Coochbehar ICDS Recruitment ২০২৩:
Social Welfare ICDS coochbehar পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।অষ্টমপাস ও মাধ্যমিক পাশ মহিলারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন পক্রিয়া চলবে ২০২৩ সালের ১৭এপ্রিল পযন্ত। আজকের এই প্রতিবেদনটিতে আমরা Coochbehar ISDS Recruitment সমস্ত তথ্য তুলে ধরবো :
শিক্ষাগত যোগ্যতা(eligibility):
এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পচিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
শুধুমাত্র মহিলারাই আবেদনের যোগ্য।
বয়সসীমা (Age Limit ):
০১-০১-২০২৩ হিসাবে আবেদনকারীর বয়স ১৮-৪৫বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary):
অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে আবেদন পদ্ধতি(Coochbehar ISDS Recruitment ২০২৩-Aplication proces):
নিচের দেওয়া স্টেপ গুলি ফলো করে আপনি খুব সহজেই অনলাইনে অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে প্রথমে কোচবিহারে এই http://coochbeharwb.in/ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
এরপর হোমপেজ নিদিষ্ট ব্লক ভিত্তিক নোটিশ ও আবেদনের লিংক দেখতে পারবেন।
এরপর apply ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Important Documents ):
ভোটের ফটো /আঁধার কার্ড /প্যান কার্ড /অ্যাডমিট কার্ড
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড /অষ্টম শ্রেণীর মার্কশীট।
কাস্ট সার্টিফিকেট।
আবেদনকারীর signeture।
পাসপোর্ট সাইজের ছবি।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং এই লিখিত পরীক্ষায় পাস করলে তাদেরকে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করানো হবে।
পরীক্ষার পূর্ণমান:
মোট নম্বর :১০০
লিখিত পরীক্ষা :৯০
ইন্টারভিউ (viva voce test):১০
সিলবাস(Syllabus):
বাংলা (রচনা)-১৫ নাম্বার
অঙ্ক (পাটিগণিত)-২০নম্বর
পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান-১৫ নম্বর
ইংরেজি(গ্রামার)-২০ নাম্বার
সাধারণ gh-২০ নাম্বার
কোন মন্তব্য নেই