আপনারা যারা এই প্রকল্পের আবেদন করেছেন কিন্তু এখনো যুবশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তারা, যুবশ্রী প্রকল্পে নতুন ওয়েটিং লিস্টটি কী ভাবে দেখবেন? Check Yuvashree Prakalpa New List 2024
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024 দেখার পদ্ধতিতে ও Employment Bank Waiting list 2024 PDF লিংক সহ আজকের আমাদের এই আলোচনা।
নতুন লিস্টে আপনার নামটি কী করে খুজেবেন এবং লিস্টে নাম থাকলে আপনাকে কী করতে হবে?Annexure form কীভাবে ডাউনলোড করতে হবে, কোথায় জমা করতে হবে? যুবশ্রী প্রকল্পে কিভাবে নতুন করে রেজিস্ট্রেশন করবেন? ইত্যাদি আজকের এই প্রতিবেদনটিতে বিস্তারিত ভাবে তুলে ধরবো।
যুবশ্রী প্রকল্প কী?
পচিমবঙ্গ সরকার সকল বেকার যুবকদের আর্থিক সাহায্য প্রদানের জন্য 2013 সালে 'যুবশ্রী প্রকল্প' (Yuvashree Scheme) চালু করেন ।এই প্রকল্পটি প্রথমে 'যুব উৎসাহ ভাতা ' নামে চালু করা হয়েছিল এবং পরে নামটি পরিবর্তন করে যুবশ্রী প্রকল্প করা হয় ।
এই পকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতিমাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়,কর্মহীন বেকার যুবকরা যেন নিজেদের সাবলম্বী ও কর্মপযোগী করে তুলতে পারে এই উদ্যেশেই প্রকল্পটি চালু করা হয়।
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2023-24 (Yuvashree Prakalpa New List 2024)
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট ডাউনলোড - Employment Bank Waiting List Dwonload 2024
Employment bank এর তরফ থেকে 2024 সালে যুবশ্রী প্রকল্পের পঞ্চম ওয়েটিং লিস্টটি (Employment Bank 5th waiting list 2023) প্রকাশিত করা হয়েছে । যেখানে প্রায় 20 হাজারের বেশি নাম রয়েছে। আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করে থাকলে এই লিস্টটি ডাউনলোড করে আপনার নামটি দেখে নিতে পারেন।
Employment bank new waiting list ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের https://employementbabk.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।
ওয়েবসাইটে আসার পর 'view yuvashree waiting list' ক্লিক করলেই একটি pdf ডউনলোড হবে এবং সেখান থেকে আপনি আপনার নামটি দেখে নিতে পারবেন।
এছাড়াও আপনি আমাদের দেওয়া লিংক ক্লিক করে সরাসরি PDF টি ডাউনলোড করে নিজের নামটি দেখে নিতে পারেন।
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2023 |
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট পিডিএফ ডাউনলোড লিংক
যুবশ্রী প্রকল্পর নতুন তালিকায় নাম থাকলে কী করবেন?
যুবশ্রী তালিকায় (yuvasree scheme )আপনার নাম অন্তর্ভুক্ত হলে employment bank এর নির্দেশ অনুযায়ী নিদিষ্ট তারিখের এর মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসায়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে 'annexure -I' ফর্মটি submit করতে হবে এবং ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে validation এর জন্য জমা করতে হবে।
আপনাদের অবশ্যই 'annexure -I' ফর্মটির সাথে 'annexure -II' ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্র সহকারে Employment Exchange Office এ ভ্যালিডেশন এর জন্য জমা করতে হবে।
আপনার নাম যদি নতুন প্রকাশিত তালিকায় থেকে থাকে এবং আপনি যদি 'annexure -I' এবং 'annexure -II' ফর্মটি এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা না করেন তাহলে আপনার নামটি বাতিল হয়ে যেতে পারে এবং আপনি 1500 টাকার মাসিক ভাতা থেকে বঞ্চিত হবেন।
Annexure from কিভাবে ডাউনলোড করবেন এবং কোথায় জমা করবেন?
