প্রধানমন্ত্রী আবাস যোজনা । প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট ২০২৪। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরের নতুন লিস্ট ২০২৪ । প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা । প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদন পদ্ধতি। Pradhan Mantri Awas Yojana List West Bengal | প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট (2022-2024) চেক করার পদ্ধতি। প্রধানমন্ত্রী আবাস যোজনা urban লিস্ট চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে পড়ুন - আমরা আজকে Pradhan Mantri Awas Yojana নিয়ে বিস্তারিত আলোচনা নিন্মে তুলে ধরছি ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৪ : Pradhan Mantri Awas Yojana West Bengal 2024
ভারত সরকার দরিদ্র মানুষদের সহায়তা করার জন্য সরকার নানান ধরণের প্রকল্প চালু করেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) হলো এইরকমেই একটা প্রকল্প। নিন্ম শ্রেণীর দরিদ্র মানুষদের একটা ভালো বাসস্থান বা বাড়ি দেওয়ার উদেশ্যেই এই যোজনাটি চালু করা হয়।
1985 সালে দরিদ্র মানুষদের বাড়ি দেবার উদ্যেশে "ইন্দিরা আবাস যোজনা " চালু করা হয়েছিল এবং যেটি পরবর্তী কালে 2015 সালে 1ই মার্চ নরেন্দ্র মোদি "প্রধানমন্ত্রী আবাস যোজনা / Pradhan Mantri Awas Yojana" নামে পুননির্মাণ করেন। এই প্রকল্পে ভারতের গ্রাম বা শহরের কোনো নাগরিক যদি বাড়ি করতে চায়, তাহলে লোনের ওপর 2.67 লক্ষ টাকার ছাড় দেয় কেন্দ্র। এছাড়াও লোন শোধ করার জন্য 20 বছরের বেশি সময় দেওয়া হয়।
এই আবাস যোজনা ২টি ভাগে বিভক্ত গ্রাম ও শহরের আলাদা আলাদা হয়ে থাকে ।
PMAY-G ( প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ )
MPAY-U ( প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর )
Details of PMAY Scheme : প্রধানমন্ত্রী আবাস যোজনা বিবরণ ও লিস্ট ২০২৪
প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের যোগ্যতা : Eligibility Criteria for application PMAY Scheme
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আবেদন করার বিশেষ কিছু যোগ্যতা প্রয়োজন লাগবে, সেগুলি হলো -
আবেদনকারীর আর্থিক আয় বছরে ১৫ থেকে ১৮ লক্ষ টাকার নিচে হতে হবে।
যাদের কোনো বাড়ির মাকিলানা নেই বা কাঁচা বাড়ি রয়েছে তারাই আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে ভারতের যে কোনো রাজ্যের/শহর /গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে ।
এই প্রকল্পের ক্ষেত্রে মহিলাদেরও অগ্রাধিকার দেওয়া হয় অর্থাৎ মহিলারাও এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ।
আয়ের মানদণ্ড : আপনাকে নিন্মলিখিত যেকোনো একটি আয়ের অধিকারী হতে হবে _
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদন ও প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা ২০২৪ ( Prodhan Montri Awas Yojana Gramin List Check 2023)
প্রধানমন্ত্রী অবাস যোজনা গ্রামীণ (PMAYG) "2022 সালের সকলের জন্য আবাসন " এই উদেশ্যে পুননির্মাণ করা হয়।। 2016 সালে মার্চ মাসে কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে এই প্রকল্পটি অনুমোদিত হয়েছিল। এই প্রকল্পের উদেশ্য ছিল 2022 সালের মধ্যে প্রায় 3 কোটি মানুষকে বাড়ি দেওয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২৩ প্রকল্পের মাধ্যমে অনেককেই পাকা বাড়ি করে দেওয়া হয়েছে এবং এখনো অনেকই এই যোজনার মাধ্যমে বাড়ি পাননি তাই এই প্রকল্প টি ২০২৪ সাল প্রযন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
আমরা আজকের এই আলোচনায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো । প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট ইত্যাদি বিস্তারিত আলোচনা নিচে করবো ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ফান্ডিং পদ্ধতি (Funding Process)
