Khela Hobe Prakalpa 2024: খেলা হবে প্রকল্প - আবেদন পদ্ধতি, যোগ্যতা , ফর্ম ও টাকার পরিমান ?

খেলা হবে প্রকল্প , khela hobe prakalpa , ১০০ দিনের কাজ খেলা হবে প্রকল্প

Khela Hobe Prakalpa 2024 : খেলা হবে প্রকল্প, West Bengal Government announced a new project for the job card holder, this scheme name is “Khela Hobe Scheme”. Today we are sharing the West Bengal new Khela Hobe scheme application, Eligibility, Document and benefits of this scheme.

Khela hobe Prakalpa apply, Khela hobe scheme, খেলা হবে প্রকল্প : পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প 'খেলা হবে ' আবেদন পদ্ধতি , যোগ্যতা , ফর্ম ও টাকার পরিমান এবং কবে থেকে আবেদন করা যাবে বিস্তারিত জানুন ।

কেন্দ্রীয় ১০০ দিনের কাজের বিকল্প প্রকল্প নিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকার যার নাম হলো “খেলা হবে প্রকল্প” । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যের অভিযোগ কেন্দ্রীয় ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না পশ্চিমবঙ্গের জব কার্ড কর্মীরা, তাই রাজ্যে সরকার ১০০ দিনের কাজের মতন একটি নতুন প্রকল্প নিয়ে আসার কথা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । যার মাধ্যমে জব কার্ড কর্মীরা এখন থেকে রাজ্য সরকারে খেলা হবে প্রকল্পের মাধ্যমে কাজ করতে পারবেন ও টাকা সম্পূর্ণ রাজ্য সরকার সরাসরি জব কার্ড কর্মীদের ব্যাঙ্ক একাউন্ট সরাসরি দেওয়া হবে ।


এই খেলা হবে প্রকল্প করা করা পাবেন, কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে এই প্রকল্প চালু হবে ইত্যাদি বিস্তারিত এই লেখার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হলো ।

Khela Hobe Prakalpa - খেলা হবে প্রকল্প কি ? Khela Hobe Scheme 2024

পশ্চিমবঙ্গ সরকার ১০০ দিনের কাজ নিয়ে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন যার নাম হলো ‘খেলা হবে প্রকল্প ‘(Khela Hobe), এবারে রাজ্য সরকার জব কার্ড কর্মীদের ১০০ দিনের কাজ দিবেন। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ দিয়ে থাকেন আর রাজ্য সরকার ৪০ থেকে ৪৫ দিনের কাজ দিবেন প্রতি বছর ।

West bengal government gives 100 day work for job card holder by khela hobe scheme or Khela hobe Scheme.

About Khela Hobe Scheme 2024

Scheme Name

Khela Hobe (খেলা হবে প্রকল্প )

State

West Bengal

Launched by 

CM Mamata Banerjee

Beneficiary

Job Card Holder

Benefits

100 day Work

Apply

Online or Duare Sarkar Camp

Website

SarkariSuvidha.in

Khela Hobe Prakalpa Benefits: খেলা হবে প্রকল্প সুবিধা 

খেলা হবে প্রকল্পের সুবিধাগুলি নিচে দেওয়া হলো -

  • রাজ্য সরকার এখন MGNREGA-র জব কার্ড কর্মীদের ১০০ দিনের কাজ দিবে ।

  • কেন্দ্রীয় ১০০ দিনের কাজের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত কাজ পাবেন ।

  • এই খেলা হবে প্রকল্পের কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকার দিবে ।

  • মুখ্যমন্ত্রী এই প্রকল্প সম্পর্কে জানান, '১০০ দিন না হোক, ৪০-৪৫ দিনের কাজ করাতেই পারি’ অর্থাৎ ৪০ থেকে ৪৫ দিন রাজ্য সরকারের এই কাজের সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে ।

Khela Hobe Prakalpa Eligibility : যোগ্যতা খেলা হবে জব কার্ড ২০২৪

খেলা হবে প্রকল্পের সুবিধা করা করা পাবেন ? পশ্চিমবঙ্গের সমস্ত জব কার্ড কর্মীরা এই খেলা হবে জব কার্ড প্রকলের সুবিধা পাবেন , তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার আগে আবেদন করতে হবে । 

