প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট 2022 | west bengal প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট | ২০২৩ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট দেখুন । pradhan mantri awas yojana new list west bengal. প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গ | প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন লিস্ট
পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ২০২২ সালের শেষে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কেন্দ্রীয় সরকার পাঠিয়েছেন রাজ্য সরকারকে । চলুন আজকে জানা যাক pradhan mantri awas yojana সম্পর্কে বিস্তারিত তথ্য।
ইতিমধ্যে, এই নিয়ে নানান ঝামেলার সৃষ্টিও দেখতে পাচ্ছেন রাজ্যবাসী । তবে এই সরকারি ঘরের লিস্ট এ নাম থাকার পরও পিএম আবাস এর ঘর এই নিয়ে অনেকেরই চিন্তায় আছেন, এই ঘর আদৌ পাবে কি পাবেন না ।
আজকে, আমরা আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নিয়ে সমস্ত আপনাদের মনের প্রশ্ন নিয়েই আলোচনা করবো এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে আপনার নাম রয়েছে কি? তা নিয়ে বিস্তারিত তথ্য জানাবো ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আবাস যোজনা নামের তালিকা নিয়ে উঠছে বিভিন্ন অভিযোগ । এই নিয়ে ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় মুখ্যসচিব হরিকৃষ্ণ নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে , প্রধানমন্ত্রী আবাস যোজনার গাইডলাইনের নির্দেশিকা অনুযাযী নামের তালিকা করার পরার্মশ দেন ।
🔥🔥গুরুত্বপূর্ণ আপডেট ৩০ ডিসেম্বর ২০২২ : প্রধানমন্ত্রী আবাস যোজানার ঘরের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। এই তালিকায় আপনার নাম আছে নাকি বাতিল হয়েছে জানতে চান ? যার নাম থাকবে তারা এই ডিসেম্বর এই প্রথম টাকার কিস্তি পাবেন। 🔥🔥
তাই, যাদের বাড়িতে ভেরিফিকেশন করা হয়েছে তাদের মধ্যে কার কার এই সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজানার ঘর পাওয়ার জন্য যোগ্য তার ফাইনাল লিস্ট অঞ্চলভিক্তিক প্রকাশিত হয়েছে । দেখুন - 👇
প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022-23 (About Pradhan Mantri Awas Yojana 2023)
কেন্দ্রীয় সরকার গোটা ভারতবর্ষের যেসমস্ত পরিবারের বাসস্থানের জন্য পাকা বাড়ি নেই, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি সহযোগিতায় একটি পাকা ঘর তৈরী করে দেবার উর্দেশে একটি যোজনা বা প্রকল্প এনেছেন যাঁর নাম - প্রধানমন্ত্রী আবাস যোজনা ।
ডিসেম্বর ২০২২ সালে এই যোজনার আওতায় লক্ষাধিক ঘর পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে । এই যোজনার ঘরের লিস্ট ব্লক ও গ্রাম-পঞ্চায়েত এসে পৌঁছিয়েছে ।
গ্রামে গ্রামে একের পর এক পরিবারে এই যোজনার ঘর এসেসে । এই যোজনার কত টাকা ও কয়টি কিস্তিটিতে এই টাকা পাবেন বিস্তারিত পড়ুন আমাদের আর একটি প্রতিবেদন এ ।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্যতা - Eligibility for PM Awas Yojana 2023
লিস্ট এ নাম থাকার পরও অনেকেরই এই ঘর থেকে বঞ্চিত হওয়ার সম্বাভনা থাকছে । কেননা, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযাযী বেশ কিছু যোগ্যতা থাকতে হবে যদি এই ঘর পেতে হয় ।
এই নিয়ে কেন্দ্রীয় সরকার আশাকর্মী,ভিডিও অফিসার, অঞ্চল আধিকারিক ইত্যাদি বিভিন্ন আধিকারীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেই ফাইনাল প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট ২০২২-২৩ গোড়া হবে ।
যে সমস্ত যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার জন্য -
পরিবারের কেউ সরকারি কর্মচারী হলে এই যোজনা থেকে বাতিল বলে ঘোষণা করা হবে ।
বাড়িতে বাইক বা ৩-৪ চাকার গাড়ি থাকলে এই সরকারি ঘর দেওয়া যাবে না ।
উক্ত পরিবারে পাকা বাড়ি থাকলে এই সুবিধা পাবে না ।
ইত্যাদি বেশ কিছু যোগ্যতার উপর ভিক্তি করেই, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট করা হবে ।
আবাস যোজনা ঘর পেতে প্রয়োজনীয় ডকুমেন্ট - PM Awas Yojana Docoments
আঁধার কার্ড এর ফটোকপি ।
ভোটার কার্ড এর ফটোকপি ।
