Ration Items List West Bengal: প্রত্যেক মাসের ন্যায় ২০২৫ সালের জানুয়ারি মাসেও দেওয়া হবে বিনামূল্যে রেশন। বিনামূল্যে কোন কার্ডে কত কেজি করে চাল, আটা, গম দেওয়া হবে তা ঠিক করে দেয় সরকার। সেই অনুযায়ী মাল পৌছায় রেশন দোকানগুলোতে।এই মাসে রেশন আনতে যাওয়ার আগেই দেখে নিন সম্পূর্ণ তালিকাটি।
জানুয়ারি ২০২৫ মাসে রেশনে কত কেজি চাল, আটা ও গম দেওয়া হবে?
পশ্চিমবঙ্গ সরকার করোনা কাল থেকেই সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে রেশনের পরিষেবা দিয়ে আসছে। করোনার আগে অবশ্য রেশন তোলার জন্য কিছুটা মূল্য দিতে হতো। কিন্তূ করোনাকাল থেকে ফ্রী রেশনের ঘোষণা করে সরকার। করোনা চলে গেলেও দরিদ্র মানুষদের জন্য মোদী সরকার এই ফ্রী রেশনের মেয়াদ আরও বাড়িয়ে দেয়। প্রত্যেক মাসে রেশনে কত কেজি করে চাল ও গম পাবে তা আগে থেকে ঠিক করে দেয় খাদ্য দপ্তর। তেমনি এই মাসেও কত কেজি চাল, আটা ও গম পাওয়া যাবে তা ঠিক করে দিয়েছে খাদ্য দপ্তর।
এক নজরে এই মাসের রেশনের তালিকাটি দেখে নিন।
জানুয়ারি মাসের রেশনের তালিকা
বর্তমানে পশ্চিমবঙ্গে পাঁচ ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে -RKSY-I, RKSY-II, SPHH, PHH, AYY। এই প্রত্যেকটি কার্ডের ধরণ অনুযায়ী আলাদা আলাদা মাল দেওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক এই কোন কার্ডে কত পরিমানে চাল ও গম মিলবে।
রেশন কার্ড ভাগ | চাল ও গমের পরিমান |
RKSY-1 | *জন প্রতি ২ কেজি চাল ও ৩ কেজি গম বা আটা দেওয়া হবে। * গম না থাকলে তার পরিবর্তে ৫ কেজি চাল দেওয়া হবে। |
RKSY-II | *জন প্রতি ৩ কেজি চাল ও ১ কেজি গম বা আটা দেওয়া হবে। *গম না থাকলে তার পরিবর্তে ১ কেজি চাল দেওয়া হবে। |
SPHH | *জন প্রতি ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গ্রাম গম বা আটা দেওয়া হবে *জন প্রতি ২ কেজি আটার প্যাকেট দেওয়া হবে। * গম ও আটা না থাকলে তার পরিবর্তে ৩ কেজি চাল দেওয়া হবে।(কিন্তূ গম ও আটা একসাথে দেওয়া হবে না) |
PHH | *জন প্রতি ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গ্রাম গম দেওয়া হবে *জন প্রতি ২ কেজি আটার প্যাকেট দেওয়া হবে। *গম ও আটা না থাকলে তার পরিবর্তে ৩ কেজি চাল দেওয়া হবে।(কিন্তূ গম ও আটা একসাথে দেওয়া হবে না) |
AYY | *জন প্রতি ২১ কেজি চাল *জন প্রতি ১৩ কেজি ৩০০ গ্রাম গম। *১৪ কেজি আটা *১কেজি চিনি (১৩. ৫০ টাকা দিতে হবে) |
প্রত্যেক মাসের ১ তারিখ থেকেই দেওয়া হয় বিনামূল্যে রেশন। সারা মাস ধরে চলে রেশন বিতরণ। উপরের দেওয়া তালিকা দেখে যাচাই করে এই মাসের রেশন তুলে নিন।
কোন মন্তব্য নেই