চলুন, এবারে জানা যাক কিভাবে আবেদন করতে হবে এবং ডকুমেন্ট কি কি প্রয়োজন হবে ।

Khela Hobe Prakalpa Application Process : খেলা হবে প্রকল্প আবেদন পদ্ধতি 

এই প্রকল্পের জন্য প্রত্যেক জব কার্ড কর্মীরা আবেদন করতে পারবেন । কিভাবে আবেদন করা যাবে এই প্রকল্পের জানা যাক ।


  • অনলাইনে খেলা হবে প্রকল্পের আবেদন করতে পারবেন Umang App দ্বারা । 

  • Umang App টি মোবাইলে ডাউনলোড করতে হবে ।

  • তারপর ওই app এর মাধ্যমে ‘Apply khela hobe scheme’ এ  ক্লিক করতে হবে ।

  • এবারে একটি ফর্ম ওপেন হবে সেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে submit করতে হবে ।

  • আবেদন করার সময় অবশই জব কার্ড প্রয়োজন রয়েছে । 


অনলাইন ছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প ও পঞ্চায়েত দপ্তরে এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন ।

Khela Hobe Prakalpa Docoments : প্রয়োজনীয় নথি 

  1. আবেদনকারীর জব কার্ড ( JOB Card)*

  2. আঁধার কার্ড (aadhar card)*

  3. ভোটার কার্ড (voter id card)

  4. ব্যাঙ্ক একাউন্ট ( bank account)*

  5. আবেদনকারীর ফটো (photocopy of applicant)*

  6. ইনকাম সার্টিফিকেট (income certificate)*


Khela Hobe Card : খেলা হবে কার্ড ২০২৪
এই প্রকল্পের আবেদন করার পর শ্রমিকদের জন্য রাজ্য সরকার দ্বারা খেলা হবে কার্ড (khela hobe card ) দেওয়া হবে । ওই কার্ড দিয়ে রাজ্য সরকারের এই কাজ পাওয়া যাবে ।  

Khela Hobe Scheme Form PDF: খেলা হবে প্রকল্প ফর্ম
এই প্রকল্প MGNREGS JOB CARD দের জন্য পশ্চিমবঙ্গ সরকার কাজের সুবিধা পাবেন । এই প্রকল্পবের সুবিধা পেতে সকলকেই করতে হবে আবেদন আর আবেদন করার জন্য প্রয়োজন হবে খেলা হবে ফর্ম (KHELA HOBE FORM) | এই প্রকল্পের আবেদনের ফর্ম পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে এবং অনলাইনে ।

অফিসিয়াল খেলা হবে ফর্ম এখনো প্রকাশিত হয় নাই।  ফর্ম প্রকাশিত হলে আপনারা আমাদের এই ওয়েবসাইট খেলা হবে ফর্ম ডাউনলোড করতে পারবেন ।

Khela Hobe Form PDF Download

Comming (English Form)

খেলা হবে প্রকল্প ফর্ম ডাউনলোড 

আসিতেছে (Bangla form)

 

প্রশ্ন : কবে থেকে চালু হবে খেলা হবে প্রকল্প ?
এখনো সঠিক ডেট প্রকাশিত করা হয় নাই তবে, আগামী দুয়ারে দরকার ক্যাম্পে সম্ভবত এই প্রকল্প চালু হবে ।

প্রশ্ন : কতদিন কাজ দেওয়া হবে খেলা হবে প্রকল্পে?
এই প্রকল্পের মাধ্যমে কমপক্ষে ৪০ থেকে ৪৫ দিন কাজ পাবেন শ্রমিকরা ।

প্রশ্ন : খেলা হবে প্রকল্পে টাকার পরিমান কত ?
জব কার্ডের টাকার পরিমানের সম পরিমান টাকা এই প্রকল্পের টাকা দেবার সম্ভাবনা রয়েছে ।

Khela Hobe 100 Day Works west bengal : খেলা হবে এই প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য এখনো আসার বাকি তাই অবশই নজর রাখুন আমাদের এই ওয়েবসাইট এ ।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...