Bangla Awas Yojana Payment date West Bengal : বাংলা আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে? ২০২৬ সালে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে বিনামূল্যে পাকা সরকারি বাড়ির তৈরী জন্য বাংলা আবাস যোজনার আওতায় প্রায় রাজ্যের 20 লক্ষ পরিবারের দেওয়া হবে সরকারি বাংলার বাড়ি। দ্বিতীয় বারের বাংলা আবাস যোজনা লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্টে যাদের নাম রয়েছে তাঁরা প্রত্যেকেই টাকা পাবেন।
বাংলা আবাস যোজানা ঘরের প্রথমে কিস্তির টাকা কবে দিবে এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাচ্ছি।
২৮ জানুয়ারী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে জনসভা, সেখান থেকেই ভিভিন্ন প্রকল্পের পাশাপাশি বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে।
অর্থাৎ ২৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই প্রকল্পের টাকা দেওয়ার পালা।
এবারের প্রায় ১৬ লক্ষ পরিবার কে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা।
প্রথম কিস্তিতে উপভোক্তারা পাবেন ৬০ হাজার টাকা, এর পর দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা।
প্রত্যেকের জন্য খুশির খবর এই যে, ২৮ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে Bangla Awas Yojana 1st Installment. প্রথমে কিস্তিতে টাকা পাবেন ৬০ হাজার টাকা। ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক একাউন্ট এ এই টাকা পৌঁছে গিয়েছে । কেন্দ্রীয় আবাস যোজনার (PMAY-G) পরিপূরক এই বাংলা আবাস যোজনা। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাননি, তাদের জন্য রাজ্য সরকারের এই বিকল্প উদ্যোগ।
Bangla Awas Yojana Payment Date 2026: বাংলা আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে?
যে সমস্ত পরিবারের নাম বাংলা আবাস যোজনা ঘরের লিস্টে ছিল তাদের জন্য সুখবর। আপনারা অনেকেই জানতে চাছিলেন কবে ঢুকবে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। অনেকদিন থেকেই আবাস যোজনা দেওয়ার কথা থাকলেও সঠিক তারিখ ঘোষণা প্রকাশিত হয় নাই।
কিন্তু আজকে প্রকাশিত হল টাকা দেওয়ার তারিখ - ২৮ জানুয়ারী ২০২৬ থেকে শুরু হবে বাংলা আবাস যোজনা ঘরের টাকা দেওয়া। প্রত্যেকের একাউন্টে প্রথম কিস্তি সাইট হাজার টাকা পৌঁছে যাবে আজ থেকে। আটাশে জানুয়ারি মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া এক এক করে প্রত্যেক উপভোক্তার একাউন্টে ঢুকে যাবে প্রথম কিস্তির টাকা।
প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬ থেকে
দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ : জুলাই- সেপ্টেম্বর ২০২৬
কিভাবে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চেক করবেন? How to check Bangla Awas Yojana payment 2026
বাংলা আবাস যোজনার প্রথম কিছু টাকা চেক করার জন্য কিছু পদ্ধতি হলো -
প্রথমেই আপনার রেজিস্টার মোবাইল নম্বরের চেক করুন বাংলা আবাস যোজনার টাকার মেসেজ এসেছে কিনা।
আপনার ব্যাংকে গিয়ে চেক করুন বাংলা আবাস যোজনা টাকা ঢুকেছে কিনা।
যদি না ঢুকে ১-২দিন অপেক্ষা করুন তারপর চেক করুন ব্যাংকে গিয়ে।
সমস্ত বাংলার বাড়ি উপবক্তাদের জন্য সুখবর এই মাসেই ঢুকতে চলছে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। তাই যে সমস্ত উপভোগ তারা অপেক্ষা করছিলেন কবে টাকা ঢুকবে তাদের চিন্তার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী আজকেই ঘোষণা করতে চলছেন বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা টাকা দেওয়ার তারিখ। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্ধারিত কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় কিস্তি টাকা আগামী মে জুন এর দিকে টাকা ঢুকতে পারে। দ্বিতীয় কিস্তির টাকার সংক্রান্ত আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই