আপনি কী এখনো প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি (Pm Kisan) নতুন কিস্তির টাকা পানিনি? বা জানতে চাইছেন কবে থেকে পিম কিষান এর নতুন কিস্তির টাকা ঢুকবে একাউন্ট এ?
তাহলে সঠিক পোস্টটে এসেছেন, কারণ আজকে আমরা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই স্কিম এর নতুন কিস্তির টাকা কবে পাওয়া যাবে এই নিয়েই আলোচনা করব।
প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনার নতুন কিস্তি 2022
পিম কিষান এর নতুন কিস্তি : "প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনা" এর নতুন কিস্তির টাকা কৃষকদের একাউন্ট এ এখনো অব্দি না আসায়, অনেকেই এই নিয়ে জানতে চেয়েছেন " কবে পিম কিষান এর টাকা ঢুকবে।
এই নতুন 12তম কিস্তি অতিশিগ্রীই পেটে যাচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকরা।
পিম কিষান (PM Kisan) এর কিস্তি অনেক কৃষকরাই পায়নি, তবে সুখবর এতিমধ্যেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।
পিম কিষান এর সুবিধা :
আমরা সকলেই জানি যে, পশ্চিমবঙ্গ সরকার তরফে কৃষকদের "কৃষক বন্ধু " প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়।
তবে, প্রধানমন্ত্রী কিষান এর মোট কিস্তি হল 3টি। প্রতি কিস্তিতে 2,000 হাজার করে মোট 6,000 হাজার টাকা দেয় মোদি সরকার।
পিম কিষান এর নতুন কিস্তির তারিখ
মোট 11টি কিস্তি দেওয়া হয়েছে পিম কিষান প্রকল্পের। এবারে 12তম কিস্তির টাকা এখনো অব্দি পায়নি পশ্চিমবঙ্গের কৃষকরা।
কবে দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষান এই নতুন কিস্তির টাকা ?
পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর, এই আগস্ট মাসেই ঢুকবে পিম কিষান এর টাকা।
আগস্ট থেকে সেপ্টেম্বর এই দুই মাসেই সকলের PM Kisan এর টাকা পেয়ে যাবেন।
কোন মন্তব্য নেই