Bangla Awas Yojana New List 2025: বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2025 | গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৫ | Bangla Awas Yojana West Bengal

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 | গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট  Bangla Awas Yojana List 2024 West Bengal

Bangla Awas Yojana New List 2025 West Bengal: পশ্চিমবঙ্গের বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2025 প্রকাশিত হয়েছে | গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট বা Bangla Awas Yojana List 2025 West Bengal, সরকারি ঘরের লিস্ট ২০২৫ । প্রায় ১ ৬ লক্ষ নতুন ঘরের পশ্চিমবঙ্গের গ্রামীণ নতুন ঘরের লিস্ট প্রকাশিত করেছেন পশ্চিমবঙ্গ সরকার, প্রথম কিস্তির টাকা কবে ডুকবে জানুন? (bangla abas jojona list 2025 West Bengal) । বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট। বাংলার বাড়ি ২০২৫

বাংলা আভাস যোজনার PWL লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ আগের লিস্টে নাম ছিল কিন্তু ঘর পায় নাই তাদের জন্য বড়ো ঘোষণা মুখমন্ত্রীর, প্রায় ১ ৬ লক্ষ নতুন ঘর দেওয়া হবে যারা ওয়েটিং লিস্ট নাম আছে তারা প্রত্যেকেই পাবেন এবারে ঘর ।  

আজকে আমরা আপনাদের নতুন সরকারি ঘরের লিস্ট সংক্রান্ত সঠিক তথ্য ও ঘরের লিস্ট নিয়ে বিভিন্ন তারিখ সহ বিস্তারিত জানাবো । 

আপনি যদি এখনো সরকারি ঘর- বাংলা আবাস যোজনা ঘর (Bangla Awas Yojana ) বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর না পেয়ে থাকেন তাহলে সুখবর যে ২০২৫ সালে পশ্চিমবঙ্গে লক্ষাধিক সরকারি ঘরের কাজ হয়েছে । এবারে ডিসেম্বর 2025 এ আরও ঘর ঢুকেছে, এবং প্রথম কিস্তির টাকাও পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই । করা করা এবারের সরকারি ঘর পাবেন সমস্ত নিয়ে নিচে আলোচনা করা হলো ভেরিফিকেশন কবে হবে নতুন ঘরের লিস্টের কিভাবে দেখবেন সব দেখে নিন । 


Read More :
 ২০০২ সালের ভোটের লিস্ট দেখুন শুরু হচ্ছে SIR

বাংলা আবাস যোজনা নতুন ঘরের লিস্ট ২ ০ ২ ৫  : Bangla Awas Yojana New List 2025 West Bengal 

গুরুত্বপূর্ণ আপডেট গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৫ প্রকাশিত হয়েছে : মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা আগে বাংলা আবাস যোজনা ঘরের লিস্টে নাম ছিল কিন্তু ঘর পায়নি প্রায় ১ ৬ লক্ষ এবারে তাদের প্রত্যেকের ঘর পাবেন। Permanent Waiting List (PWL List) এ যাদের নাম রয়েছে তাদের ঘর আগামী অক্টোবর কাজ শুরু হবে এবং ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা ডুকবে ।

  • সার্ভে কবে থেকে শুরু হবে ?
  • যাদের সমস্যা রয়েছে তাদের কি করতে হবে ?
  • যদি লিস্টে নাম না থাকে তাহলে কি করবে ?
  • BDO ভেরিফিকেশন কিভাবে হবে ?
  • পঞ্চয়েত ভেরিফিকেশন কবে হবে ?
  • ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে ?
  • বাংলা আবাস যোজনা নতুন ঘরের লিস্ট 2025
সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের এই প্রতিবেদনে তুলে ধরা হলো । সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন সমস্ত সঠিক তথ্য পাবেন ।    

চলুন দেখা যাক কিছু গুরুত্বপূর্ণ তারিখ গুলি -

বাংলা আবাস যোজনা ২০২৫ সার্ভের কিছু গুরুত্বপূর্ণ তারিখ - Bangla Awas Yojana Verification Date 2025

এবারে আরও প্রায় ১ ৬ লক্ষ ঘরের কাজ হবে যা ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে। আগের লিস্ট এ নাম থাকার পরও যাদের হয় নাই তারা এবারে পাবেন। ২০২৬ সালের পুরো পুরি সবারই ঘরের টাকা পেয়ে যাবেন। কিভাবে পাবেন বাংলা আবাস যোজনার নতুন ঘর চলুন দেখে নেওয়া যাক - 

স্টেপ ১ : PWL এ যাদের নাম আছে তাদের পুনরায় ভেরিফিকেশন হবে । রি- ভেরিফিকেশনের সময় ১৫  সেপ্টেম্বর থেকে ১০  অক্টোবর ২০২৫ । 

স্টেপ ২ : ফিল্ড ভেরিফিকেশন এর সময় কোনো সমস্যা থাকলে অ্যাকশন নিয়ে সম্পূর্ণ করতে হবে ১ ৫ অক্টোবরে মধ্যে । 

