Ration Card Check 2025 : রেশন কার্ড চেক মোবাইল নাম্বার বা আঁধার কার্ড দিয়ে 2025

রেশন কার্ড চেক অনলাইন


রেশন কার্ড চেক অনলাইন : পশ্চিমবঙ্গ সরকার নাগরিকদের সুবিধার্থে রেশন ব্যবস্থাকে ডিজিটাল করেছে, যাতে মানুষ ঘরে বসেই রেশন কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারেন। এই কাজের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর (Food & Supplies Department, Government of West Bengal)।

আপনার মোবাইল দিয়ে এক ক্লিকেই দেখতে পারবে  আমার রেশন কার্ড এর স্ট্যাটাস - যেমন : 

  • মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করতে পারবেন।
  • শুধুমাত্র আঁধার কার্ডের নম্বর দিয়ে রেশন কার্ড হয়েছে কী না স্ট্যাটাস চেক করতে পারবেন।
  • রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইনে।

সমস্তকিছু অতি সহজেই চেক করতে পারবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে না। তার আগে দেখে দেওয়ার যাক কী লাগবে Ration Card Check করার জন্য।

📱 কী কী দরকার হবে রেশন কার্ড চেক করার জন্য? Ration Card Check 2025-26

রেশন কার্ড চেক করতে নিচের যেকোনো একটি তথ্য লাগবে:

✅ মোবাইল নম্বর (যেটা রেশন কার্ড আবেদন করার সময় দেওয়া হয়েছিল)

             অথবা

✅ আধার কার্ড নম্বর লাগবে।

✅ একটি OTP আসবে মোবাইল নম্বরে যা সঠিক লিখতে হবে। (আঁধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে )

চলুন এবারে সম্পূর্ণ ধাপগুলি জানা যাক কিভাবে চেক করবেন - 

🧾 Ration Card Check Online 2025: মোবাইল নম্বর বা আধার কার্ড দিয়ে রেশন কার্ড স্ট্যাটাস চেক করার পদ্ধতি ২০২৫ 

🔸 ধাপ ১: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ টি ওপেন করুন মোবাইলে।


🔸 ধাপ ২: ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে যান এবং দেখুন Special Services লেখাটি।

রেশন কার্ড চেক

🔸 ধাপ ৩: এখন অনেকগুলি বক্স দেখতে পারবেন ডান পাশের উপরে দেখুন - CHECK STATUS OF RATION CARD APPLICATION - এখানে click করুন।

🔸 ধাপ ৪: এবারে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে - সিলেক্ট করুন Aadhar বা Mobile Number.

🔸 ধাপ ৫: নিচের বক্স এ আপনার আঁধার কার্ড নম্বর বা মোবাইল নম্বর সঠিক ভাবে লিখুন।

Ration card check. রেশন কার্ড চেক মোবাইল নম্বর দিয়ে


🔸 ধাপ ৫: শেষে আমি এতদ্বারা আধারের মাধ্যমে লগইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি ঠিক (✔️) দিয়ে search করুন।

এখন আপনার রেশন কার্ড চেক করে নিন হয়েছে কী না।


🌀 মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড স্ট্যাটাস দেখার পদ্ধতি:


1. “Mobile Number” অপশন সিলেক্ট করুন।

2. আপনার মোবাইল নম্বরটি টাইপ করুন।

3. ক্যাপচা কোড দিন।

4. “Submit” বাটনে ক্লিক করুন।

5. আপনার রেশন কার্ডের আবেদন স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পাবেন।


🌀 আধার নম্বর দিয়ে রেশন কার্ড স্ট্যাটাস দেখার পদ্ধতি:


1. “Aadhaar Number” অপশন সিলেক্ট করুন।

2. আপনার ১২-সংখ্যার আধার নম্বর টাইপ করুন।

3. ক্যাপচা দিন ও “Submit” করুন।

4. স্ক্রিনে আপনার আবেদন স্ট্যাটাস, রেশন কার্ড নম্বর, FPS (ডিলার), এবং আরও বিস্তারিত তথ্য দেখা যাবে।


রেশন কার্ড চেক ২০২৫ : সরাসরি অফিসিয়াল লিংক 


কিছু গুরুত্বপূর্ণ টিপস:

যদি মোবাইল বা আধার নম্বর দিয়ে স্ট্যাটাস না আসে, তাহলে রেশন আবেদন ফর্মে ভুল থাকতে পারে।

এক্ষেত্রে স্থানীয় খাদ্য অফিস বা DSSC (District Supply Office)-তে যোগাযোগ করুন বা ব্লকে যোগাযোগ করুন।

ওয়েবসাইট না খুললে কিছু সময় পর আবার চেষ্টা করুন।

সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্যই গ্রহণযোগ্য।

---

📞 সাহায্যের জন্য কোথায় যোগাযোগ করবেন?

অফিসিয়াল ওয়েবসাইট: https://food.wb.gov.in



Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

Paray Samadhan: আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প, উদ্দেশ্য, সুবিধা, কবে শুরু হচ্ছে - AMADER PARA AMADER SAMADHAN Scheme 2025-26

Paray Samadhan Prakalpa: পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প, আমাদের পাড়া, আমাদের সমাধান :   “দুয়ারে সরকার” সফলভাবে পরিচালনার পর এবার মুখ্যমন্...