শ্রমিক কার্ড ২০২৪, টাকা , সুবিধা ও আবেদন : e-SHRAM Card Online Registration & Apply 2024 @eshram.gov.in

( শ্রমিক কার্ড কী ) e Shram Card Portal online Registration & Apply 2024 @register.eshram.gov.in


শ্রমিক কার্ড আবেদন, শ্রমিক কার্ড কারা আবেদন করতে পারবে? Shram Card Online Registration on eshram.gov.in , e Shram portal registration. UAN Shramik Card Apply 2024. e-Shram Card Online apply 2023. e Shram Card Online apply Status. How to apply for a shram card. Sramik Card Application 2023. e Shram card Yojana


e-SHRAM Card Online Registration & Apply 2021 @eshram.gov.in



What Is a Shram Card? শ্রমিকদের জন্য ই শ্রম কার্ড আবেদন ২০২৪


Short Brief : শ্রমিক কার্ড কী? অসংগঠিত শ্রমিকদের জন্য একটি Online Shramik card এর ব্যবস্থা করা হয়েছে Government of India দ্বারা। এটি হল যারা Shramik , Labour কাজ করে তাদেরকে একত্রিত করার একটি প্রয়াস। যার ফলে কেন্দ্রীয় সরকারের কাছে একটি পরিপূর্ণ Data থাকবে যে কারা কারা শ্রমিক ও তাদেরকে নিয়ে বিভিন্ন সরকারী যোজনা, প্রকল্প আনা হবে। এতিমধ্যে দুর্ঘটনা জনিত 2লক্ষ টাকার একটি সুবিধা পাবেন যাদের Shramik Card / e-Shram card রয়েছে।


অর্থাৎ ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ড হল সমস্ত শ্রমিকদের জন্য ভারত সরকার দ্বারা শ্রমিকের e Card (Online Card) যেখানে প্রতিটি শ্রমিককের সমস্ত তথ্য থাকবে।


আজকের এই আলোচনায় আমরা "e Shram Card" নিয়ে আলোচনা করবো।

কিভাবে এই Shramik Card এর আবেদন করবেন? কারা কারা আবেদন করতে পারবেন শ্রমিক কার্ডের জন্য? এই শ্রমিক কার্ড এর গুরুত্ব? শ্রমিক কার্ড করলে কী কী সুবিধা পাবেন? ইত্যাদি নিয়েই আজকের আমাদের এই আর্টিকেলটি অর্থাৎ এই লেখাটি সাজিয়েছি।





e Shram Card Online Registration and Apply 2024


Government of India সমস্ত শ্রমিকদের Database of Unorganized Workers 2024 করার জন্য এই e-Shram Card Portal খুলেছে। খুবই গুরুত্বপূর্ণ সুখবর কারা বিভিন্ন শ্রমিক হিসাবে কাজ করে তাদের। এবারে ভারতের সমস্ত রাজের শ্রমিকরা এই কার্ডের জন্য এপলাই করতে পাবেন।

Sramik Card পেতে আপনাদের Online এ যে কোনো CSC Centar এ গিয়ে বা নিজেই আবেদন করতে পারবেন।


কিভাবে আবেদন করবেন ই শ্রম কার্ডের জন্য তা নিচে স্পষ্ট করে আমরা আলোচনা করে রেখেছি।eshram.gov.in official Website থেকে Shramik Card Registration and Apply করা যাবে।


SBI একাউন্ট থাকলেই 4 লক্ষ টাকার কেন্দ্রীয় প্রকল্প মিলবে, কেন্দ্রীয় যোজনার সুবিধা স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড়ো সুযোগ।



Important details of Shram Card Application (শ্রমিক কার্ড আবেদন )


Name of the Web Portal

E Shram Portal for NDUW

Launched By   

Government of India 

Beneficiaries

Unorganized workers

Objectives

National Database of Unorganized Workers

E Shram Card Registration & Application Mode

Online 

eshram card apply official Webpage 

eshram.gov.in


register.eshram.gov.in

eshram card Helpline Number 

14434 (Monday to Saturday between 8:00 AM to 8:00 PM)


Eligibility of Shramik Card Apply  & Registration 2024 শ্রমিক কার্ডের আবেদন করার যোগ্যতা


Who can apply for eshram card? কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এই নিয়ে বিস্তারিত জানা যাক। এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স 16 থেকে 59 এর মধ্যে রয়েছে।

মহিলা ও পুরুষ উভয়েই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

  • ক্ষুদ্র ও প্রান্তিক চাষী

  • কৃষি শ্রমিক  

  • জেলে মানুষ

  • পশুপালনের শ্রমিক

  • বিল্ডিং ও নির্মাণ শ্রমিক

  • চামড়া শ্রমিক

  • তাঁতি ছুতার

  • লবণ শ্রমিক

  • ইট ভাটা এবং পাথরের খনিতে শ্রমিক

  • কল কারখানায় নিযুক্ত শ্রমিক

  • খবর কাগজ বিক্রেতা

  • অটো ড্রাইভার

  • পরিযায়ী শ্রমিক

  • ১০০ দিনের কাজের শ্রমিক

  • গৃহ নির্মাণ কর্মী

  • স্ব-নিযুক্ত কর্মী 

  • অসংগঠিত শ্রমিক

  • প্রতিদিন কর্মরত মজুরি শ্রমিক

  • ESIC যুক্ত নন এমন কর্মী

  • EPFO যুক্ত নন এমন কর্মী


ই শ্রম কার্ড আবেদন করার কাজের নামের লিস্ট (e-shram NCO Code) Pdf Download 👇

e-Shram NCO Code pdf Download

Click Hare View PDF



এই সমস্ত শ্রমিক Shramik card এর জন্য আবেদন করতে পারবেন।


(আপনি কোন কাজের সঙ্গে যুক্ত আমাদের কমেন্ট করে জানান)





Important Documents for Apply e Shram কার্ডের আবেদন করতে কি কি লাগে ?


এই কার্ডের আবেদন করার জন্য বিশেষ কিছু ডকুমেন্টস (Documents) এর প্রয়োজন হবে, সেগুলি হল -

  • Name of Beneficiary 

  • Occupation of Beneficiary 

  • Permanent Address

  • Adhaar Card

  • Educational qualification Details

  • Skill and Experience details

  • Family Members Details

  • Aadhaar Number

  • A valid Mobile number linked with Aadhar Card.

  • Any Bank Account Number

  • IFSC code

  • Voter Id card (if available)


আবেদন করার আগে উপরে বলা Documents গুলি সঙ্গে রাখবেন।


eShram Card Benefits ( শ্রমিক কার্ডের সুবিধা) ২০২৪


Shramik Card Benefits কী? এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

দেখুন কেন্দ্রীয় সরকার সমস্ত শ্রমিকদের কার্ডের ব্যবস্থা করছেন। এতে শ্রমিকদের তাদের Id কার্ড থাকবে। যার ফলে সরকারী বিভিন্ন প্রকল্পের জন্য এই e-shram card লাগবে। এমন কিছু সুবিধা দেওয়া হবে যা নির্দিষ্ট করে শ্রমিকদের উদ্যেশে।

এতিমধ্যে Accidental Insurance এর জন্য 2 লক্ষ টাকা দেওয়া হবে "PMSBY"(পি এম স্বাস্থ্য বীমা যোজনা) মাধ্যমে।

যাদের এই কার্ড রয়েছে তারা এই সুবিধা পাবেন এবং এছাড়া আরো অনেক সুবিধা পাবে যাদের এই Shramik Card থাকবে।


তাই, প্রত্যেকেই যারা শ্রমিক রয়েছেন বিভিন্ন 

কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই এই কার্ড এর জন্য apply করে রাখুন।


How to Register and Apply for an E Shram Card?
How to apply Shramik Card 2023


E-Shram Card Registration ও Application দুভাবে করা যায়।
1) Self Registration
2) CSC Centar এ গিয়ে Registration ও apply.