স্টেপ ৩ : উপভোক্তাদের এন.পি.সি.আই যাচাই করতে হবে ১৭  অক্টোবরে মধ্যে । 

স্টেপ ৪ : সমস্ত উপভোক্তাদের ৩১ অক্টোবরে মধ্যে সম্পূর্ণ করতে হবে ইউ.ডি.আই.এন রেজিস্টেশন প্রক্রিয়া । 

স্টেপ ৫ : যদি কোনো বা কারো আপত্তি থাকে তাহলে সেটি জানাতে পারবে ৩ -১০ নভেম্বরে  মধ্যে ব্লকে বা জেলা স্তরে এবং সমস্যার সমাধানের লিস্ট প্রকাশিত হবে অঞ্চল অফিসে । 

স্টেপ ৬ : ঘরের ফাইনাল লিস্ট BDO অফিসে জমা করতে হবে ১৭ নভেম্বর মধ্যে ।  

স্টেপ ৭ :  ২১  নভেম্বর ব্লক লেভেল এবং ২৬  নভেম্বর জেলা লেভেল কাজ সম্পূর্ণ করতে হবে । 

স্টেপ ৮ : সমস্ত উপভোক্তাদের ৩০শে নভেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার ঘরের রেজিস্টেশন সম্পূর্ণ করতে হবে । 

স্টেপ ৯ : এর পর বাংলা আবাস যোজনার ঘরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং ডিসেম্বর প্রথম সপ্তাহেই Bangla Awas Yojana প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবেন ।

Banglar Bari 2025 : বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট। বাংলার বাড়ি ২০২৫ 

বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট। বাংলার বাড়ি ২০২৫ নিচে দেওয়া তথ্যগুলো সুন্দরভাবে টেবিল আকারে দেওয়া হল —

ক্র. নংকাজের বিবরণনির্ধারিত সময়সীমা
1রি-ভেরিফিকেশনের বাড়ি বাড়ি সার্ভে১৫ সেপ্টেম্বর – ১০ অক্টোবর ২০২৫
2ফিল্ড ভেরিফিকেশন সমস্যার সমাধান১৫ অক্টোবর ২০২৫ মধ্যে
3উপভোক্তাদের এন.পি.সি.আই যাচাই১৭ অক্টোবর ২০২৫ মধ্যে
4ইউ.ডি.আই.এন রেজিস্ট্রেশন৩১ অক্টোবর ২০২৫ মধ্যে
5ফাইনাল লিস্ট BDO অফিসে জমা১৭ নভেম্বর ২০২৫ মধ্যে
6বাংলা আবাস যোজনার ঘরের রেজিস্ট্রেশন সম্পূর্ণ৩০ নভেম্বর ২০২৫ মধ্যে
7বাংলা আবাস যোজনার ঘরের ফাইনাল লিস্ট প্রকাশডিসেম্বর ২০২৫
8প্রথম কিস্তির তারিখডিসেম্বর প্রথম সপ্তাহ


Read More : পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে SIR, SIR এর জন্য কি কি নথি লাগবে?

বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট কিভাবে দেখবেন। আপনার বাংলা আবাস যোজনার ঘর নাম রয়েছে কি না এবং ঘরের লিস্ট দেখার পদ্ধতি ।

এছাড়া বর্তমানে সরকারি ঘরের জন্য কত টাকা এবং কপিটি কিস্তিতে সেই টাকা ডুকবে সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমরা আপনাদের জন্য  তুলে ধরবো ।

  


বাংলা আবাস যোজনা ওয়েটিং লিস্ট 2025 - Bangla Awas Yojana PWL List 2025 West Bengal

PWL হলো Permanent Waiting List, পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিবার বাংলা আবাস যোজনা লিস্টে নাম ছিল কিন্তু ঘর পায়নি অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে নাম আছে তাদের পাকা বাড়ি দেওয়ার কাজ শুরু হয়েছে । সংখ্যা প্রায় ১৬ লক্ষ PWL পরিবার রয়েছে, এবারে এই সমস্ত পরিবারেরা বাংলা আবাস যোজনার ঘর পাবেন । 

কিভাবে বুজবেন বাংলা আবাস যোজনা ওয়েটিং লিস্ট 2025 নাম আছে কি না ?

  • ২ ০ ২ ৫  সালের আগের লিস্টে যদি আপনার নাম থাকে । 
  • যদি আগের বার ভেরিফিকেশন হওয়ার পরও আপনি ঘর না পেয়ে থাকেন । 
  • দেখে নিন বাংলা আবাস যোজনা লিস্টে নাম এখনো আছে কিনা?

কিভাবে লিস্ট চেক করতে পারবেন নিচে বলা রয়েছে প্রত্যেক স্টেপগুলি ফলো করে চেক করে নিবেন Bangla Awas Yojana PWL List.

