শিল্পী ভাতা ফর্ম 2024 | Shilpi Bhata Scheme in West Bengal

West Bengal Shilpi Bhata Form (শিল্পী ভাতা) Lokprasar Prakalpa, লোকশিল্পীদের জন্য 1000 টাকার শিল্পী ভাতা,Bengal Folk Artist 'Shilpi Pension'.

Shilpi Bhata | শিল্পী ভাতা | Lokprasar Prakalpa

Shilpi Bhata Apply Online | Shilpi Bhata Form Pdf Download, West Bengal | Shilpi Pension Form 2021 | Shilpi Bhata Prakalpo 2021 | Lokprasar Prakalpa or Shilpi Bhata 2021 online Application | শিল্পী ভাতা 2021 শিল্পী ভাতা ফরম | অসচ্ছল শিল্পীদের ভাতা |পশ্চিমবঙ্গ সরকার ওয়েবসাইট | তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার |


  • আজ শিল্পী ভাতা (Shilpi Bhata) সম্পর্কে সম্পূর্ণ আলোচনা।



Shilpi Bhata Form, pdf West Bengal 2021 শিল্পী ভাতা,Lokprasar Prakalpa
Shilpi_bhata_শিল্পী_ভাতা 


In Short : Shilpi Bhata 2024 for Bengal's Folk Artist, West Bengal :-

সমস্ত বাংলার ছোট বড়ো লোকশিল্পী যারা বিভিন্ন লোক সংস্কৃতির (Folk Artist ) সঙ্গে যুক্ত, তাদেরকে মাসিক 1000 টাকা করে সাহার্য করতেই "Shilpi Bhata" বা "Lokprasar Prakalpa" ; দ্বারা লোকশিল্পীদের জন্য ভাতার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM of West Bengal)

Shilpi Bhata শিল্পী ভাতা | Lokprasar Prakalpa: Application Form, Eligibility and Benefits


এই প্রকল্পের সঠিক নাম হলো "Lokprasar Prakalpa" অর্থাৎ যারা লোক শিল্পী, তাদের জন্য "লোকপ্রসার প্রকল্প" West Bengal এর মুখ্যমন্ত্রীর Mamata Banerjee ঘোষণা করেছেন |


এই প্রকল্পের উদ্দেশ্য হল - লোকসংস্কৃতির পুনরুজ্জীবন করতে, লোক শিল্পীদের বিলুপ্তির হাত থেকে উদ্ধার করতে এবং  বাংলার traditional music and culture কে অক্ষত রাখতেই এই প্রকল্প।


এই প্রকল্পের সমস্ত বাংলার শিল্পীদের প্রতি পাশে একহাজার (Monthly Rs. 1000/- ) টাকা দেওয়া হচ্ছে। এখনো পযন্ত প্রায় ২ লক্ষ লোকশিল্পী উপকৃত হচ্ছেন এই প্রকল্পের জন্য। একতারা, কুচকাওয়াজ, বাউল শিল্পী, ইত্যাদি শিল্পীরা এই সুবিধা পেয়ে থাকে।


বাংলার লোকশিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই প্রকল্পটি ২০১৪ সালে শুরু হয়েছিল। যে সমস্ত লোক শিল্পীরা 18 থেকে 60 বছর বয়সের মধ্যে তাদেরকে এক হাজার টাকার একটি আর্থিক সাহার্য এবং সারাবছর সরকারি বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান যেমন কন্যাশ্রী, যুবশ্রী,খাদ্যসাথী,সবুজসাথী ইত্যাদি বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য দৈনিক 1000 টাকা দেওয়া হয় "Shilpi Pension"

Shilpi Bhata 2024 – All Details


Scheme State

West Bengal

Name of Scheme

Lokprasar Prakalpo / Shilpi Bhata

Launched by   

Mamata Banerjee

Beneficiaries

Folk Music Artists in West Bengal

Benefits

financial assistance

Official website

https://wblpp.in/


Benefits Of Lok Prasar Prakalpo লোকপ্রসার প্রকল্পের সুবিধা : শিল্পী ভাতা


পশ্চিমবঙ্গের লোক শিল্পীদের শ্রদ্ধার সঙ্গে ধরে রাখার উদ্দেশ্যে, লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা করে গোটা বিশ্বের মাঝে

