শ্রমিক কার্ডের আবেদন ও সুবিধা : Shramik Card 2021
Shramik Card বা e-Shram card গোটা দেশ জুড়ে শ্রমিক কার্ডের জন্য আবেদন চলছে।
আপনিও করতে পারবেন এই শ্রমিক কার্ডের। শ্রমিক কার্ডের কী সুবিধা রয়েছে, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স কত লাগবে ইত্যাদি নিয়েই আজকের এই আলোচনা। Shramik Card Apply, Benefits 2021
অসংঘটিত শ্রমিকদের জন্য এই শ্রমিক কার্ড।
শ্রমিক কার্ড হল "Data Base of Unorganized Sector Workars"
যে কোনো self workar এর জন্য যোগ্য। গ্রামের কৃষক থেকে শুরু করে অস্থায়ী কর্মী, গৃহশিক্ষক, যে কোনো লেবার শ্রেণী, ড্রাইভার ইত্যাদি। নিচে একটি সমস্ত কাজের নামের লিস্ট PDF দেওয়া রয়েছে।
শ্রমিকদের সমস্ত তথ্য Government of India এই শ্রমিক কার্ডের মাধ্যমে সংঘটিত করার প্রয়াস করছেন, গোটা ভারতবর্ষের মোট প্রায় 38 কোটি শ্রমিক রয়েছে, এতিমধ্যে 2 কোটি বেশি শ্রমিক তাদের e-shram card হাতে পেয়ে গেছে।
শ্রমিক কার্ডের আবেদন Online এ Official Website https://eshram.gov.in এ চলছে।
CSC Centar গিয়ে শ্রমিক কার্ডের আবেদন করা যাবে বা আঁধার নম্বারের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকলে কোনো রকম ফিঙ্গার ছাড়াই ল্যাপটপে বা মোবাইলে আবেদন করা যাবে।
সমস্ত নারী ও পুরুষ, ছাত্র ও ছাত্রী সকলেই এর জন্য আবেদন করতে পারবে, কিন্তু সরকারি কর্মচারী কোনো ব্যাক্তি এর সুযোক পাবেন না।
এছাড়া সকলেই Apply করতে পারবেন।
e-Shram Card / Shramik Card Online Registration & Apply
SBI একাউন্ট থাকলেই 4 লক্ষ টাকার কেন্দ্রীয় প্রকল্প মিলবে, কেন্দ্রীয় যোজনার সুবিধা স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড়ো সুযোগ।
Shramik Card Online Registration 2021
Government of India সমস্ত শ্রমিকদের Database of Unorganized Workers করার জন্য এই e-Shram Card Portal চালু হয়েছে। এবারে ভারতের সমস্ত রাজের শ্রমিকরা, বেকার ছাত্র ছাত্রীরা এই কার্ডের জন্য করতে পাবে।
Sramik Card পেতে আপনাদের Online এ যে কোনো CSC Centar এ গিয়ে বিনামূল্যে আবেদন করতে পারবেন।
Shram Card Portal Important Details (শ্রমিক কার্ড আবেদন )
Eligibility Criteria of Shramik Card Online Apply & Registration 2021 (শ্রমিক কার্ড করার যোগ্যতা)
প্রতিটি শ্রমিক সাধারণ লোক সবাই ই-শ্রম কার্ড করতে, সরকারী চাকরিজীবী ছাড়া। শ্রমিক কার্ডের আবেদন করার সময় আপনার পেশাটি বেছে নিতে হবে।
শ্রমিক কার্ড করতে পারবে কারা কারা? বা কোন কোন কাজের নাম দেওয়া যাবে এর একটি লিস্ট India Government দিয়েছে। নিচে শ্রমিক কার্ডের কাজের লিস্ট দেওয়া হল। ডাউনলোড করে দেখে নিন। 👇
ই শ্রম কার্ড আবেদন করার কাজের নামের লিস্ট (e-shram NCO Code) Pdf Download 👇
Age Limit for Apply Shramik card (বয়সের পরিমান)
শ্রমিক কার্ডের আবেদন করার বয়সের কত লাগবে?
16 বছর থেকেই 59 বছরের সমস্ত ব্যাক্তি শ্রমিক কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
60 বছর যাদের বয়স তারা এই কার্ড করতে পারবেন না।
Important Documents for Shram Card Application
শ্রমিক কার্ডের আবেদন অনলাইনে করার জন্য যেই Documents লাগবে নিচে বলা রয়েছে।
Aadhar Card : আঁধার হল শ্রমিক কার্ড করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডকোমেন্টস। এই আঁধার কার্ড ছাড় শ্রমিক কার্ডের আবেদন করা যাবে না।
Mobile Number : দ্বিতীয় হল মোবাইল নাম্বার। যদি আঁধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকে তাহলে সেই নম্বরটি লাগবে, এক্ষত্রে আবেদন করতে সুবিধা ও সময় দুটোই কম লাগবে বা নিজেই mobile দিয়ে শ্রমিক কার্ডের বাড়ি বসেই করতে পারবেন। যদি লিংক করা নাম্বর না থাকে তাহলে পার্শবর্তী CSC সেন্টার এ যেতে হবে।
Bank Account : তৃতীয় গুরুত্বপূর্ণ ডকোমেন্টস হল ব্যাংক একাউন্ট। যে কোনো ব্যাংক এর একাউন্ট হলেই হবে। Bank Name, Branch Name, Account Number, IFSC Code.
