রাখি পূর্ণিমা কবে ২০২৩: রাখিবন্ধন বা রাখিপূর্ণিমা হলো ভারতবর্ষে প্রচলিত একটি পবিত্র অনুষ্ঠান। এই দিনে সমস্ত বোনেরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধে। শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমাতে প্রধানত রাখিবন্ধন দিনটি পালিত হয়। শুধুমাত্র হিন্দু ভাই বোনদের মধ্যে এই উৎসবটি আজ সীমাবদ্ধ নেই, ভারতবর্ষের সমস্ত সাম্প্রদায়ের মধ্যেই রাখিবন্ধন উৎসব আজ পালিত হয়। চলুন দেখে নেওয়া যাক এ বছর অর্থাৎ ২০২৩ সালের রাখিপূর্ণিমা কবে পালিত হবে? রাখি পূর্ণিমা কবে ও রাখি পূর্ণিমার সময়সূচী ২০২৩?
রাখি পূর্ণিমা কবে ২০২৩ । Rakhi Purnima Date & Time 2023
রাখি পূর্ণিমার সময়সূচী ২০২৩ :
2023 সালের রাখিপূর্ণিমার শুভ দিনটি পড়েছে 30 শে আগস্ট বুধবার (বাংলায় ১২ই ভাদ্র ১৪৩০)। 31শে আগস্ট বৃহস্পতিবার সকাল 7টা 5 মিনিট পর্যন্ত থাকবে রাখিপূর্ণিমার শুভক্ষণ। সুতরাং 30 ও 31 এই দুইদিনেই রাখিপূর্ণিমা উৎসব পালিত হবে।
রাখি পূর্ণিমা শুভ আরাম্ভ :
৩০ শে আগস্ট বুধবার সকাল ১০ঃ৫৭ মিনিটে পূর্ণিমা আরম্ভ হবে।কিন্তু এই পূর্ণিমার মধ্যদিয়েই ভদ্রাকাল কাল শুরু হবে। শাস্ত্রমতে ভদ্রা কালে রাখি বাঁধা অশুভ। ভাদ্র কাল সমাপ্ত হবে ৩০শে আগস্ট রাত ৯ টা ১ মিনিটে । তাই ৩০ শে অগাস্ট রাত ৯ টা ১ মিনিট থেকেই রাখিপূর্ণিমার সঠিক ক্ষণ আরাম্ভ হবে ।
রাখি পূর্ণিমা সমাপ্ত :
রাখিপূর্ণিমা সমাপ্ত হবে ৩১ শে আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টা ৫ মিনিটে (বাংলায় ১৩ ই ভাদ্র সকাল ৭ টা ৫ মিনিট )
এবছরে রাখি পূর্ণিমা কবে পড়েছেন তা আমরা উপরে বলে দিয়েছে ।
প্রশ্ন:রাখি পূর্ণিমা কবে ২০২৩ ?
উত্তর : ৩০ অগাস্ট ২০২৩ বুধ বার রাখি পূর্ণিমা ।
কোন মন্তব্য নেই