Awas Yojana Final List ২০২4 west bengal |
আবাস যোজনা ঘরের ফাইনাল লিস্ট ২০২৪ (PM Awas final list west bengal ) : আবাস যোজনার ঘরের ফাইনাল লিস্ট এ যাদের নাম রয়েছে একমাত্র তারাই এই পাকা বাড়ির টাকা পাবেন। দেখে নিন আপনার নাম ফাইনাল লিস্ট এ আছে কিনা ?
কেননা কেন্দ্রীয় নির্দেশিকা অনুযাযী আবাস যোজনায় প্রথম লিস্ট এ যাদের নাম এসেছিলো তাদের বাড়ি বাড়ি ভেরিফিকেশন করার জন্য নির্দেশিকা দিয়েছিলো কেন্দ্র ।
সেই ভেরিফিকেশনের পর তৈরী করার নির্দেশ ছিল - প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল লিস্ট ।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, ব্লকে ব্লকে ও গ্রামে গ্রামে সেই ভেরিফিকেশনের কাজ সমাপ্ত হয়েছে । এবং এই যোজনার ফাইনাল লিস্ট তৈরী করার কাজ সমাপ্ত হয়েছে ।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের নাম ছিল তাদের এবারে ফাইনাল লিস্ট এ নাম রয়েছে কিনা তা দেখার জন্য অনলাইন অনেকেই সার্চ করছেন ।
আপনানিও কি ফাইনাল লিস্ট এ আপনার নাম রয়েছে নাকি আবাস যোজনার লিস্ট থেকে আপনার নাম বাঁধ পড়েছে দেখতে চান অনলাইনে ?
আজকে আমরা আপনাদের Pradhan Mantri Awas Yojana Final List 2023 West Bengal দেখার online পদ্ধতি তুলে ধরলাম ।
আবাস যোজনা ঘরের ফাইনাল লিস্ট ২০২৪ - PM Awas yojana Final List West Bengal 2024
প্রধানমন্ত্রী আবাস যোজনা ফাইনাল লিস্ট ২০২৪ বা আবাস যোজনার দ্বিতীয় লিস্ট অঞ্চলভিক্তিক দেখতে নিচের দেওয়া স্টেপ গুলি দেখুন -
স্টেপ ১) আবাস যোজনার ফাইনাল লিস্ট দেখতে ওপেন করুন অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in.
স্টেপ ২) অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন করার পর Awaassoft এ ক্লিক করে Report এ ক্লিক করুন ।
স্টেপ ৩) এবারে PMAY-G Report এ ক্লিক করুন এবং নিচে অনেকগুলি অপসন দেখতে পারবেন যারমধ্যে শেষ অপসন - H. Social Audit Reports এ যান । নিচের ছবিটি দেখে নিন ।
আবাস যোজনা ফাইনাল লিস্ট ২০২৪ Awas Yojana Final List west bengal |
স্টেপ ৪) এই স্টেপে এ Beneficiary details for verification এ ক্লিক করুন ।
স্টেপ ৫) এখন একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার সমস্ত ডিটেলস দিবেন ।
State - West Bengal
District - আপনার জেলার নাম সিলেক্ট করুন ।
Block - আপনার ব্লকের নাম বেছে নিন ।
Gram-Payanchyat - আপনার অঞ্চল এর নাম ।
Year - কোন সালের লিস্ট দেখতে চান বাছুন (২০২৪)
Pradhan Mantri Awas Yojana Gramin - সিলেক্ট করুন ।
Captcha - ক্যাপচা টি সলভ করুন এবং Submit করুন ।
এভাবেই ২০২২-২৩ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা ফাইনাল লিস্ট দেখতে পারবেন । এই আবাস যোজনার ফাইনাল লিস্ট এ যাদের নাম রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক একাউন্ট এ ডুকবে এবং সরকারি পাকা বাড়ির কাজ শুরু করে দিতে হবে ।
প্রথম কিস্তির টাকার মধ্যে নির্ধারিত কাজ হলে আবার ভেরিফিকেশন করা হবে আপনি কাজ করছেন কি না এবং একটি বাড়ির ছবি তোলা হবে যতটুকু কাজ হয়েছে তার পর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে , এভাবেই পুরো টাকা দেয়া হবে ।
আমাদের নাম নেই আবাস যোজনাই, নাম ঢোকাতে হলে কি করতে হবে জানাবেন দয়া করে🙏🙏
উত্তরমুছুনBDO অফিসে জমা দিন,,সমস্ত ducuments
মুছুনআমাদের নাম নেই আবাস যোজনাই, নাম ঢোকাতে হলে কি করতে হবে জানাবেন দয়া করে🙏🙏
উত্তরমুছুনকবে টাকা ঢুকবে?
উত্তরমুছুনআমাদের নাম নেই আবাস যোজনাই, নাম ঢোকাতে হলে কি করতে হবে জানাবেন দয়া করে🙏🙏
উত্তরমুছুনআমাদের নাম নেই আবাস যোজনাই, নাম ঢোকাতে হলে কি করতে হবে জানাবেন দয়া করে🙏🙏
উত্তরমুছুনআমার আইডি রেজিট্রেশন হয়ে গেছে কিন্তু এখন ও ফাইনাল লিস্ট এ নাম আসে নি কি করা যায় একটু বলবেন ।
উত্তরমুছুন