House Number : অর্থাৎ বাড়ির নম্বর। প্রতিটি বাড়ির একটা করে নম্বর আছে গ্রামের বা শহরের সকলেরই এই নম্বর রয়েছে। কোনো না কোনো সময় আপনার বাড়িতে একটি কার্ডের আকারে বাড়ির নম্বর এসেছে, সেটা খুঁজে বা যদি মনে থাকে তাহলে আবেদন করার সময় সেই আপনার বাড়ির নম্বরটি দিয়ে দিবেন। অনেকেই এক্ষত্রে ভূল নম্বর দিয়ে আবেদন করে দেয়, তাই আপনি যেখানে আবেদন করবেন সেখানে বলে দিবেন যেন বাড়ির নাম্বারটা দেয়।
এগুলি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকোমেন্টস, এছাড়া।
Educational qualification Details.
Occupation Details.
শ্রমিক কার্ডের সুবিধা : Benefits of Shramik Card
শ্রমিক কার্ডের কী সুবিধা রয়েছে? কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে শ্রমিক কার্ড থাকলে? কতটা গুরুত্বপূর্ণ এই শ্রমিক কার্ডের? শ্রমিক কার্ডের করলে কী ব্যাংক একাউন্ট থেকে টাকা কাটবে?
আজকে সমস্ত সঠিক তথ্য নিয়েই এই আলোচনা করছি।
Sarkarisuvidha.in এই ওয়েবসাইট সব সময় সঠিক তথ্য নিয়েই আলোচনা করে।
শ্রমিক কার্ড নিয়ে যে সব প্রশ্ন রয়েছে সকলের মনে, এই প্রশ্নের মধ্যেই রয়েছে শ্রমিক কার্ডের সুবিধাগুলি।
আঁধার কার্ডের মতো এই ই শ্রম কার্ডের গুরুত্ব রয়েছে অনেক এবং ভবিষ্যতে এর গুরুত্ব এর বাড়বে।
কী কী সুবিধা রয়েছে e-Shram card বা Shramik Card এর সেগুলি নিচে বলা রয়েছে, আরও Update আসবে Shramik Card নিয়ে তাই নজর রাখুন।
Social Security Scheme Benefits: এক্ষত্রে সামাজিক কোনো সুবিধা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। সঠিক গ্রাহককের কাছে Direct সুবিধা দিতে সক্ষম হবে সরকার যেহুতু Government এর কাছে শ্রমিকের তথ্য থাকবে।
Accidental Insurance : দুর্ঘটনা জনিত কারণে শ্রমিক কার্ডের উপভোক্তাগন ইন্সুরেন্স পাবেন। যদি মৃত্যু হয় তাহলে পরিবার পাবেন 2লক্ষ টাকা এবং যদি মৃত্যু না হয় চিকিৎসা জন্য 1লক্ষ টাকা অব্দি ইন্সুরেন্স পাবেন।
Other Government and Private Works : এছাড়া সরকারি ও বেসরকারি কাজের সুযোক পাওয়া যেতে পারে।
E-Shram Card Identity For Works Experience: এবারে শ্রমিকরাও সন্মান পাবে, তাদের আজকের জন্য।
এছাড়াও বিভিন্ন যোজনা ও প্রকল্পের সুযোক থাকবে।
তাই, প্রত্যেকেই যারা শ্রমিক বা শিক্ষিত বেকার রয়েছেন বা বিভিন্ন
কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই এই শ্রমিক কার্ড করে রাখুন।
Application Fee : সম্পূর্ণ বিনামূল্যে CSC Centar এ e-shram application করা যাবে। কোনোরকম টাকা ছাড়াই শ্রমিক কার্ডের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
Shramik card Download : শ্রমিক কার্ডের ডাউনলোড
Registration ও Application করার পর সঙ্গে সঙ্গেই official Website এ গিয়ে e-Shram Card Download করে নিতে পারবেন।
How to Update Shramik Card Information : শ্রমিক কার্ডের ভূল সংশোধন কী ভাবে করবেন?
আবেদন করার পর যদি কোথাও কোনো ভূল হয়, সেটা Update করা যাবে। তার জন্য official Website এ যাওয়ার পর Update option টিতে ক্লিক করার পর Mobile Number, OTP দিয়ে login হয়ে সমস্ত তথ্য Update করা যাবে।
শ্রমিক কার্ড আবেদন কী ভাবে করবেন : How to apply shramik card online 2021
শ্রমিক কার্ডের আবেদন কিভাবে করতে হয় ও আরও বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিংক এ ক্লিক করুন ও পড়ুন কিভাবে শ্রমিক কার্ডের বানাতে হয় অনলাইনে।
Jitu Bhadra
উত্তরমুছুনযাদের pf account আছে তারা কি এটা করতে পারেন?
উত্তরমুছুন