Voter Card Aadhar Card Link : ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক | আজেই করুন ভোটের কার্ডের সাথে আধার লিঙ্ক অনলাইনে।

ভোটের কার্ড আঁধার লিংক
ভোটের কার্ড আঁধার লিংক ওয়েস্টবেঙ্গল 


কিভাবে অনলাইনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন? অনলাইনে মোবাইলে দিয়ে ভোটের কার্ড ও আধার কার্ড লিংক করার সঠিক পদ্ধতি।


ভারতের ইলেকশন কমিশন এর নির্দেশ অনুযায়ী ভারতের সমস্ত ভোটার গ্রাহকদের তাদেরকে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই কাজ খুব সহজেই মোবাইলে দিয়ে করা যায়।


পশ্চিমবঙ্গে এই লিংকের কাজ চলছে, কিভাবে মোবাইলের মাধ্যমে তা করতে পারবেন সে সম্পর্কেই নিচে বলা রয়েছে।


আজকে আমরা আপনাদেরকে সেই পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল।


ভোটার কার্ড আধার কার্ড লিংক ২০২৩

ভোটের কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি :-

  • প্রথমে আপনার মোবাইলে Voter Helpline এই মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করুন। অথবা Nvps.in ওয়েবসাইটে যান।

Votar Helpline app

  • Voter Helpline App Download 
  • এপ্লিকেশনটি ওপেন করার পর Voter Registration এ ক্লিক করুন।

  • এবারে অনেকগুলি অপসন আসবে তার মধ্যে সবার শেষে "Electoral Authentication Form (Form B)"  এই অপসন এ ক্লিক করুন।

Voter card aadhar card link west bengal

  • এবার Let's Start করুন।

  • তারপর mobile number দিন ও OTP তে ক্লিক করুন এবং এবারে OTP আসবে মোবাইলে সেটি সঠিক করে লিখে ওকে করুন।

  • তারপর "Yes, I have Votar ID Number " এ সিলেক্ট করে Next করুন।

  • তারপর ভোটের কার্ডের নাম্বারটি দিন ও রাজ্য ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে Fetch details এ ক্লিক করার পর Proceed করুন।

  • এবারে আপনার নাম, বয়স ঠিকানা সমস্ত details চলে আসবে, দেখে নিয়ে Next এ ক্লিক করে এগিয়ে যাবেন।

  • এখন আঁধার নম্বরটি লিখুন (Aadhar Number) এবং Mobile Number, E-mail ও ঠিকানা দিয়ে Done করুন।

ভোটার কার্ডের সঙ্গে আঁধার লিংক

**  একটি বক্স থাকবে ওখানে ঠিক দিবেন না। আর আঁধার কার্ডের নম্বর টি সঠিক ভাবে লিখবেন যেন কোনোরকম ভুল না হয়।


  • তারপর প্রিভিউটি দেখে নিন কোথাও কোনো ভুল হয়েছে কী না। সমস্ত ঠিক থাকলে Conform এ ক্লিক করুন।

  • Thank You লেখার আসবে তারমানে আপনার ভোটের কার্ডের সঙ্গে আঁধার লিংক সম্পূর্ণ হয়ে গেছে। Your Reference Id number টি দেখতে পারবেন।

ভোটার কার্ড আধার লিঙ্ক
ভোটার কার্ড আধার লিঙ্ক 


এভাবেই অতিসহজেই আপনার পরিবারের সকলের ভোটার কার্ড আধার কার্ড লিংক করে নিতে পারবেন।

ভোটার কার্ড আধার কার্ড লিংক লাস্ট ডেট?

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই কাজ চলছে এছাড়া নিয়েই মোবাইলের মাধ্যমে এই লিংক করা সম্ভব। ভোটার কার্ড আধার কার্ড লিংক লাস্ট ডেট এখনো অব্দি বলা হয় নাই আগস্ট এ এই লিংক করার প্রক্রিয়া চালু হয়েছে।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

নতুন আপডেট

Jomir Tothya App (জমির তথ্য) : Check West Bengal Land Information Jomir Tothya App 2023

Jomir Tothya (জমির তথ্য )  2023 Khatiya information, Plot information, RS-LR Details. Jomir tothya online. Check Land Information on JOMIR T...

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ ফলো করতে ভুলবেন না *

গুগল নিউস এ Sarkarisuvidha.in অনুমতি প্রাপ্ত , ফলো করতে উপরে ক্লিক করুন