Durga Puja 2022: দূর্গা পূজা কবে? মহালয়া থেকে দেবীবিসর্জন, জেনে নিন দূর্গা পূজার সঠিক সময়সূচি।

Durga Puja 2022 - দূর্গা পূজা 2022
Durga Puja 2022 - দূর্গা পূজা 2022


দূর্গা পূজা 2022। দূর্গা পূজা কতদিন বাকি। দূর্গা পূজার নিঘন্ট 2022। 2022 সালে দূর্গা পূজার সময়সূচী। দূর্গা পূজা ক্যালেন্ডার 2022।মহালয়া 2022। সন্ধি পূজার সময়।বিজয়া দশমী 2022।দেবী দুর্গার আগমন ও গমন। 


2022 সালে দূর্গা পূজা কবে? দূর্গা পূজা 2022 ষষ্ঠী থেকে দেবী-বিসর্জন সঠিক সময় ও তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখে নিন।


Durga Puja 2022 - দূর্গা পূজা 2022


কথায় আছে 'বাঙালির বারো মাসে তেরো পার্বন' -  কথাটি একদমই সত্য। বাঙালিরা উৎসবের আনন্দেই সারাবছর মেতে থাকে। বাঙালিদের কাছে অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব বা শারদীয়া উৎসব ।দূর্গাপূজা প্রত্যেক বাঙালির প্রাণের সাথে জুড়ে আছে।ধনী দরিদ্র নির্বিশেষে ছোট থেকে বড়ো সবাই এই উৎসবের আনন্দে মেতে ওঠে।



পুরান অনুসারে অযোধ্যায় রামচন্দ্র লঙ্কার রাবণকে বধ করার জন্য শরৎকালে অকালবোধন করে দেবী দুর্গার বন্দনা করেছিলেন। এবং সেই থেকে শরৎকালে শারদ উৎসব শুরু হয়। এছাড়াও বসন্ত কালে বসন্তকালীন দুর্গাপূজাও প্রচলিত আছে । তবে আমাদের বাঙালিরদের কাছে শরৎকালের দূর্গাপূজাই বেশি প্রিয় ও অন্তরের উৎসব।


 আশ্বিন মাসে শরৎতের শুক্লপক্ষে পিতৃপক্ষের অবসানে অমাবস্যায় মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা ঘটে। এবং সেই শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বোধন এর মধ্য দিয়ে দেবী দূর্গার পূজা আরম্ভ হয়। শুধু দেবী দুর্গার নয় এইদিন আরও দেবদেবীর পুজো করা হয়।


এবং এরপর সপ্তমীতে (নবপত্রিকা স্নান ), অষ্টমী (সন্ধি পূজা, কুমারী পূজা ), নবমী, দশমী (সিঁদুর খেলা, বিসর্জন )এই চার দিন ধরে নানা পৌরাণিক রীতি মেনে দূর্গা পূজা করা হয়। শুধু পচিমবঙ্গে নয়, গোটা বিশ্বের সমস্ত বাঙালিদের মধ্যে দূর্গা পূজা প্রচলিত।


মহিষাসুরমর্দিনী দেবী দূর্গা যেমন জগৎজননী, দুর্গতিনাশিনী, শক্তির দেবী তেমনি দেবী দূর্গা যেন প্রত্যেক বাঙালির ঘরের মেয়ে।এই দুই রূপের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতিতে দূর্গা পূজা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে চলছে।


আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।কিছুদিন পরেই শুরু হবে বাঙালির জাতীয় উৎসব দূর্গা পূজা (durga puja 2022)। কাশবন, শরৎতের মেঘ, শিউলি ফুলের গন্ধ ও ঢাকের আওয়াজে দশভুজার আগমনকে স্বাগত জানানোর জন্য প্রহর গুনছে বাঙালিরা। চারিদিকে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি।


 কবে থেকে শুরু বাঙালির শেষ্ঠ দুর্গোৎসব তা একনজরে দেখে নিন -


2022 দূর্গা পূজার নিঘন্ট


 2022 সালের মহালয়া কবে?