বাংলার লোকসংস্কৃতিকে তুলেধরা ও তাকে বিলুপ্তির হাতথেকে রক্ষা করার জন্য এই প্রকল্প।


অসংখ্য শিল্পী আছেন যারা আর্থিক ভাবে অসচ্ছল আর এই অসচ্ছলতা শিল্পীদের শিল্পকলা চর্চা করতে বাধা সৃষ্ট করে। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প "লোকপ্রসার প্রকল্প " - এই সমস্ত শিল্পীদের সম্মানের সঙ্গে ধরে রাখার ও শিল্পীচৰ্চা আরো আরো এগিয়ে নিয়ে যাওয়া। তাই পশ্চিমবঙ্গের শিল্পীদের জন্য 'Shilpi Bhata' শিল্পী ভাতা'র ব্যবস্থা করা হয়েছে।


Eligibility Criteria of Lokprasar Prakalpa/Shilpi Bhata : শিল্পী ভাতা আবেদন করার জন্য যোগ্যতা


অসচ্ছল শিল্পীদের ভাতা বা Shilpi Bhata Apply করার জন্য লোক শিল্পীদের যে যে যোগ্যতার প্রয়োজন হবে --

  • আবেদনকারী অবশই West Bengal এর স্থায়ী বাসিন্দা হওয়া চাই। (Resident of West Bengal)

  • তাদেরকে বয়স 18 থেকে 60 বছর এর মধ্যে হতে হবে।

  • আবেদনকারীর অনুষ্ঠান করার মতো যোগ্যতা থাকা চাই অর্থাৎ আপনাকে একজন শিল্পী হতে হবে।


এই যোগ্যতা গুলি যদি আপনাদের থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা আপনাকে দেওয়া হবে।

এখন দেখা যাক কি ভাবে আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য …

Lokprasar Prakalpa or Shilp Bhata Application Process : শিল্পী ভাতা এপ্লিকেশন 2024

এই প্রকল্পের আবেদন করতে হবে offline মাধ্যমে। Shilpi Bhata / Lokprasar Prakalpa এর জন্য আপনাকে District or GP/BDO office এ যেতে হবে Application Form এর জন্য।

Lokprasar Prakalpo Online Application Form

আপনি কি এই প্রকল্পের জন্য আবেদন করতে ইচ্ছুক? যদি হ্যাঁ হয় থাকেন তাহলে আমাদের দেওয়া লেখাটি সম্পূন একবার পড়ুন --

How to apply Shilpi Bhata?| Shilpi Bhata Form Download


এই প্রকল্পের জন্য আবেদন করতে

  1. প্রথমে, পশ্চিমবঙ্গ সরকার ওয়েবসাইট, তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার👇 https://wblpp.in/index.html খুলুন আপনার মোবাইল বা কম্পিউটার এ।

  2. তার পর উপরে ডানদিকে ক্লিক করে Contact Page টিতে ক্লিক করুন।

  3. এখন দেখতে পারবেন একটি লম্বা লিস্ট সেখান থেকে আপনার জেলাটি খুঁজে বের করুন ও Contact Number, ঠিকানা লিখে নিন এবং খোঁজ করুন। কিভাবে কি করতে হবে সমস্ত তথ্য তারাই আপনাকে দিয়ে দিবে।


Shilpi Bhata Form পাওয়ার জন্য জন্য আপনি online এ সমস্ত District Department Contact Number / Lokprasar Prakalpa District Department Contact Number and Email সমস্ত তথ্য নিচে দেওয়া হল -

Shilpi Bhata District Contact Number

Lok Prasar Prakalpa list District Wise : শিল্পী ভাতার লিস্ট 

Comments Below

If You Any Questions or Any Suggestions


২টি মন্তব্য

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...