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প ভারতের গ্রামীণ এলাকার নাগরিক দের (দিল্লি ও চন্ডিগড় বাদে) বাড়ি প্রদানের লক্ষে বাস্তবায়িত করা হয়।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে বাড়ি গুলির খরচ কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ভাগ করা হয়
বন্টন ব্যবস্থার অধিনে, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার আবাসন গুলো সমতল এলাকায় 40.60অনুপাতে এবং উত্তর পূর্ব রাজ্য গুলির ক্ষেত্রে বাড়ির খরচ 90.10 অনুপাতে ভাগ করা হয়।
সমতল এলাকার জন্য 1,20,000 টাকা এবং পার্বত্য রাজ্যে 1,30, 000 টাকার সহয়তা প্রদান করা হয়।
PMGY-G অধীনে বাড়ি গুলি একটি স্বাস্থকর রান্না ঘরসহ 25বর্গমিটার এলাকা জুড়ে হবে।
সুবিধা ভোগীরা নিজের ইচ্ছে মতো ঘর নির্মাণের জন্য 70,000 টাকা পর্যন্ত লোন পেতে পারেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদনের পদ্ধতি 2023-2024 (PMAY-G Application Procedure)
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদন পদ্ধতি Online এবং Offline দুই ভাবেই আবেদন করা যায়। অনলাইন আবেদন করার ক্ষেত্রে আপনার একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড এর প্রয়োজন হবে। যার জন্য আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত বা B.D.O অফিসে গিয়ে যোগাযোগ করে ফর্মটি পুরণ করে আবেদন করতে হবে।
অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা B.D.O অফিসে গিয়ে একটি ফর্ম তুলতে হবে। এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট (আধার কার্ড /ভোটার কার্ড /ব্যাংক পাশ বই /জব কার্ড নম্বর /বাড়ির মালিক নন এরকম লেখা একটি হলফ নামা ) নিয়ে গিয়ে ফর্ম টি পূরণ করতে হবে এবং আপনার নাম রেজিস্ট্রেশন হলে তবেই আপনি 2021-2022 এর ঘরের তালিকাটি দেখতে পারবেন।
ডকোমেন্টস কি কি লাগবে : Important Documents
Aadhar card - আধার কার্ড
Voter Id Card - ভোটার কার্ড
Bank Passbook - ব্যাঙ্কের পাশ বই
Job Card - জব কার্ড
Applicant Photos - আবেদনকারীর ছবি
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট চেক ২০২৩-২০২৪ ( Pradhan Mantri Awas Yojana List Check 2024 )
আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করে থাকেন এবং সেই আবেদন যদি মুঞ্জুর হয়ে থাকে তবে আপনি 2022-2023 সালের নতুন তালিকা চেক করে আপনার ঘরের লিস্ট দেখে নিতে পারেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা কিভাবে দেখবেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট দেখার পদ্ধতিটি জানা যাক ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরের লিস্ট ২০২৪ - PMAY-G New List check
স্টেপ ১# আপনার নিজের মোবাইলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর 2022-2023 লিস্ট চেক করার জন্য প্রথমে আপনাকে Google গিয়ে https://pmayg.nic.in ওয়েবসাইট টি খুলতে হবে।
স্টেপ ১# আবাস যোজনার অফিসিয়ালি ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে Awaassoft অপশন এ ক্লিক করতে হবে।
স্টেপ ১# এরপর আপনি আরো কিছু অপশন দেখতে পাবেন এবং সেই অপশন গুলির মধ্যে আপনাকে Report অপশন এ ক্লিক করতে হবে।
স্টেপ ১# এরপর যে পেজটি আসবে সেখানে Social Audit Report এর অপশন এর মধ্যে Beneficiary Details for Verification অপশন এ ক্লিক করতে হবে।
স্টেপ ১# পরবর্তী পেজটি ওপেন হওয়ার পর আপনাকে Selection Filters অপশনটি সনাক্ত করে আপনার রাজ্যের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত এর নাম এবং কোন সালের টাকা চেক করতে চান তা selecte করে নিতে হবে।
স্টেপ ১# তারপর "প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ" সিলেক্ট করে নিতে হবে।
স্টেপ ১# এরপর নিচের Captcha Code দিয়ে submit করলেই আপনার অঞ্চলের সমস্ত তালিকা চলে আসবে, তারপর আপনি সেই লিস্ট থেকে আপনার নামটি খুজে বের করে নিন।
চিত্র ৩. প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট ২০২২ |
প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট 2024 (Link) : Pradhan mantri awas yojana list
প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট এ নাম না থাকলে কী করবেন ?