এই যোজনার মাধ্যমে দুইটি কিস্তিতে মোট ১,২০,০০০/- (এক লক্ষ কুড়ি হাজার) টাকা দেওয়া হয়, একটি পাকা বাড়ি তৈরী করার জন্য । 

  • প্রথম কিস্তিতে ৬০,০০০/- টাকা যার মাধ্যমে বাড়ির জানলা প্রজন্ত কাজ করতে হয় ।

  • দ্বিতীয় কিস্তিতে ৬০,০০০/- টাকা যার দ্বারা বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ করতে হয় ।

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৫ কিভাবে দেখবেন ? গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৫ Bangla Awas Yojana New List 2025

Bangla abas jojona new list : রাজ্য সরকারের ঘরের লিস্ট বা গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট অনেকেই দেখতে চান । পশ্চিমবঙ্গে এখনো অসংখ্য পরিবার যাদের সরকারি ঘরের প্রয়োজন কিন্তু তারা এখনো পায়নি বাংলা আবাস যোজনার ঘর । ২০২৫ সালের শেষের দিকে এই যোজনার ঘর প্রকাশিত হবে ।

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের তালিকা প্রকাশিত করেছেন ।

দেখুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট ২০২৫

চলুন, আমরা জানি Bangla Awas Yojana ঘরের লিস্ট জানার পদ্ধতি ।


বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৫৪ কিভাবে দেখবো - গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৫

স্টেপ ১) রাজ্য সরকারের এই যোজনার লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমে একটি সরকারি ওয়েবসাইট যেতে হবে যার লিংক নিচে দেওয়া হলো -- https://rhreporting.nic.in/netiay/SocialAuditReport/BeneficiaryDetailForSocialAuditReport.aspx


Bangla Awas Yojana new list 2024 check west bengal

স্টেপ ২) তারপর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং west bengal অপসনটিতে select করবেন ।

স্টেপ ২) এর পর আপনার জেলা বাছুন এবং তারপর ব্লক সিলেক্ট করুন ।

স্টেপ ২) এবারে আবাস যোজনার সাল 2022-2023 বাছুন । কখনোই 2024-2025 দিবেন না ।

স্টেপ ২) এখন PRADHAN MANTRI AWAAS YOJANA-GRAMIN এ ক্লিক করুন । 

স্টেপ ৩)  তারপর ক্যাপচা যোগ বা বিয়োগ ফল বসান এবং Submit এ ক্লিক করুন ।

স্টেপ ৩)  এখন আপনার এলাকার সরকারি ঘরের লিস্ট 2022-23 টি দেখতে পারবেন যার PDF ফাইল ডাউনলোড করে নাম দিয়ে সার্চ করে চেক করুন আপনার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২ ০ ২ ৪ ।

গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট ২০২৪ - Gram Panchyat House List West Bengal


গ্রাম পঞ্চায়েত এলাকার সরকারি ঘরের লিস্ট ইতিমধ্যেই সরকার তরফে দেওয়া হয়েছে । এই লিস্টে কার কার নাম রয়েছে তা জানার জন্য কি করবেন ।


প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট  বা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট এ আপনার দেখার জন্য - 

  • আপনার ব্লক অফিসে বা গ্রাম পঞ্চায়েত এ গিয়ে অফিসিয়ের কাছে যান ।

  • তারপর আপনার গ্রামের নাম বলুন এবং জিজ্ঞাসা করুন ।

  • সরকারি ঘরের লিস্ট ২০২৪ দেখতে চাই ।

  • দেখুন তারা আপনাকে কি পরামর্শ দেন ।

বাংলা আবাস যোজনা ঘর পেতে প্রয়োজনীয় ডকুমেন্ট : Bangla Abash Jojona Docoments

  • আঁধার কার্ড ।

  • ভোটার কার্ড ।

  • জব কার্ড ।

  • ডিজিটাল রেশন কার্ড ।

  • ব্যাঙ্কের একাউন্ট বই ।

  • ফটোকপি ।

 

এই ছিল আজকের আলোচনা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৫ । আমাদের এই প্রতিবেদনটি পড়ার পর আপনার মনে যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বা ইমেইল করে জানান । গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট , রাজ্য সরকারের ঘরের লিস্ট, সরকারি ঘরের লিস্ট 2025, বাংলা আবাস যোজনা , ঘরের লিস্ট কিভাবে দেখব - এই নিয়ে  যে কোনো জিজ্ঞাসা করুন নিচে ।


ভোটার আগে কিংবা পরে এই গ্রাম পঞ্চায়েতের ঘরের কাজ হবে নিশ্চিত । তাই bangla abas jojona, আবাস যোজনা ঘরের লিস্ট 2024 বা গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট যাদের অবশই নজর রাখবেন আর আমরা আপনাদের মাঝে নতুন তথ্য আসলে তুলে ধরবো । এছাড়া আমাদের অফিসিয়াল গ্ৰুপে join করে রাখুন ।


sarkari suvidha official (whatsapp)

Comments Below

If You Any Questions or Any Suggestions


1 টি মন্তব্য

Sarkari Suvidha Featured

2002 Voter List West Bengal: ভোটের লিস্ট ২০০২ দেখুন | SIR Voter List 2002 @ceowestbengal.nic.in

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট। Voter List 2002 West Bengal. SIR Voter List 2002 PDF Download, ভোটার যাচাই সমীক্ষা কবে শুরু হবে? @ceowe...