WBPSC Food SI Recruitment 2023: পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ আবেদন, মোট শুন্যপদ, বয়সসীমা ও আবেদনের শেষ তারিখ জানুন।

WBPSC SI Recruitment 2023


WBPSC Food SI Recruitment 2023: বহু প্রতীক্ষার পর পাবলিক সার্ভিস কমিশন(PCS) তাদের ওয়েবসাইতে food supply DepartmentSub Inspector পদে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 পচিমবঙ্গের মাধ্যমিক পাশ সকল যুবক যুবতীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। প্রাথীদের WBPCS অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ফুড সাপ্লাই SI পদে কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কিভাবে চাকরিতে নিয়োগ করা হবে এবং সিলেবাস কি সেই সম্পর্কে যাবতীয় তথ্য আজকের এই প্রতিবেদনটিতে আমরা তুলে ধরব।

Food SI Recruitment 2023 Full Details 


পদের নাম 

WBPSC Food SI পদে কর্মী নিয়োগ

নিয়োগকারী সংস্থা 

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPCS)

আবেদন করার তারিখ 

২৩ অগাস্ট ২০২৩ 

শেষ তারিখ 

২০ সেপ্টেম্বর ২০২৩

বয়সসীমা 

১৮-৪০

যোগ্যতা 

মাধ্যমিক পাশ 

বেতন 

২২,৭০০ থেকে ৫৮,৫০০/ পযন্ত 

বয়সসীমা 

১৮-৪০ বছর।

আবেদন 

অনলাইন 

ওয়েবসাইট 

https://wbpsc.gov.in



WBPSC Food SI Recruitment 2023: পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023

পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ 2023 এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPCS)। উক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে মোট ৪৮০ টি পদের জন্য আবেদন শুরু ২৩ অগাস্ট ২০২৩ থেকে অনলাইনে wbpsc.gov.in official website এ আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ হল ২০ সেপ্টেম্বর ২০২৩।


আজকের এই জব নোটিফিকেশন এ আমরা WBPSC SI Recruitment 2023 এর সমস্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি নিচে।


অফিসিয়াল ওয়েবসাইট :

:http://www.wbpsc.gov.in


মোট শূন্যপদ(Total Vacancies):

food supply Department এ Sub Inspector পদে মোট শূন্যপদ হলো 480 জন।



WBPSC Food SI Vacancy 2023

Category

Vacancies

Unreserved

220

Scheduled Caste (SC)

97

Scheduled Tribe (ST)

29

Other Backward Class (OBC) – Category A

48

Other Backward Class (OBC) – Category B

34

Persons with Benchmark Disabilities (PwBD) – Blindness & Low Vision

05

SC PwBD (Locomotor disability including cerebral palsy, leprosy cured, dwarfism, acid attack victims, and muscular dystrophy)

04

PwBD (Deaf & Hard of hearing)

05

PwBD (Autism, Intellectual disability, specific learning disability, mental illness & multiple disabilities)

05

Ex-Service Men

24

Meritorious Sportsperson (Unreserved)

09

Total

480


ওয়েস্টবেঙ্গল ফুড সাপ্লাই SI পদে আবেদন করার পদ্ধতি (WBPSC Food SI Recruitment 2023 Application Processes)


 আপনি কিভাবে ফুড ডিপার্টমেন্টের এস আই পদে আবেদন করবেন তা এক নজরে দেখে নিন:


  • প্রথমে আপনাকে WBPCS এর এই http://www.wbpsc.gs.in অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

  • এরপর একটি IDPassword দিয়ে লগইন করতে হবে।

  • লগইন করার পর আপনি যে শূন্যপদে আবেদন করবেন সেটি নির্বাচন করে নিতে হবে।

  • এরপর আপনার সমস্ত তথ্য (যেমন -নাম, ঠিকানা,বয়সের প্রমান পত্র, ফোন নাম্বার, ইমেইল id ইত্যাদি )দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে।

  • এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ও অন্যান ডকুমেন্ট আপলোড করতে হবে।

  • ডকুমেন্ট আপলোড করার পর এপ্লিকেশন ফী দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সুম্পূর্ণ হবে।প্রয়োজনে আপনি ফর্মটি প্রিন্টআউট করে রেখে দিতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Important Documents):

SI পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর দরকার হবে বা আপলোড করতে হবে তা দেখে নিন :

  • ভোটের ফটো /আঁধার কার্ড /প্যান কার্ড /অ্যাডমিট কার্ড

  • মাধ্যমিক পাশ সার্টিফিকেট বা মার্কশীট।

  • কাস্ট সার্টিফিকেট।

  • আবেদনকারীর সাক্ষর।

  • পাসপোর্ট সাইজের ছবি।

SI পদে আবেদনের যোগ্যতা (WBPSC Food SI Recruitment 2023 Eligibility Criteria):


  • শিক্ষাগত যোগ্যতা : 


  • চাকরিপ্রার্থী কে অবশ্যই মাধ্যমিক পাশের হতে হবে।


  • বাংলায় পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।


  • পুরুষ ও মহিলা উভয়ের এই পদের যোগ্য।


  • এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।পশ্চিমবঙ্গ ব্যাতিত অন্য রাজ্যের বাসিন্দাদের  জেনারেল বলে ধরা হবে।

বয়সসীমা(Age limit):

WBPSC Food SI পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।পচিমবঙ্গের (SC,ST,PWD,BC,ESM)প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় রয়েছে।

নির্বাচন প্রক্রিয়া (WBPSC Food SI Recruitment 2023 Selection Process):

আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং এই লিখিত পরীক্ষায় পাস করলে তাদেরকে  ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করানো হবে।


লিখিত পরীক্ষা :১০০নাম্বার।

ইন্টারভিউ :২০ নাম্বার।


এই ছিল WBPSC Food SI Recruitment 2023 বা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ মাধ্যমিক পাশের সমস্ত ছাত্রছাত্রীদের এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তাই দেরি না করে করে নিন আজকেই WBPSC Food SI Recruitment 2023 এর আবেদন।


প্রশ্নঃ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মীনিয়োগের আবেদনের লাস্ট ডেট?
উত্তর : ২০ সেপ্টেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মীনিয়োগের আবেদনের লাস্ট ডেট।

প্রশ্নঃ WBPSC Food SI Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা ?
উত্তর : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা যাদেরবয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে তারা সকলেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে আবেদন করতে পারবে । 

প্রশ্ন : পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মীনিয়োগের মোট শূন্যপদ কত ?
উত্তর : পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মীনিয়োগের মোট শুন্যপদ হল ৪৮০টি ।

প্রশ্ন : পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে ওয়েবসাইট ?
উত্তর : পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে ওয়েবসাইট wbpsc.gov.in

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...