জব কার্ড এর ফটোকপি ।
ডিজিটাল রেশন কার্ড এর ফপটোকপি ।
ব্যাঙ্কের একাউন্ট বই ।
আবেদনকারীর ৫ফোট সাইজ এর ফটোকপি ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট ২০২২ -২০২৩ । Pradhan Montri Awas Yojana List 2023
বুঝতেই পারছেন যে , প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের তালিকায় নাম থাকার প্রক্রিয়া।
যদি আপনার নাম আসে তাহলে আপনি কি ভাবে বুজবেন এবং কি করবেন ।
আপনার এই যোজনার ঘর আসার পর আপনাকে খবর দেওয়া হবে যা আপনার নাম রয়েছে এই সুবিধার জন্য ।
এবারে আপনাকে - আঁধার কার্ড, জব কার্ড, ব্যাঙ্ক এর পাস বই , মোবাইল নম্বর সহ অঞ্চল অফিস এ কাগজ গুলি জমা করতে হবে ।
এর পর কিছুদিন পর আপনার বাড়ি ভেরিফিকেশন করা হবে এবং ফাইনাল সিলেকশন করা হবে- আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যোগ্য কিনা ।
যদি আপনি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযাযী যোগ্য হন, তবে আপনার টাকা পাওয়ার কিস্তি শুরু হয়ে যাবে এবং আপনি আপনার পরিবারের জন্য পাকা বাড়ির কাজ শুরু করে দিবেন।
যারা যোগ্য হবেন না তাদের বাতিল করা হবে এই লিস্ট থেকে ।
কোনোরকম টাকা লাগবে না এই যোজনার ঘর পেতে, সম্পূর্ণ বিনামূল্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে পশ্চিমবঙ্গের সমস্ত পরিবার ।
আবাস যোজনা ঘরের ফাইনাল লিস্ট ২০২৩ - How to check PM Awas Yojana Final List 2023
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ফাইনাল লিস্ট ২০২২-২৩ প্রকাশিত হয়েছে, ব্লক ও গ্রাম পঞ্চায়েত ভিক্তিক।
প্রথম লিস্টে যাদের নাম ছিল তাদের ভেরিফিকেশন করেছেন আশাকর্মী, অঞ্চলের অধিকারিক ও BDO আধিকারীক।
এই ভেরিফিকেশনের পর তৈরী করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের দ্বিতীয় এবং ফাইনাল লিস্ট এই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে আবাস য়োজনার ঘর দেওয়া হবে।
তাহলে, চলুন দেখে নেওয়া যায় - কিভাবে প্রধানমন্ত্রী আবাস য়োজনার ফাইনাল লিস্ট (PM Awas Yojana Final List) দেখবেন -
এই লিস্ট দেখার জন্য কেন্দ্রীয় সরকারের আবাস য়োজনার ওয়েবসাইট pmayg.nic.in টি ওপেন করুন।
তারপর Awaassoft এই অপসন টিতে ক্লিক করুন।
এবারে Report অপসনটি বেঁছে নিন।
তারপর আবাস যোজনার ঘরের লিস্ট দেখার জন্য Beneficiary details for verification এ ক্লিক করুন।
এখন আপনার রাজ্য (West Bengal ) select করে, জেলা, ব্লক, অঞ্চলে এবং ঘরের লিস্ট ২০২২-২৩ সাল দিয়ে submit করুন।
এবারে আপনার এলাকার আবাস যোজনার ফাইনাল লিস্ট টি দেখতে পারবেন।
কিছু প্রশ্ন ও উত্তর - প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর লিস্ট
প্রশ্নঃ ১ ) প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্ট কিভাবে দেখবো ?
উত্তরঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট ২০২২ দেখার জন্য আপনার অঞ্চল অফিস এ যান বা ব্লক অফিস এ গিয়ে দেখতে পারবেন । অথবা অনলাইনে https://pmayg.nic.in ওয়েবসাইট মাধ্যমে দেখতে পারবেন ।
প্রশ্নঃ ২ ) প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য কত টাকা দেওয়া হয় ?
উত্তরঃ ঘর তৈরী করার জন্য ১লক্ষ ৩০ হাজার থেকে ১লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত এলাকায় এছাড়া পৌর সভা এলাকায় টাকার পরিমাণ আরোও বেশি ।
প্রশ্নঃ ৩ ) ২০২২-২৩ সালের যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে সকলেই কি পাবেন ঘর ?
উত্তরঃ না, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযাযী যাদের কোনো পাকা ঘর নেই , সরকারি চাকুরী নেই, বাইক বা গাড়ি নেই তারাই একমাত্র এই ঘরের সুবিধা পাবেন ।
প্রশ্নঃ ৪ ) কি কি ডকুমেন্ট জমা করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য ?
উত্তরঃ যার নাম ঘর এসেছে তার - আঁধার কার্ড এর ফটোকপি, জব কার্ড এর ফটোকপি, ব্যাংকের পাস বই এর এর ফটোকপি, মোবাইল নম্বর - ইত্যাদি ।
- বাংলা আবাস যোজনা ঘর ২০২২-২৩ লিস্ট পশ্চিমবঙ্গ ।
- প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকার নির্দেশিকা পড়ুন ।
- প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা কবে ডুকবে ? জানুন প্রথম কিস্তির ডেট ?
কোন মন্তব্য নেই