SSC Recruitment News: ২০১৬ সালের Group C, D এবং XI, XII পুরো প্যানেল বাতিল হাইকোর্ট । প্রায় 25 হাজার চাকরি বাতিল করল হাইকোর্ট ।

SSC Recruitment Scam Verdict by Kolkata High Court West Bengal


SSC Recruitment Scam Verdict : ২০১৬ সালের SSC নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল রায় আজ ঘোষণা কলকাতা হাইকোর্ট। 

আজ SSC GROUP C, GROUP D এবং XI ও XII এর পুরো প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট। 

2016 সালের পরেও যাদের এক্সট্রা প্যানেল তৈরী করেছি যাদের চাকরি দেওয়া হয়েছে তাঁদেরও চাকরি বাতিল এবং তাঁদের ৬ সপ্তাহের মধ্যে সমস্ত বেতন ফেরদ দিতে হবে। 

2016 সালের SSC GROUP C, GROUP D এবং XI ও XII নিয়ে মত প্রায় 25 হাজার চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। 

দিল্লির গাজীয়াবাদ এ এসএসসি পরীক্ষার চাকরির হার্ডডিস্ক পেয়েছে ওখানে অনেকেরই সাদা খাতা জমা করেছি অথচ চাকরি পেয়েছে। 


আজ সোমবার এই এসএসসি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট এর নির্দেশ ২০১৬ সালের এসএসসি, গ্ৰুপ D, ও গ্ৰুপ C এবং ক্লাস XII ও XII এর যারা চাকরি পেয়েছে তাঁদের চাকরি বাতিল এবং ২০১৬ সালের পুরো প্যানেলটি বাতিলের নির্দেশ। 

অতয়েব, এখন পুনরায় পরীক্ষার মাধ্যমে চাকরি নিতে হবে।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ১৫ আগস্ট ২০২৫ | Independence Day Speech in Bengali 2025 | ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস বক্তৃতা 2025

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ১৫ আগস্ট ২০২৫ তোমরা কী স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ২০২৫ বাংলা লেখা খুঁজতেছো? ১৫ আগস্ট ২০২৫ স্বাধীনতা দিবস ...