25 শে সেপ্টেম্বর 2022(বাংলায় 5 আশ্বিন।)

দিন -রবিবার। অমাবস্যা তিথি আরাম্ভ -24 সেপ্টেম্বর, শনিবার রাত 2 টা 55 মিনিট  56 সেকেন্ড। অমাবস্যা তিথি শেষ - 25 শে সেপ্টেম্বর রবিবার 3 টা 28 মিনিট 17 সেকেন্ডে।


 মহালয়ে অমাবস্যায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা ঘটে। এবং মহালয়ার এই পবিত্র দিনটিতে বাঙালিরা তাঁদের  পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করে থাকেন।


2022 সালের দূর্গা পূজার সময়সূচী


উৎসবের নাম 

তারিখ 

দিন 

সময় 

মহাপঞ্চমী 

30 সেপ্টেম্বর 2022

( বাংলা ১৩ ই আশ্বিন )

শুক্রবার

সকাল 10টা 39 মিনিট পর্যন্ত 

মহাষষ্ঠী 

1 অক্টোবর 2022 

(বাংলা ১৪ ই অশ্বিন )

শনিবার 

সকাল 9 টা 29 মিনিট থেকে রাত্রি 8 টা 37 মিনিট পর্যন্ত 

মহাসপ্তমী

2 অক্টোবর 2022

( বাংলা ১৫ ই আশ্বিন )

রবিবার 

সকাল 9 টা 29 মিনিট থেকে সন্ধ্যে 6 টা 23 মিনিট পর্যন্ত

মহাঅষ্টমী 

3 অক্টোবর 2022

(বাংলা ১৬ই আশ্বিন )

সোমবার 

সকাল 9 টা 29 মিনিট থেকে বিকেল 4 টা পর্যন্ত 

মহানবমী 

4 অক্টোবর 2022

(বাংলা ১৭অশ্বিন )

মঙ্গলবার 

সকাল 9 টা 28 মিনিট থেকে বিকেল 3টা 59মিনিট পর্যন্ত

বিজয়াদশমী 

5 ই অক্টোবর 2022

(বাংলা ১৮ই অশ্বিন )

বুধবার 

9 টা 28 মিনিট থেকে দিন 11টা 11 পর্যন্ত


  • সন্ধি পূজার সময়কাল 3 ই অক্টোবর সোমবার দিন 3 টা 35 মিনিট থেকে  8 টা 23মিনিট পর্যন্ত।


শাস্ত্র অনুযায়ী মনে করা হয় দেবী দুর্গার মর্তে আগমন ও গমনে যে বাহনের ওপর হয় তার ওপর নির্ভর করে গোটা বাংলার পরিবেশ কেমন কাটবে।দেখে নেওয়া যাক 2022 সালে দেবী দূর্গার আগমন ও গমন কিসে হবে।

দেবী দুর্গার আগমন 2022:

এই বছর দেবী দূর্গা গজে করে আসবেন। যার ফলে বসুন্ধরা শস্য পূর্ণ হয়ে উঠবে।

দেবী দুর্গার গমন 2022:

এই বছর দেবী দূর্গা নৌকায় গমন করবেন। যার ফলে বন্যা ও ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে।


দূর্গা পূজা কত দিন বাকি

দূর্গা পূজা ৩৪ কতদিন বাকি? 30 সেপ্টেম্বর 2022 মহাপঞ্চমী দূর্গা পূজা শুরু এবং বিজয়াদশমী পড়েছে 5 ই অক্টোবর 2022।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

PMAY ঘরের তালিকা 2024 : প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪ | Pradhan Mantri Awas Yojana List Check West Bengal

Pradhan Mantri Awas Yojana West Bengal আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো না পেয়ে থাকেন, তাহলে একটু গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৩ সালের ...