D.EL.ED : ডিএলএড কোর্সে আর ভর্তি নেওয়া যাবে না হাইকোর্টের নির্দেশ।

D.EL.ED Admission 2021-2023: ডিএলএড কোর্সে আর ভর্তি নেওয়া যাবে না হাইকোর্টের নির্দেশ।


ইতিমধ্যে ডিএলএড এর এডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেন যেখানে ২০২১-২৩ সেশনের ডিএলএড এর ভর্তির ডেট পর্ষদের নোটিশে বলা হয়েছে ২ই জানুয়ারি থেকে ৬ জানুয়ারির মধ্যে।

D.el.ed admission notice 2023
D.EL.ED admission Notice 


 এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুকান্ত ভূঁইয়া একটি জনস্বার্থ মামলা করেন একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে।


ডিএলএড কোর্সের গাইডলাইন অনুযায়ী ন্যূনতম বাৎসরিক ২০০ টি ক্লাস করার নির্দেশ রয়েছে এই কষ্টে যেহেতু দু বছরের সুতরাং নূন্যতম দু বছরের মোট 400 টি ক্লাস নির্দেশ রয়েছে কিন্তু কি করে ২০২১-২৩ সেশনে যারা এই মুহূর্তে এডমিশন হবেন তারা এক বছরের মধ্যে কি করে ৪০০ টি ক্লাস করতে পারবে বছরে ৩৬৫ দিন প্রতিদিন ক্লাস করলেও পুরো কোষটি কমপ্লিট করা সম্ভব নয়।


ইত্যাদি অভিযোগ নেই একটি জনস্বার্থ মামলা করা হয় হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় আপাতত ডি এল এড এর কোর্সের কোনরকম ভর্তির প্রক্রিয়া নিতে পারবে না পর্ষদ।


 এই মামলার পরবর্তী শুনানি ৫ই জানুয়ারি ২০২৩, ওই দিনে ফাইনাল সিদ্ধান্ত নিবেন হাইকোর্ট।


তাই এই মুহূর্তে ২০২১ ২৩ সেশনের ডিএলএফ কোর্সের ভর্তি বাড়ির স্টেশন করতে পারবেন না কেউই।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ Sarkarisuvidha.in অনুমতি প্রাপ্ত , ফলো করতে উপরে ক্লিক করুন

PMAYG 2023: প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (নতুন লিস্ট) 2023 @ pmayg.nic.in

PMAYG WEST BENGAL প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2023 নতুন লিস্ট, গ্রাম পঞ্চায়েত ঘরের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প "প্রধানমন্ত্রী আ...