অনুযায়ী কোন রেশন কার্ড ফর্ম ডাউনলোড করতে হবে, তা বলবো আমরা। যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে, সঠিক ফর্ম জমা করতে পারেন দুয়ারে সরকারে।
WB Ration Card Form 3 - রেশন কার্ড ফর্ম ৩
এই রেশন কার্ড ফর্ম 3 হল তাদের জন্য যাদের পরিবারের কোনো Digital Ration Card নেই।
যদি আপনার পরিবারের কারোরই কোনো Digital Ration Card না থেকে থাকে, সেক্ষত্রে এই ফর্ম দিয়ে Application করতে হবে।
Ration Card Form 3 দুইটি ফর্ম রয়েছে। একটি গ্রামের ও অন্যটি শহরের জন্য। যারা গ্রামে থাকেন তারা এই ফর্ম টি নিবেন এবং যারা শহরের তারা এই ফর্ম টি নিবেন। 👇
Ration card form 3 for Rural (গ্রামের জন্য এই ফর্ম)
Ration card form 3 for Urban (শহরের জন্য এই ফর্ম)
Ration Card Form 4 - রেশন কার্ড ফর্ম ৪ কখন লাগবে?
রেশন কার্ড ফর্ম 4, যদি ফ্যামিলির মধ্যে কেউ বাদ পরে গেছে যার রেশন কার্ড আসে নি বাকিদের এসেছে, সেক্ষত্রে Ration Card form 4 লাগবে।
যদি আপনার পরিবারের যদি করো রেশন কার্ড হয়েছে আবার করো হয় নাই এমন হয় এবং যাদের হয় নাই তাদের জন্য আবার Digital Ration Card এর জন্য আবেদন করতে চান। তখন আপনাকে রেশন কার্ড ফর্ম 4 দিয়ে Application করতে হবে।
![]() |
Ration card form 4 |
Ration Card Form 5 - রেশন কার্ড ফর্ম ৫
NFSA/RKSY কার্ডে নাম এবং ঠিকানার সংশোধন করতে চান? তাহলে Ration card form 5.
যদি করো নাম বা ঠিকানা ভূল এসে থাকে ও রেশন কার্ডের নাম /ঠিকানা ঠিক করাতে চান। তাহলে রেশন কার্ড ফর্ম 5 দ্বারা আবেদন করতে হয়।
west bengal Ration Card Form 6 - রেশন কার্ড ফর্ম ৬
Ration card form 6 'Change of FPS in NFSA/RKSY card' অর্থাৎ যদি FPS থেকে NFSA/RKSY এ পরিবর্তন করতে চান আপনার রেশন কার্ড, তাহলে ফর্ম 6 লাগবে।
![]() |
Ration Card form 6 |
west bengal Ration Card Form 7 - রেশন কার্ড ফর্ম ৭
Ration card form 7 হল রেশন কার্ড NFSA/RKSY আত্মসমর্পণের জন্য আবেদনপত্র অর্থাৎ আপনার যদি রেশন কার্ড না লাগে সেক্ষত্রে আপনি এই ফর্ম 7 দিয়ে আবেদন করবেন আপনার সমস্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে।
WB Ration Card Form 8 - রেশন কার্ড ফর্ম ৮
RKSY-II থেকে RKSY-I এ রূপান্তরের জন্য আবেদন ফর্ম হল 8
West Bengal Ration Card Form 9 Download - রেশন কার্ড ফর্ম 9
এই ফর্ম টি অনেকেরই প্রয়োজন। যদি আপনার কার্ড হারিয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেক্ষত্রে Ration Card Form 9 দ্বারা নতুন কার্ড তৈরী করতে পারবেন। হারিয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, আবার আপনার চাই ওই রেশন কার্ড সেক্ষত্রে এই ফর্ম দিয়ে আবেদন করতে হবে।
![]() |
Ration Card Form 9 |
Ration Card Form 10 Download - রেশন কার্ড ফর্ম ১০
শুধুমাত্র Documents হিসাবে যদি আপনি রেশন কার্ড চান, সরকারী সুবিধা যদি আপনার না লাগে, তার জন্য রেশন কার্ড 10 দিয়ে আবেদন করতে হবে।
Ration Card Form 11 Download - রেশন কার্ড ফরম ১১
রেশন কার্ড এ মোবাইল নম্বর ও আঁধার কার্ড নম্বর আপডেট করার জন্য ফর্ম 11 দিয়ে আবেদন করতে হবে।
West Bengal Ration Card Status Check Online 2025 - রেশন কার্ড স্ট্যাটাস চেক ২০২৫
![]() |
Ration Card status check online |
কোন মন্তব্য নেই