আবাস যোজনার একের পর এক লিস্ট প্রকাশিত হচ্ছে । প্রথম লিস্ট এ নাম থাকলেও দ্বিতীয় লিস্ট এ আবাস যোজনার ঘরের নাম বাঁধ পড়েছে অনেকেরই ।
পরবর্তীতে প্রকাশিত হয়েছে তৃতীয় লিস্ট । আজকে আমরা আপনাদের আবাস যোজনার চতুর্থ লিস্ট ২০২৩ সম্পর্কে সঠিক জানকারী দেওয়ার চেষ্টা করবো ।
আজকের এই লেখাটি পড়বার পর আপনি কনফার্ম হতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা আপনি পাবেন কি পাবেন না ।
আবাস প্লাস যোজনা ঘরের লিস্ট দেখুন pmawas list west bengal 2023
পশ্চিমবঙ্গে এই সরকারি ঘরের তালিকা নিয়ে গ্রামে গ্রামে নানা অভিযোগ ছিল , যার জন্যই কেন্দ্রীয় সরকার ভেবেছেন যে যেন সছ ভাবে এই আবাস যোজনার ঘর সঠিক পরিবার পায় । এই জন্যই একের পর এক আবাস প্লাস যোজনার ঘরের লিস্ট প্রকাশিত হচ্ছে ।
তবে, এই ১ থেকে ৪ জানুয়ারীতে প্রকাশিত আবাস যোজনার লিস্টটি ফাইনাল লিস্ট । এই লিস্ট এ যাদের নাম রয়েছে তাদের টাকা আগামী ১০ জানুয়ারী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক এ দেওয়ার কথা ।
আবাস যোজনা শেষ লিস্টে নাম চেক করুন ২০২৩ - Awas Yojana Last List 2023
ফাইনাল এই লিস্ট এ করা করা টাকা পাবেন কি করে বুজবেন -
এই লিস্ট এ আগের লিস্টের মতোই আপনার নাম পাবেন সেখানে আইডি ও নাম চেক করুন ।
আবাস প্লাস যোজনার লিস্ট এ আপনার নাম পাওয়ার পর ডান দিকে যান এবং দেখুন ১,২০,০০০/- টাকা লেখা রয়েছে কি না ।
যদি Rs. 120000/- দেখতে পান তাহলে বুজবেন আপনার ঘরের টাকা ডুকবে ।
আর যদি ওই বক্স এ দেখেন 000 লেখা তাহলে বুজবেন এইবার আপনি এই আবাস যোজনার ঘর পাবেন না ।
তাই শুধুমাত্র আবাস যোজনার লিস্ট এ নাম থাকলেই হবে না, পাশে টাকার পরিমান উল্লেখিত থাকলেই এই প্রকল্পের টাকা পাওয়া যাবে ।
আবাস যোজনার লিস্ট চেক করার পদ্ধতি ২০২৩
এই লিস্ট গ্রামীণ অঞ্চলে গিয়ে দেখতে পারবেন বা অনলাইন আবাস যোজনার লিস্ট কিভাবে দেখবেন তা আপনাদের নিচে বলছি - এই লিস্ট দেখতে অনেকেরই সমস্যা হয় কারণ সরকারি ওয়েবসাইট অনেকসময় সঠিক কাজ করে না।
প্রথমে গুগলে এ যান এবং সার্চ করুন PM Awas Yojana বা pmayg.nic.in এই সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এ যান ।
তারপর Awaassoft এই অপসন এ যান এবং Report এ ক্লিক করুন ।
তৃতীয় ধাপে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে অনেকগুলি অপসন থাকবে যার মধ্যে শেষ অপসন এ দেখতেসি পারবেন Social Audit Reports যার নিচে Beneficiary details for verification এই অপসন এ ক্লিক করুন ।
এবারে রাজ্য > জেলা >ব্লক >গ্রাম পঞ্চায়েত >বছর > প্রধানমন্ত্রী আবাস যোজনা - দিয়ে তারপর নিচের ক্যাপচাটি বসান এবং submit করুন ।
এবারে আবাস যোজনার চতুর্থ লিস্ট দেখতে পারবেন এবং সেখানে আপনার নাম ও পাশে টাকার পরিমান দেখে নিন ।
Uttara Dhibar
উত্তরমুছুন