Bana Sahayak Interview Syllabus: বন সহায়ক ইন্টারভিরে সিলেবাস ২০২৩ । ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট ২০০০টি শূন্যপদের জন্য বন সহায়ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন । নুন্নতম অষ্টম শ্রেণী উর্তীন্ন চাকরিপ্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন । এই চাকরির নেওয়া হবে ইন্টারভিউ মাধ্যমে, তাই বন সহায়ক পদে ইন্টারভিউয়ে কি কি বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে অর্থাৎ বন সহায়ক কর্মী নিয়োগের ইন্টারভিরে সিলেবাস কি? তা বলে দেওয়া হয়েছে বন সহায়ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে ।
আজকে আমরা আপনাদের এই বন সহায়ক ইন্টারভিরে সিলেবাস ২০২৩ টি বিস্তারিত তুলে ধরলাম ।
বন সহায়ক সিলেবাস ২০২৩ - Bana Sahayak Syllabus (Interview):
এই বন সহায়ক নিয়োগ ২০২৩ এর প্রার্থী বাছাই প্রক্রিয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে । বন সহায়ক ইন্টারভিউ সিলেবাসে মোট ১০০ নম্বর রয়েছে । নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে , ইন্টারভিউ এ যার নম্বর বেশি তিনি এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবে ।
আসুন তাহলে দেখে নেওয়া যাক বন সহায়ক ইন্টারভিউ সিলেবাসে কি কি থাকছে ?
এই হলো বন সহায়ক নিয়োগের সিলেবাস । কিছুদিনের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তাই যারা আবেদন করেছেন তারা এই কিছুদিন প্রাক্টিক্স করতে থাকেন ।
PDF: বন সহায়ক ইন্টারভিউয়ের সিলেবাস পিডিএফ : Bana Sahayak Interview Syllabus PDF 2023
Read More: বন সহায়ক নিয়োগ ২০২৩, ফর্ম, শেষ তারিখ, আবেদনের ঠিকানা পড়ুন ।
কোন মন্তব্য নেই