SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪। আবেদনের যোগ্যতা, টাকার পরিমান ও স্ট্যাটাস চেক svmcm.wbhed.gov.in

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যোগ্যতা । অনলাইন আবেদন পদ্ধতি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পুনর্নবীকরণ ।প্রয়োজনীয় নথিপত্র। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক। আবেদনের শেষ তারিখ। হেল্পলাইন নম্বর। Swami Vivekananda Scholarship 2024 সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পড়ুন।


Swami Vivekananda Scholarship 2022, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022


তোমরা কী Swami Vivekananda Scholarship 2024 এ আবেদন ও যোগ্যতা বা আবেদন করার পর "স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক" কিংবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়? ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে চাও - তাহলে একদম সঠিক পেজ এ এসেছো। আজকে আমরা এই স্কলারশিপ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানবো বাংলা'তে।



হাইলাইটস:-

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী?

  • স্বামীবিবেকানন্দ বৃত্তির(স্কলারশিপ) বিশদ বিবরণ

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের যোগ্যতা

  • স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস বৃত্তির টাকার পরিমান

  • প্রয়োজনীয় নথিপত্র

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 অনলাইনে আবেদন পদ্ধতি

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক

  • Renewal করার পদ্ধতি

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Date / Last date

  • হেল্পলাইন নম্বর

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 : Swami Vivekananda Scholarship, West Bengal


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী?


পশ্চিমবঙ্গের দরিদ্র-মেধাবী ছাত্রদের উচ্চ শিক্ষা লাভের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ প্রদান করা হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন বাঁধা না আসে, যার জন্য এই বৃত্তি ছাত্রছাত্রীদের দেওয়া হয় ।


এই স্কলারশিপ এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতি মাসে 1,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত অনুদান পেতে পারে।


নবম-দশম থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত এমনকি পিএইচডি স্তরের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। কোন অর্থনৈতিক প্রতিকূলতা যেন ছাত্রছাত্রী দের শিক্ষায় বাধা না দিতে পারে এই উদ্দেশ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টি প্রদান করা হয়।


আজকের এই প্রতিবেদনে আমরা Swami Vivekananda Merit Cum Means Scholarship সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।

Details of Swami Vivekananda Scholarship (স্বামী বিবেকানন্দ বৃত্তির বিশদ বিবরণ )


Name of The Scholarship 

Swami Vivekananda Merit Cum Means Scholarship (SVMCM)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022

Launched by

West Bengal Government 

Objective of Scholarship 

Financial Assistant 

Beneficiary 

Students from class Nine(9th) to post-graduates 

Amount of money

1000-8000 Monthly 

Official Website 

svmcm.wbhed.gov.in

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যোগ্যতা (Eligibility for SVMCM scholarship Applying ) 


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 এ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে-


  • আবেদনকারী কে অবশ্যই পচিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • পরিবারের বার্ষিক আয় 2,50,00 টাকার কম হতে হবে।

  • পচিমবঙ্গ সরকার থেকে অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করে থাকলে, এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।


উপরিক্ত যোগ্যতা গুলি ছাড়াও এই স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। নিম্নে আমরা সেই শিক্ষাগত যোগ্যতা গুলি স্তরভিত্তিক দেখে নিব-

শিক্ষাগত যোগ্যতা : 

  1. মাধ্যমিক/উচ্চমাধ্যমিক স্তর : উচ্চ মাধ্যমিক স্তরে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় 60% নাম্বার থাকতে হবে।


  1. স্নাতকস্তর: স্নাতকস্তরে (অনার্স /নার্সিং /ইঞ্জিনিয়ারিং বা অন্যান ) আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর পেতে হবে।


  1. স্নাতকোত্তরস্তর: স্নাতক স্তরে কম করে 53%নম্বর থাকতে হবে, আবেদন করার জন্য।


  1. ডিপ্লোমা কোর্স : ডিপ্লোমা (পলিটেনিক বা অন্যান্য ) কোর্স এ আবেদনের জন্য মাধ্যমিকে 60% নম্বর থাকতে হবে।


  1. কন্যাশ্রী আবেদনকারী k3: k2 এর বৈধ ID থাকতে হবে এবং 43%নম্বর  থাকতে হবে। কন্যাশ্রী সম্পর্কে জানতে পড়ুন 👇


  1. M. Phil/Phd: এক্ষত্রে কোনো নিদিষ্ট নম্বর এর প্রয়োজন হয় না।


পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস বা বিকাশ ভবন স্কলারশিপের  আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কিছু  নিয়মের পরিবর্তন করেছেন।


পূর্ববতী নিয়ম অনুযায়ী এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে গেলে 75% নম্বর থাকা বাধ্যতামূলক ছিল কিন্তু শিক্ষার্থীদের সুবিদার্থে বর্তমানে তা কমিয়ে 60% করা হয়।

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ টাকার পরিমান (SVMCM Scholarship Amount) 

এই স্কলারশিপ বৃত্তির পরিমান বর্তমানে আপনি যে কোর্স এ অধ্যয়ন করছেন তার ওপর নির্ভর করে হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়? নিন্মে তা বিস্তারিত ভাবে দেখানো হলো


