আমাদের ভারতের বৰ্তমান রাষ্ট্রপতি হলেন শ্ৰীমতী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আজকের এই লেখায় আমরা ভারতের বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি ? ভারতের রাষ্ট্রপতির তালিকা ও বর্তমান ভারতের রাষ্ট্রপতির হতে কি কি যোগ্যতা এবং ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য করা করা ভোট দিতে পারেন? ইত্যাদি বিষয়ে তুলে ধরা হলো ।
ভারতের রাষ্ট্রপতির নাম কি ? : ভারতের রাষ্ট্রপতি কে - President name of india
বর্তমান ভারতের রাষ্ট্রপতির হলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), তিনি 25 জুলাই 2022 সালের থেকে 25 জুলাই 2027 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি এবং বর্তমানের ১৫ তম রাষ্ট্রপতি । শ্ৰীমতী দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম ট্রাইব্যাল রাষ্ট্রপতি (India’s 1st Tribal President)|
দ্রৌপদী মুর্মু কে ?
শ্ৰীমতী দ্রৌপদী মুর্মু ২০ জুন ১৯৫৮ সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন ।
দ্রৌপদী মুর্মু তার রাজনৈতিক জীবন শুরু করেছেন ১৯৯৭ সালে একজন BJP দলের হয়ে । ২০০০ সালে MLA হন এবং ২০০৪ এ আবার MLA হন । 2007 সালে এনাকে “Nilkanth Award” দেওয়া হয় বেস্ট MLA ওড়িষ্যা এর জন্য ।
2015 সালে BJP দ্রৌপদী মুর্মু কে ঝাড়খণ্ডের গভর্নর করেন যা ভারতের প্রথম ট্রাইব্যাল(Tribal) মহিলা গভর্নর ।
ভারতের রাষ্ট্রপতি হতে কি কি যোগ্যতার প্রয়োজন ?
ভারতের নাগরিক হতে হবে ।(CITIZEN of INDIA)
নিম্মতম ৩৫ বছর বয়স হতে হবে ।( MINIMUM AGE of 35 YEARS)
লোকসভার সদস্য হওয়ার জন্য যোগ্যতা থাকতে হবে ।
ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ? Who can Vote For President Election
আমাদের ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য লোক সভা এবং রাজ্যসভার সদস্য (বর্তমান সদস্য 776 জন) ও বিভিন্ন রাজ্যের এম.এল.এ/MLA (States+ Delhi & Puducherry) (বর্তমান সদস্য 4033 জন ) - এনাদের ভোটার দ্বারা নির্বাচিত হয় ভারতের রাষ্ট্রপতি ।
ভারতের রাষ্ট্রপতির তালিকা (1950-2023) : All President List of India 1950 to 2023
এবারে আমরা স্বাধীন ভারতের রাষ্ট্রপতির তালিকা আপনাদের মাঝে তুলে ধরছি । ভারতের প্রথম রাষ্ট্রপতি থেকে বর্তমান ভারতের রাষ্ট্রপতি 2022-2023 এই নিচের তালিকায় দেওয়া হলো ।
ভারতের রাষ্ট্রপতি নিয়ে বিশেষ কিছু প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো -
প্রশ্ন : বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি?
বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম হলো শ্ৰীমতী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu).
প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতির নাম কি 2022
ভারতের রাষ্ট্রপতি নাম ২০২২ হলো দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), ২৫ জুলাই ২০২২ সালে থেকে ২৫ জুলাই ২০২৭ পর্যন্ত ইনি ভারতের রাষ্ট্রপতি হিসাবে থাকবেন ।
প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি কে নিয়োগ করেন?
সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ভারতের জয়ী রাষ্ট্রপতিকে নিয়োগ করেন ।
কোন মন্তব্য নেই