Annexure -I বা বেকারত্ব আবেদন সহায়তা পত্র :
'annexure -I' ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে 'Submit annexure -I' অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার সামনে একটি পেজ আসবে এবং সেখানে আপনার ID নম্বর ও Password দিয়ে সাবমিট করতে হবে।
পাসওয়ার্ড সাবমিট করার পর আপনার সামনে একটি ফর্ম আসবে সেটি ফিলাপ করে 'submit annexure-I' অপশনে ক্লিক করতে হবে।
সাবমিট করার পর আপনার annexure-I ফর্মটি সাকসেসফুল দেখাবে তারপর সেটি প্রিন্ট আউট করে এক্সচেঞ্জ অফিসে জমা করতে পারবেন।
Annexure-II বা group A অফিসার কৃতক বেকারত্বের শংসাপত্র
'Annexure-II'ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক এর অফিসিলালি ওয়েবসাইটে আসতে হবে।
তারপর আপনাকে 'Yuvashree' অপশনে ক্লিক করে 'about the schem' অপশনে গিয়ে annexure -II আবেদন পত্রটি ডউনলোড করে প্রিন্টআউট করে নিতে হবে।
তারপর annexure -II আবেদন পত্রটি ফিলাপ করে A catagory আফিসার দ্বারা সাক্ষর করিয়ে (annexure -I ফর্ম ও ব্যাংক একাউন্ট সহ )এক্সচেঞ্জ অফিসে validation এর জন্য জমা করতে হবে।
এছাড়াও আপনারা এই লিংকে ক্লিক করে annexure- II ফর্মটি ডাউনলোড করতে পারবেন।
Annexure-II from: Dwonload
Annexure-III বা আবেদনকারীর স্ব- ঘোষণাপত্র
যুবশ্রী প্রকল্পের নতুন রেজিস্টার সহ যারা মাসিক 1500 টাকা করে ভাতা পাচ্ছেন তাঁদের এই Annexure -III ফর্মটি নিদিষ্ট তারিখের মধ্যে অনলাইনে জমা করতে হবে। এই ফর্মটি সাবমিট না করলে আপনারা এই প্রকল্পের সুবিধাটি পাবেন না।
এই ফর্মটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
এবং সেখানে আপনি submit annaxure -III নামে একটি অপশন দেখতে পারবেন সেখানে User ID বা enrolment number ও password দিয়ে লগইন করতে হবে।
লগইন করার পর submit choice অপশনে ক্লিক করে সমস্ত বিবরণ দিয়ে ফর্মটি পুরণ করে submit annaxure -III তে ক্লিক করলেই আপনার annaxure -III এর জন্য আবেদন প্রক্রিয়াটি সফল হবে।
যেসকল কর্মপ্রার্থী নিদিষ্ট তারিখের মধ্যে annaxure -III ফর্মটি অনলাইন জমা করতে পারেননি তারা 2022এর আগস্ট মাসের 30 তারিখের মধ্যে তাঁদের নিকটবর্তী জেলা অফিসে গিয়ে আবেদন করতে হবে।annaxure -III ফর্মটির জন্য আবেদন গৃহীত হলেই আবেদনকারীর নাম নতুন তালিকায় যুক্ত হবে।
আপনারা যারা এখনো যুবশ্রী প্রকল্পে রেজিস্ট্রেশন বা আবেদন করেননি করেননি, নীচে দেওয়া স্টেপ ফলো করে খুব সহজেই এই প্রকল্পে নিজের নামটি নথিভুক্ত করে নিন :
কিভাবে রেজিস্ট্রেশন করবেন? Registration Process
এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইলে প্রথমে আপনাকে পচিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং আপনাকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং আপনার বয়স 18 থেজে 45 বছরের মধ্যে হতে হবে। তারসাথে আপনাকে একজন বেকার যুবক হতে হবে এবং কেন্দ্র বা রাজ্য সরকার থেকে কোনো প্রকার ঋণ নেওয়া চলবে না।
আপনি যদি এইসব যোগ্যতা পুরণ করে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
যুবশ্রী প্রকল্পে আবেদনের আগে empolyment bank এ নাম রেজিস্ট্রেশন করতে হয়। কিভাবে অনলাইন নাম রেজিস্ট্রেশন করবেন তা দেখে নিন
Yuvashree scheme এ নাম নথিভুক্ত করতে প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
তারপর New Enrolment Job Seeker অপশনে ক্লিক করে সমস্ত শর্তাবলী মেনে Except ও continue ক্লিক করতে হবে।
এরপর আপনার সামনে একটি ফর্ম আসবে সেটি প্রয়োজনীয় বিবরণ সহ ফিলাপ করে submit করলে আপনার ID নম্বর ও password টি পেয়ে যাবেন।
এরপর আপনাকে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি ও এমপ্লয়মেন্ট ব্যাংক এর দেওয়া ID ও Password নিয়ে এক্সচেঞ্জ অফিসে 60 দিনের মধ্যে ভেরিফিকেশন এর জন্য জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট : Documents
এই প্রকল্পে আবেদনের জন্য যেসব document এর প্রয়োজন তা দেখে নিন
উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক সার্টিফিকেটে।
ভোটার কার্ড /প্যান কার্ড /আধার কার্ড।
ব্যাংকের পাস বই।
পাসপোর্ট সাইজের ছবি।
এই ছিল আজকের বিষয় যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024 সম্পর্কে। যদি আপনি Latest যুবশ্রী প্রকল্প নতুন ওয়েটিং লিস্ট 2023-24 দেখতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন আরও কোনো নতুন লিস্ট এসেছে কী না দেখার জন্য।
কোন মন্তব্য নেই