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ টাকার পরিমান:- 

বিভাগ 

অধ্যয়নরত কোর্স  

টাকার পরিমান 

Directorate Of School Education (উচ্চ মাধ্যমিক স্তর)

উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী 

মাসে 1000 টাকা

Directorate of Madrasah Education 

( মাদ্রাসা শিক্ষা )

হাই মাদ্রাসা 

মাসে 1000 টাকা

= 12 হাজার টাকা বছরে 


Directorate of Public Instruction (স্নাতক ও স্নাতকোত্তর স্তর)

স্নাতক (আর্টস/ কমার্স )


স্নাতক (সাইন্স/অন্যান্য )


স্নাতকোত্তর (আর্টস/কমার্স )



স্নাতকোত্তর ( সাইন্স /অন্যান্য )


মাসে 1000 টাকা 


মাসে 1500 টাকা 


মাসে 2000 টাকা 



মাসে 2500 টাকা 

Directorate Medical Education (চিকিৎসা শিক্ষা )

মেডিকেল

( স্নাতক )

মাসে 5000 টাকা 

Directorate of Technical Education and Training (কারিগরি শিক্ষা )

পলিটেকনিক

(স্নাতক )

মাসে 1500 টাকা 

Directorate of Technical Education At college or University (স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা )

ইঞ্জিনিয়াররিং

(স্নাতক /স্নাতকোত্তর )

মাসে 5000 টাকা 

প্রয়োজনীয় নথিপত্র (Important Documents )

এই স্কলারশিপের আবেদন করার জন্য যে সব কাগজপত্রের দরকার হয় তা দেখে নিন :


  • আবেদন কারীর আধার কার্ড /ভোটের কার্ড /রেশন কার্ড 

  • ঠিকানার প্রমান পত্র 

  • শেষ পরীক্ষার Marksheet 

  • শেষ পরীক্ষার admit card

  • B.D.O ইনকাম সার্টিফিকেট

  • ব্যাংক এর পাসবই (প্রথম পৃষ্ঠা)

  • মাধ্যমিক পরীক্ষার admit কার্ড

  • ভর্তির রশিদ 

  • পাসপোর্ট সাইজের ছবি


এবারে কিভাবে আবেদন করা যাবে এই স্কলারশিপের তা জানা যাক।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন পদ্ধতি (swami vivekananda Scholarship 2024 apply online )


স্বামীবিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আবেদন করবেন তার সঠিক বিবরণ নিচে দেওয়া হলো :


  1. সর্ব প্রথম আপনাকে স্বামী বিবেকানন্দ এর অফিসিয়াল ওয়েবসাইটে svmcm.wbhed.gov.in আসতে হবে। এর জন্য আপনাকে গুগল এ গিয়ে লিখুন swami vivekananda Scholarship অথবা নিচে আমাদের দেওয়া লিংক এ ক্লিক করুন। 

Official Website :


  1. ওয়েবসাইটে আসার পর 'Registration' অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে অনেকগুলি ক্যাটাগরি আসবে। সেখান থেকে আবেদনকারীর কোর্সর ওপর ভিত্তি করে একটি Direcetore নির্বাচন করতে হবে।


  1. এরপর 'Apply for Fresh Application ' অপশনে ক্লিক করতে হবে।


  1. এরপর আপনি আপনার সব তথ্য (নাম/ ঠিকনা/ বয়স/ বোর্ড/পরীক্ষায় প্রাপ্ত নম্বর ইত্যাদি ) দিয়ে ফর্মটি পুরন করুন । এবং একটি password দিয়ে Registraion অপশনে ক্লিক করুন।


  1. সফল ভাবে রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইলে একটি OTP আসবে, এবং আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হলে আপনি আপনার Applicant ID  ও Password পেয়ে যাবেন। এই আইডি ও পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে লগইন করার ক্ষেত্রে এটির দরকার পড়ে।


  1. এরপর আপনাকে SVMCM এর  অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Aplicant login অপশন এ ক্লিক করতে হবে।


  1. এরপর Edit profile এ ক্লিক করে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর Save & Continue করতে হবে।


  1. এরপর আপনার প্রয়োজনীয় Document আপলোড করতে হবে। তারপর আপনার সব তথ্য আরেকবার ভালোভাবে চেক করে আপনার এপ্লিকেশনটি Submit করতে হবে।


  1. এই সমস্ত স্টেপ ফলো করে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

যেহেতু এই  স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা হয় তাই আবেদনের পর আপনার শিক্ষা প্রতিষ্ঠানে হার্ডকপি জমা করার প্রয়োজন হয় না।


  1.  মাইনরিটি স্টুডেন্টরা wbmdfcscholarship.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।


স্বামী বিবেকানন্দ স্কলারর্শিপ Renewal করার জন্য আবেদন পদ্ধতি (SVMCM Scholarship Renewal )


  1. স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ Renewal দের আবেদন করার জন্য প্রথমে আপনাকে Official website এ আসতে হবে।


