SSC Recruitment Scam Verdict : ২০১৬ সালের SSC নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল রায় আজ ঘোষণা কলকাতা হাইকোর্ট।
আজ SSC GROUP C, GROUP D এবং XI ও XII এর পুরো প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট।
2016 সালের পরেও যাদের এক্সট্রা প্যানেল তৈরী করেছি যাদের চাকরি দেওয়া হয়েছে তাঁদেরও চাকরি বাতিল এবং তাঁদের ৬ সপ্তাহের মধ্যে সমস্ত বেতন ফেরদ দিতে হবে।
2016 সালের SSC GROUP C, GROUP D এবং XI ও XII নিয়ে মত প্রায় 25 হাজার চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট।
দিল্লির গাজীয়াবাদ এ এসএসসি পরীক্ষার চাকরির হার্ডডিস্ক পেয়েছে ওখানে অনেকেরই সাদা খাতা জমা করেছি অথচ চাকরি পেয়েছে।
আজ সোমবার এই এসএসসি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট এর নির্দেশ ২০১৬ সালের এসএসসি, গ্ৰুপ D, ও গ্ৰুপ C এবং ক্লাস XII ও XII এর যারা চাকরি পেয়েছে তাঁদের চাকরি বাতিল এবং ২০১৬ সালের পুরো প্যানেলটি বাতিলের নির্দেশ।
অতয়েব, এখন পুনরায় পরীক্ষার মাধ্যমে চাকরি নিতে হবে।
কোন মন্তব্য নেই