Karma Sathi Parijayee Shramik Status Check : পশ্চিমবঙ্গ সরকারে বিশেষ উদ্যোগে চালু হয়েছে শ্রমশ্রী প্রকল্প বা পরিযায়ী শ্রমিক প্রকল্প। এই স্কিমের মাধ্যমে যারা আবেদন করেছেন তারা প্রথমে ৫০০০/- টাকা একবার পাবে এবং মাসিক ৫০০০ হাজার টাকা ১বছর পাবেন। এই প্রকল্পের আবেদন করার পর কিভাবে পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক ( Parijayee shramik Status Check) করবেন? শ্রমশ্রী প্রকল্পের স্টেটাস চেক করার পদ্ধতি কী রয়েছে তাই নিয়ে আজকে এই প্রতিবেদন। নিচের বলা স্টেপ গুলি অনুসরণ করেই আপনি নিজেই আপনার পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস দেখতে পারবেন।
পরিযায়ী শ্রমিক আবেদনের স্ট্যাটাস চেক - Parijayee shramik status check Online WEST BENGAL
Parijayee shramik status check Online 2025 - পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক পদ্ধতি
যারা Porijayi Sromik আবেদন করেছেন, তারা কয়েকটি সহজেই আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। নিচে স্টেপগুলি দেওয়া হলো -
স্টেপ ১: অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করুন- পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক পোর্টাল ( http://www.karmasathips.wblabour.gov.inবা সংশ্লিষ্ট সরকারি সাইট) এ যেতে হবে।
ধাপ ২: Login লগইন করার জন্য উপরে দেখুন login দেওয়া রয়েছে সেখানে ক্লিক করুন ।
ধাপ ৩ : এবারে একটি নতুন পেজ ওপেন হবে Login Form এখন Login As অপসনের বক্স এ Beneficiary সিলেক্ট করুন এবং Username (মোবাইল নম্বর ) দিবেন এবং ওটিপি জেনারেট( Generate OTP ) করুন।
![]() |
Login Form: Parijayee shramik status check |
ধাপ ৪ : আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে সেই ওটিপিটি লিখুন (Enter OTP) এবং ওটিপি যাচাই করুন ( Validate OTP ) করুন।
ধাপ ৫ : এবারে আপনি লগইন হয়ে যাবেন এখন বা সাইটে মেনু বারে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক(Status Check) অপশন এ ক্লিক করুন।
ধাপ ৬ : এখন আপনার আবেদনের Parijayee shramik status দেখাবে। যদি আপনার আবেদনটি সম্পূর্ণ হয় সেটি সেখানে লেখা থাকবে।
- Claim Application -
- Track Status -
- Print Card -
এভাবেই আপনার পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক বা সমস্তি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে।
কর্মসাথি (পরিযায়ী শ্রমিক ) প্রকল্প স্ট্যাটাস চেক করার পদ্ধতি - Karma Sathi Parijayee Shramik Status Check
কর্মসাথি প্রকল্প (পরিযায়ী শ্রমিক/ শ্রমশ্রী প্রকল্প) পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যার মাধ্যমে রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকরা বিভিন্ন সহযোগিতা পান। যদি আপনি এই প্রকল্পের আওতায় আবেদন করে থাকেন, তবে খুব সহজেই অনলাইনে আপনার আবেদন স্ট্যাটাস চেক করতে পারেন। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি দেওয়া হলো—
স্টেপ ১: অফিসিয়াল ওয়েবসাইট খুলুন
প্রথমে পশ্চিমবঙ্গ শ্রমশ্রী দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যান- http://www.karmasathips.wblabour.gov.in
স্টেপ ২: লগইন প্রক্রিয়া শুরু করুন
- হোমপেজে লগইন অপশনে ক্লিক করুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।
- এরপর Generate OTP বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩: ওটিপি ভেরিফিকেশন করুন
- আপনার মোবাইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে।
- সেটি সঠিক স্থানে লিখুন এবং Validate OTP এ ক্লিক করুন।
স্টেপ ৪: অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন সিলেক্ট করুন
সফলভাবে লগইন হলে মেনুবার থেকে Application Status / Track Status অপশনটি নির্বাচন করুন।
স্টেপ ৫: আপনার পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস আবেদনের বর্তমান অবস্থা দেখুন
সিস্টেম সঙ্গে সঙ্গে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে দেখাবে। যদি আবেদন সম্পূর্ণভাবে অনুমোদন হয়ে যায়, তবে তার সঠিক তথ্য এখানে প্রদর্শিত হবে। যদি না হয়ে থাকে তাহলে NOT APPROVED দেখাবে ।মোবাইল অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক - Parijayee Shramik Status Check BY MOBLE APP
পশ্চিমবঙ্গ সরকারের সমশ্রী প্রকল্পে আপনার আবেদন স্ট্যাটাস মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই চেক করা যায়। নিচে ধাপে ধাপে মোবাইল অ্যাপ ব্যবহার করে শ্রমিক স্ট্যাটাস দেখার প্রক্রিয়া দেওয়া হলো—
ধাপ ১: মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর বা আন্য অ্যাপ স্টোর থেকে “Parijayee Shramik” সংশ্লিষ্ট অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করুন। নিচে অফিসিয়াল Parijayee Shramik APP দেওয়া হলো -
ধাপ ২: অ্যাপে লগইন করুন
- প্রথমে অ্যাপ খুলুন।
- আপনার রেজিস্টার মোবাইল নম্বর ব্যবহার করে লগইন অপশন সিলেক্ট করুন।
- এরপর Generate OTP বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: ওটিপি প্রবেশ করিয়ে যাচাই করুন
- আপনার মোবাইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে।
- সেটি অ্যাপে প্রবেশ করান এবং Validate OTP করুন।
ধাপ ৪: স্ট্যাটাস চেক অপশন সিলেক্ট করুন
লগইন করার পরে অ্যাপের মেনু থেকে Application Status বা Status Check অপশন নির্বাচন করুন।
ধাপ ৫: আপনার আবেদন স্ট্যাটাস দেখুন
অ্যাপটি আপনাকে আপনার আবেদন সম্পর্কিত সর্বশেষ স্ট্যাটাস দেখাবে।
এখানে আবেদন সম্পূর্ণ হয়েছে কি না বা অন্য কোনো তথ্য প্রয়োজন তা সহজে জানা যাবে।
Parijayee shramik status check Online এভাবেই নিজেদের স্ট্যাটাস ও কার্ড ডিটেলস জানতে পারবে।
কোন মন্তব্য নেই