যদি আপনি নিজে না করতে পারেন তাহলে আপনার পাশাপাশি CSC Computer Center এ গিয়ে Shramik Card এর আবেদন করতে পারবেন।
কিভাবে শ্রমিক কার্ডের রেজিস্ট্রেশন ও আবেদন করবেন তা নিচে Step By Step আলোচনা করে দেওয়া আছে।
e-shram card registration & apply

Official Web Portal open হলে একটু নিচের দিকে "Register on e-shram" এই লেখাটি দেখতে পাবেন ও ক্লিক করবেন।


তারপর একটি New Page open হবে যেখানে Mobile number দেওয়ার একটি option থাকবে। সেখানে সেই মোবাইল নাম্বারটি দিবেন যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা।


এবারে ( OTP) ওটিপি অপশন এ Click করবেন এবং আপনার দেওয়া মোবাইল নম্বর এ একটি OTP আসবে e Shram web protal থেকে। মোবাইল থেকে ভালো করে দেখে OTP নির্ভুল ভাবে বসাবেন।


**এক্ষত্রে যদি Mobile Number এ OTP না আসে, তাহলে একটু অপেক্ষা করার পর আবার Try করবেন। অনেক সময় সার্ভার এর জন্য OTP problems করে।

Register on e-shram


এবারে শুরু হবে "eshram Card Application process"


আবারও Aadhaar Number দিয়ে ও Mobile Number দিয়ে OTP বসাতে হবে এবং Continue Option এ ক্লিক করতে হবে।


আপনার আধার কার্ডে Website এ দেখাবে এবং আপনারি আঁধার কী না ভালো করে দেখার পর, নিচের দিকে  Save & continues তে ক্লিক করতে হবে ।


Personal details: এবারে সমস্ত paesonal Details বসিয়ে Save & continues তে ক্লিক করতে হবে ।


Nominee details: আবেদনকারীর নমিনির নাম, আবেদনকারীর সঙ্গে নমিনির সম্পর্ক, এবং নমিনির জন্মতারিখ বসিয়ে নিচের দিকে save and continue তে ক্লিক করতে হবে ।


Address details: এই বক্স Permanent Address দিতে হবে তার পর এগিয়ে যেতে হবে।


আবেদনকারীর সঠিক Address দেওয়ার পর "Qualifications and income details" দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা যতটুকু রয়েছে তা দেওয়ার পর আপনার Monthly Income কত সেটা দিয়ে Saved and continue তে ক্লিক করতে হবে।


কাজের যোগ্যতা তথ্য অর্থাৎ Occupation details এ কী ধরণের কাজ আবেদনকারী করে তার পেশা কী তা লিখতে হবে এবং অনেকগুলি বক্স থাকবে সেখানে সঠিক তথ্য দিয়ে continue-তে Click করতে হবে।


শ্রমিকের কাজের তথ্য দেওয়ার পর "Bank account details"  দিতে হবে যার জন্য একটি New page থাকবে।


এক্ষত্রে Bank Name, Account Number, Branch Name, IFCS Code, নির্ভুল ভাবে দিতে হবে।


e-shram card online application last steps এ গিয়ে সমস্ত আপনার দেওয়া তথ্য দেখতে পারবেন, তা ভালো করে একবার দেখে নিবেন। কোথাও কোনো ভূল দেখলে edit করতে পারবেন। সমস্ত কিছু দেখার পর "I agree" তে টিক দিয়ে Conform করলেই e Shram Card Application Completed হয়ে যাবে।

e-Shram Card / Shramik Card Online Registration & Apply 


Also Read:


State Wise e Shram/shramik card application link 2024


All States for e-Shram Card Apply 

e Shram Card Online Registration link

Andaman and Nicobar Islands

Click Here

Andhra Pradesh

Click Here

Arunachal Pradesh

Click Here

Assam

Click Here

Bihar

Click Here

Chandigarh

Click Here

Chattisgarh

Click Here

Delhi

Click Here

Dadra and Nagar Haveli And

Daman and Diu

Click Here

Goa

Click Here

Gujarat

Click Here

Haryana

Click Here

Himachal Pradesh

Click Here

Jharkhand

Click Here


Jammu & Kashmir

Click Here

Karnataka

Click Here

Kerala

Click Here

Ladakh

Click Here

Lakshadweep

Click Here

Madhya Pradesh

Click Here

Maharashtra

Click Here

Manipur

Click Here

Mizoram

Click Here

Nagaland

Click Here

Odisha

Click Here

Punjab

Click Here

Puducherry

Click Here

Rajasthan

Click Here

Sikkim

Click Here

Telangana

Click Here

Tamil Nadu

Click Here

Uttar Pradesh

Click Here

Uttarakhand

Click Here

West Bengal

Click Here



Shramik Card Application West Bengal, 2024

ভারতের সমস্ত রাজের মতো পশ্চিমবঙ্গের (West Bengal) সমস্ত শ্রমিকরা এই কেন্দ্রীয় ই শ্রম কার্ডের (Cental Government e Shram card) জন্য আবেদন করতে পারবে।


যারা পশ্চিমবঙ্গের শ্রমিক রয়েছেন তারা সবাই এই কেন্দ্রীয় শ্রমিক কার্ডের আবেদন করে রাখুন।


Download Your e-Shram Card online 2024 [ শ্রমিক কার্ড ডাউনলোড ]


Online Registration ও Application সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই official Website থেকে e-Shram Card Download করে নিতে পারবেন।

eShram Card Registration, Card Download, Update Mobile App : শ্রমিক কার্ড Unofficial Mobile Application Download


https://play.google.com/store/apps/details?id=com.ziaahmedf17.eshramcardbangali

 ই শ্রম কার্ড mobile app: এটি একটি মোবাইল app যেখানে শ্রমিক কার্ডের আবেদন, কোথাও ভূল হলে সেটা টিক করা (eshram Update) এবং শ্রম কার্ড ডাউনলোড করা যাবে এই মোবাইলে App টি ডাউনলোড করা থাকলে। এটি একটি Unofficial Application. এছাড়া শ্রমিক কার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর ও প্রকল্পের সমস্ত Update এই "ই-শ্রম কার্ড" App এ।

Download E-Shram App :👉
Click Here 

e Shram card Yojana
ই শ্রম কার্ডের গুরুত্ব ২০২৪


আমাদের এই লেখাটি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার, খুবই একটি সুখবর যারা দিন মুজুর কাজ করেন, যারা পরিযায়ী শ্রমিক,যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত,এছাড়া লেবার হিসাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। এরা সবাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন ও  ভবিৎষতে বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন সুবিধা পাবেন।


তাই আমাদের একটি কথা বলার, এই বাংলা লেখাটি প্রতিটি শ্রমিকের কাছে  share /শেয়ার করুন যাতে এই সুবিধা ভারতীবর্ষের প্রতিটি শ্রমিকরা পায়।


আপনাদের মধ্যে কে কোন কাজের সঙ্গে যুক্ত শ্রমিক হিসাবে কমেন্ট করুন 👇 আমাদের এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারী সুবিধার খবর পেতে নজর রাখুন Sarkarsuvidha.in Website,

Join Our Official Telegram : Click Here

এই e-SHRAM / Shramik Card নিয়ে যেকোনো প্রশ্ন জানার জন্য কমেন্ট (comments) করুন।


Questions & Answers :

1) মহিলারা বা মেয়েরা কী আবেদন করতে পারবে?

Ans: হ্যা, পারবেন। অনেক নারী রয়েছে যারা শহরে বা গ্রামে বা বিভিন্ন কাজ করে থাকে লেবার হিসাবে তারা সকলেই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

Q. শ্রমিক কার্ডের আবেদন ফী কত?

Ans: সমস্ত CSC Centar এ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের তথ্য 2024 : 




Comments Below

If You Any Questions or Any Suggestions


১৬টি মন্তব্য

  1. উত্তরগুলি
    1. আমি অটো ড্রাইভার শ্রমিক কার্ডে পেশা সেভ কেন হচ্ছে না?

      মুছুন
  2. Ami card krlei ki amr account theke taka kete nebe proti mase???

    উত্তরমুছুন
  3. যাদের নিজস্ব কোনো ফোন নেই, তারা লিংক করাবে কি ভাবে?

    উত্তরমুছুন

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...