  1. তারপর আপনাকে 'Renewal Application' অপশন এ ক্লিক করতে হবে।


  1. এরপর অপনার 'Aplicant id ও Padsword' দিয়ে লগইন করতে হবে।


  1. এরপর আপনার যাবতীয় তথ্য গুলি পুরণ করে আপনার প্রয়োজনীয় নথি গুলো Upload করতে হবে।


  1. এরপর আপনার আবেদন পত্রটি submit করতে হবে।



উচ্চ মাধ্যমিক/ স্নাতক / ইঞ্জিনিয়ার/ পলিটেকনিক কোর্সের প্রথম বর্ষে 60% নম্বর পাওয়া ছাত্রছাত্রীরাই একমাত্র রেনুলাল করার যোগ্য।


মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে প্রথম বছর 50% নম্বর পাওয়া শিক্ষার্থীরাই একমাত্র পরের বছর রেনুয়াল এর জন্য আবেদন করতে পারবেন।


তবে রেনুয়ালে আবেদন করতে গেলে প্রথম প্রচেষ্টাতেই আপনার সেমিস্টার পরীক্ষায় উত্তীন হতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক 2024 (Swami Vivekananda scholarship status check )

আপনার স্কলারশিপটি বর্তমানে কী অবস্থায় রয়েছে? কোথায় রয়েছে? কবে টাকা পাবেন ? আপনার আবেদনটি Reject হয়ে গেলো কী না? তা দেখার জন্য আপনার এপ্লিকেশনটি স্ট্যাটাস চেক করা প্রয়োজন। কিভাবে আপনি আপনার এপ্লিকেশন 'স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক'  করবেন তা দেখে নিন __


  1. স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম অফিসাইলি ওয়েবসাইটটে আসতে হবে।

  2. তারপর 'Applicant login 'অপশন এ ক্লিক করতে হবে।

  3. এরপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই আপনি আপনার স্কলারশিপ এর বর্তমান অবস্থাটি দেখতে পারবেন।

  4. সবকিছু আরও বিস্তারিত ভাবে দেখতে 'Track Application' অপশন এ ক্লিক করতে পারেন।

স্বামী বিবেকানন্দ স্কুলোরশিপ লাস্ট ডেট 2024 (last date of svmcm scholarship)


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লাস্ট ডেট, 2024 এর অনলাইন আবেদনের শেষ তারিখ হলো


তবে স্বামীবিবেকানন্দ স্কালারশিপ 2024 সালের Fresh আবেদনকারীর জন্য অনলাইন আবেদন নভেম্বর মাসের 2022 থেকে শুরু হবে এবং Renewal জন্য আবেদন এপ্রিল মাসের 2023 থেকে করা যাবে।

Important Date

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লাস্ট ডেট

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর হেল্পলাইন নম্বর ( SVMCM Scholarship Helpline number )

বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে কোনরকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই স্বামী বিবেকানন্দের অফিশিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন।


Email id: helpdesk.svmcm-wb@gov.in

Helpline number : 1800-102-8014


এই স্কলারশিপ নিয়ে কিছু প্রশ্নোত্তর :


1. Oasis scholarship এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি একসাথে আবেদন করা যায়?


উত্তর : হ্যাঁ, এইদুটি স্কলারশিপে আপনি একসাথে আবেদন করতে পারবেন।


2. General ক্যাটাগরির স্টুডেন্টরা কি স্কলারশিপে আবেদন করার যোগ্য?


উত্তর : হ্যাঁ যোগ্য। General /sc/obc সহ সমস্ত জনগোষ্ঠীর শিক্ষার্থীরা এই স্কলারশিপ এর জন্য আবেদনের যোগ্য।

     

3. কন্যাশ্রী K3 ও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে কী একইসাথে আবেদন করা যায়?


উত্তর : না, আপনি একই কোর্সের জন্য এইদুটি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।আপনাকে যেকোনো একটি বেছে নিতে হবে।


4. SVMCM বৃত্তির অনলাইনে আবেদনের পর নথি গুলি কোথায় জমা দিতে হয়?


উত্তর : এই বৃত্তির জন্য আবেদন অনলাইনেই সম্পূর্ণ হয়, তাই কোনো প্রতিষ্ঠানে কোনো নথির হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হয় না।


5. পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যের শিক্ষার্থীরা কী এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য?


উত্তর : না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরাই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য ।


6. স্বামী বিবেকানন্দ বৃত্তিতে নির্বাচন প্রক্রিয়া কিভাবে সুম্পূর্ণ হয়?


উত্তর : শিক্ষার্থীদের তাদের পরীক্ষার মান এবং আয়ের মানের ওপর ভিত্তি করে একটি মেধাতালিকা তৈরী করা হয়। এবং শিক্ষার্থীর  সমস্ত নথিগুলি ঠিক থাকলে, বৃত্তি তাঁদের নিজ নিজ একাউন্টে স্থানান্তরিত করা হয়।


7. B.ED প্রার্থীরা কী এই স্কলারশিপের জন্য আবেদোনের যোগ্য?


উত্তর : হ্যাঁ যোগ্য।


এই ছিল Swami Vivekananda Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা। এর পরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমাদের। Share করুন আপনার প্রিয়বন্ধুদের

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...