West Bengal Krishak Bandhu Id Number, Status Check online 2024 (কৃষক বন্ধু প্রকল্পের আইডি ও স্ট্যাটাস)
কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গের কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা। এই প্রকল্পের ফলে ওয়েস্টবেঙ্গলের অসংখ্য কৃষকেরা প্রতিবছর আর্থিক সাহায্য পেয়ে থেকে।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জমির রেকর্ড বা খতিয়ানের প্রয়োজন পড়ে।
প্রিয় কৃষক বন্ধুরা, আপনারা কী কৃষক বন্ধু প্রকল্প এর আবেদন করেছেন? যদি করে থাকেন তাহলে জানেন যে, প্রত্যেকের কৃষক বন্ধু আইডি নম্বর (Krishak Bandhu Id Number) যাকে KB Id বলে।
আজকে এই লেখাটির মধ্যেই আমরা, কৃষক বন্ধুর আইডি নম্বর কিভাবে অনলাইনে বের করবেন, ও কৃষক আইডি নম্বর চেক করার পদ্ধতি নিয়ে নিচে বিস্তারিত দেওয়া হল।
হাইলাইটস (কৃষক বন্ধু আইডি নম্বর চেক অনলাইন)
কৃষক বন্ধু আইডি কী?
কৃষক বন্ধু আইডি নম্বর চেক অনলাইন 2024
কৃষক বন্ধু আইডি আইডি নম্বরের গুরুত্ব।
কৃষক বন্ধু আইডি ও কৃষক বন্ধু স্ট্যাটাস চেক |
কৃষক বন্ধু প্রকল্প আইডি নম্বর কী ( What is Krishak Bandhu Id)
কৃষক বন্ধু আইডি কী : কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের পর কিছুদিনের মধ্যেই প্রতিটি কৃষকের একটি করে আলাদা আলাদা নম্বর দেওয়া হয়, ওই উনিক নম্বর টিকে কৃষক বন্ধু আইডি নম্বর বা KB Id Number বলে।
কৃষক বন্ধু আইডি চেক করার পদ্ধতি নিয়ে স্টেপগুলি নিয়ে নিচে দেওয়া রয়েছে।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা হল - এই প্রকল্পের ফলে কৃষকদের চাষের জন্য প্রতিবছর দুইবার জমির পরিমানের উপর ভিক্তি করে একটি আর্থিক সহযোগিতা করে পশ্চিমবঙ্গ সরকার।
কৃষক বন্ধু প্রকল্পের বিস্তারিত বিবরণ ও কিভাবে আবেদন করবেন জানতে পড়ুন 👇
কৃষক বন্ধু প্রকল্প 2024 (আবেদন করার পদ্ধতি ও সুবিধা)
কৃষক বন্ধু প্রকল্প আইডি নম্বর ও স্ট্যাটাস চেক করার পদ্ধতি 2024
কৃষক বন্ধু আইডি নম্বর চেক ( Check Your Krishak Bandhu Id Number )
সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্প আইডি নম্বর কিভাবে দেখবেন? তারজন্য নিচের দেওয়া স্টেপগুলি অনুসরণ করুন।
স্টেপ 1# : গুগলে কৃষক বন্ধু প্রকল্প বা Krishakbandhu.net লিখে search করুন।
স্টেপ 2# : তারপর Krishakbandhu.net অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করে ওপেন করুন।
স্টেপ 3# : ওয়েবসাইটি ওপেন হওয়ার পর "নথিভুক্ত কৃষকের তথ্য" এই লেখাটির ওপরে ক্লিক করে ওপেন করুন। নিচের ছবিটি দেখুন।
স্টেপ 4# : এবারে আপনাকে আপনার ভোটের কার্ড নম্বর (voter card id) লিখতে হবে এবং পাশে I'm not a robot এর বক্সটিতে ক্লিক করে একটু wait করুন যতক্ষননা ঠিক দেখায়।
স্টেপ 5# : এবারে পাশে সার্চ (Search) এ ক্লিক করুন। এখন আপনার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত নথি ও তথ্য দেখতে পাবেন।
কৃষক বন্ধু আইডি চেক করার পর কী কী তথ্য দেখতে পাবেন
উপরের বলা স্টেপ গুলির পর আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত নথি ও তথ্য দেখতে পাবেন সেগুলি হল।
AKD Id : 20টি নম্বর নিয়ে এই AKD Id হয়ে থাকে। আপনার কৃষক বন্ধু প্রকল্পের AKD নম্বরটি এই নম্বরটি লিখে রাখতে পারেন।
KB Id : এই KB Id টি হল আপনার কৃষক বন্ধু আইডি। এটি K মানে হল কৃষক এবং B মানে হল বন্ধু, অর্থাৎ কৃষক বন্ধু।
Farmar Name : তারপর কৃষকের নাম দেওয়া থাকবে। আপনার নাম টি সঠিক রয়েছে কী সেটি দেখে নিবেন।
District : জেলা।
Block : ব্লক দেওয়া থাকবে।
Gram Panchayat : গ্রামের পঞ্চায়েত এর নাম দেওয়া থাকবে।
Village : গ্রামের নাম।
Total Land: মোট জমির পরিমান কত। কৃষক বন্ধু প্রকল্পের জন্য কতটুকু জমির অনলাইন উঠেছে, তা দেখতে পাবেন।
Status : কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। বর্তমান এই প্রকল্পের স্ট্যাটাস কী আছে।
Transaction Status : এর পর এই প্রকল্পের লেনদেন স্ট্যাটাস দেখা যাবে।
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক অনলাইন 2024
কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস বলতে বোঝায়, এই প্রকল্পের স্ট্যাটাস বিষয় কিছু তথ্য নিচে বলো হল।
Krishak Bandhu Approved Status
Transaction Status
KB Approved Status : আপনার কৃষক বন্ধু প্রকল্প কী হয়েছে? যদি আপনার এই প্রকল্পের আবেদন Approved হয়ে যায় তাহলে, কৃষক বন্ধু আইডি নম্বর স্ট্যাটাস এ দেখাবে। KB Id Number টি দেখবে স্ট্যাটাস এ।
Transaction Status: এটি হল আপনার টাকা পাওয়ার জন্য টাকার লেনদেনের কী অবস্থা এই দেখাবে। যদি Transaction success দেখায় তাহলে কিছুদিনের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনার নিজস্ব ব্যাঙ্ক একাউন্ট এ টাকা চলে আসবে।
আমরা কৃষক বন্ধু প্রকল্পে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে, তাই অবশ্যই পশ্চিমবঙ্গের প্রকল্পের খবর ও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য (SarkariSuvidha.in) এ নজর রাখুন।
অথবা google এ গিয়ে Sarkarisuvidha.in লিখুন, পশ্চিমবঙ্গের কৃষকদের বিভিন্ন প্রকল্প ও সুবিধার খবর জানার জন্য।
Mohan das megdar mohanmegdar@mal.com www.com. 8016019927 nam pai ne sir.
উত্তরমুছুন