যদি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট এ নাম না থাকে তাহলে আপনি নিচের স্টেপ গুলি অনুসরণ করে আপনার তথ্য বের করতে পারবেন । যেখানে আপনি জানতে পারবেন আপনার নামের লিস্ট আসবে নাকি আপনার আবেদন রিজেক্ট করা হয়েছে ।
এরজন্য আপনাকে PMAYG এর ওয়েবসাইট টি তে যেতে হবে।
তারপর Stakeholders অপশন থেকে IAY/PMAY/Beneficiary অপশন এ ক্লিক করতে হবে।
তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন নাম্বার বসানর একটি জায়গা চলে আসবে। এবং সেই জায়গা টিতে রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে Advanced Search অপশন এ ক্লিক করতে হবে।
তারপর যে পেজ টি আসবে সেখানে আপনার রাজ্যেরনাম, জেলা, ব্লক, কোন সালের টাকা দেখতে চান তা বসাতে হবে।
তারপর নিচে নাম, একাউন্ট নম্বর, BPL নম্বর ইত্যাদি বসিয়ে Search করলেই আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর, আবেদন ও লিস্ট চেক ২০২৪ - Prodhan Montri Awas Yojana Urban list check 2024
শহরের বাসিন্দারা PMAY-U এর অফিসিয়ালি ওয়েবসাইট pmaymis.gov.in টিতে গিয়ে অনলাইনেই আবেদন করতে পারবেন। যারা অনলাইন আবেদন করতে চান না, তারা অফলাইনে CSCS এ বা তালিকাভুক্ত ব্যাংক গুলিতে (যেমন -ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সিস ব্যাংক ) গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ফর্মটি পুরণ করে আবেদন করতে পারেন।
শহরেরর প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট লিস্ট কিভাবে চেক করবেন (PMAY-U new list check)
প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরের 2021-2022 এর নতুন লিস্ট চেক করতে হলে প্রথমে আপনাকে PMGY-U এর অফিসিয়ালি ওয়েবসাইট pmaymis.gov.in টিতে আসতে হবে।
পরে মেনুতে গিয়ে আপনাকে search beneficiary অপশন এ গিয়ে ক্লিক করে search by name অপশন এ ক্লিক করতে হবে।
পরবর্তী যে পেজ টি আসবে সেখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে Show তে ক্লিক করলেই আপনার সমস্ত তথ্য চলে আসবে।
এইভাবেই আপনি আপনার মোবাইল দিয়ে পচিমবঙ্গের 2021-2022 সালের PMWY-G এবং PMWY-U এর সুবিদাভোগী তালিকাটি দেখে নিয়ে পারেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট ওয়েস্ট বেঙ্গল ২০০২৪ - District Wise PMAY Gramin List West Bengal 2024
পশ্চিমবঙ্গের জেলা অনুসারে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট ২০২৩-২০২৪ । নিচে ওয়েস্ট বেঙ্গল এর সমস্ত জেলাগুলি দেওয়া হলো -
PMAY Important Links
PMAY স্কিম সম্পর্কে কয়েকটি প্রশ্ন :
প্রশ্ন : প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর - প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের শেষ তারিখ হলো 31 মার্চ 2022.
প্রশ্ন : PMAYG এর তালিকায় Not Data Found দেখানোর কারণ কী?
উত্তর - Not data found দেখানোর কারণ হলো সেই বছরে আপনার নিদিষ্ট গ্রাম বা ব্লকের কোনো তালিকা প্রকাশিত হয়নি।
প্রশ্ন : PMWY প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলি কী কী?
উত্তর - আবেদনের জন্য প্রয়োজনীয় নথি গুলি হলো - আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, আবাস যোজনার এপ্লিকেশন ফর্ম, আয়ের প্রমান পত্র, স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমান পত্র, পাসপোর্ট সাইজের ছবি।
প্রশ্ন : প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন না করলে কি ঘর পাওয়া যাবে না ?
উত্তর - হ্যা , যাবে যদি কেউ এই যোজনার আবেদন না করে সেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন । কারণ ২০২৪ সালের মধ্যে যাদের পাকা বাড়ি নেই তারা প্রত্যেকেই পাবেন । ২০১০ সালে একটি সার্ভে হয়েছিল সেই অনুয়ানি এবং যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারা প্রত্যেকেই এই যোজনার সুবিধা পাবেন ।
কোন মন্তব্য নেই