সরকার কর্তৃক সহায়ক মূল্যে ধান সংগ্রহ করবে, আপনার জমির ধান সরাসরি বিক্রি করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাই আপনি কি ধান বিক্রি করতে চান?
যদি হ্যা, তাহলে আমাদের এই প্রতিবেদনে সব বলা রয়েছে, কিভাবে ধান বিক্রি করতে পারবেন সমস্ত কিছু।
সঠিক গুনমানের ধান দিন, ন্যূনতম সহায়ক মূল্য নিন।
এ বছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল: ২৩০০ টাকা আর CPC বা মোবাইল CPC তে ধান বিক্রি করলে বাড়তি ২০ টাকা উৎসাহ মূল্য পাবেন।
ধান কিভাবে বিক্রি করবেন সরকারের কাছে জানুন?
নিবন্ধীকরণের (registration) জন্য https://epaddy.wb.gov.in পোর্টালে (কম্পিউটার বা মোবাইলে) নিজেরাই আবেদন করতে পারবেন বা নিকটবর্তী CPC বা বাংলা সহায়তা কেন্দ্র বা খাদ্য পরিদর্শকের দফতরে যেতে পারেন।
নিবন্ধীকরণের জন্য কি কি লাগবে : Registration Process
১। ভোটার কার্ড,
২। আধার কার্ড,
৩। IFSC যুক্ত ব্যাংক পাশবই,
৪। মোবাইল নম্বর (আধার যুক্ত),
৫। জমির নথি (কৃষকবন্ধু থাকলে) বা স্ব-ঘোষণা পত্র (কৃষকবন্ধুতে নাম না তোলা কৃষক / অনিবন্ধিত বর্গাদারদের জন্য)।
আপনার Registration Inactive দেখালে, Update link থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রমাণীকরণ করুন।
কৃষকবন্ধু পোর্টালে অনিবন্ধিত ভাগচাষীরাও জমি সংক্রান্ত স্ব- ঘোষণাপত্র দিয়ে Regis- tration এর জন্য আবেদন করতে পারবেন Registration সফল হলে https://e- palty.wb.gov.in তে "FARMER SELF SCHEDULING" মেনু এর মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোন ধান ক্রয় কেন্দ্রে, ধান বিক্রির দিন ও সময় ঠিক করতে পারবে।
২০২৩-২৪ খারিফ বিপণন মরশুমে, একজন চাষি সর্বোচ্চ ৯০ (নব্বই) কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন, কিন্তু এটা নির্ধারণ করবে আপনার কৃষকবন্ধু পোর্টালে দেওয়া তথ্য, চাষযোগ্য জমির পরিমাণ ও উৎপাদিত ধানের পরিমানের উপর।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ :
হোয়াটস্যাপ : 99030 55505 (WhatsApp Chatbot)
Call : 1967 or 1800 3455 505 ( 8AM - 8 PM)
কোন মন্তব্য নেই