বন সহায়ক নিয়োগ 2023 last date । বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে ? Bana Sahayak Application Last Date 2023
Bana Sahayak application last date 2023: ২০০০টি পদের জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট বন সহায়ক নিয়োগ ২০২৩ এর আবেদন শুরু হয়েছে ১৯মে ২০২৩ থেকে কিন্তু এই বন সহায়ক পদে আবেদনের last date কবে ? তা অনেকেই জানেন না । এই বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে তা রাজ্য তরফে জানানো হয়েছে । আজকে আমরা আপনাদের জন্য সেই তথ্য তুলে ধরতেই এই প্রতিবেদন ।
বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ (Last Date) কবে ? - Bana Sahayak Application Last Date 2023
বন সহায়ক নিয়োগ 2023 last date: ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট বন সহায়ক কর্মী নিয়োগের আবেদনের লাস্ট ডেট প্রকাশ করেছেন। বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ হলো ২৯মে ২০২৩। আগামী কাল বিকাল ৫.৩০ পর্যন্ত আবেদন করা যাবে।
বন সহায়ক নিয়োগের আবেদন করার লাস্ট ডেট হল ২৯মে ২০২৩ । তাই যারা এখনো এই চাকরির জন্য আবেদন করেননি তারই অবশই আবেদন করুন আগামীকাল ৫.৩০ এর আগেই ।
শুধুমাত্র অষ্টম শ্রেণী উর্তীন্ন এবং ১৮ থেকে ৪০ বয়েসের মধ্যে সমস্ত নারী ও পুরুষ এই বন্ সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন ।
আবেদনের জন্য একটি ফর্ম ডাউনলোড করে তাতে সমস্ত তথ্য দিয়ে পুরুন করে জামা করতে হবে আপনার জেলার বন বিভাগের নির্দিষ্ট ঠিকানায় ।
➕বন সহায়ক পদের আবেদন কিভাবে করবেন ও কোথায় জমা করবেন জানুন ।
কোন মন্তব্য নেই