Nabanna Scholarship 2023 : নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি ও ফর্ম ডাউনলোড, জমা করার ঠিকানা | উত্তরকন্যা স্কলারশিপ 2023

 নবান্ন স্কলারশিপ 2023। নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্যতা। আবেদন পদ্ধতি। Nabanna Scholarship 2023 | স্কলারশিপের টাকার পরিমান। প্রয়োজনীয় নথিপত্র। অ্যাপ্লিকেশন ফর্ম Download । আবেদনের লাস্ট ডেট। হেল্পলাইন নম্বর। সম্পর্কে জানতে বিস্তারিত পড়ুন


নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন ও ফর্ম ডাউনলোড 2022 | Nabanna Scholarship Uttarkanya scholarship 2022

 

এই প্রতিবেদনটিতে আজকে আমরা নবান্ন স্কলারশিপ 2023 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ কী? কারা আবেদন করতে পারবে,কীভাবে আবেদন করতে হবে,নবান্ন স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে, এবং আবেদনের জন্য কী কী নথিপত্র প্রয়োজন এবং এপ্লিকেশন ফর্ম কোথায় জমা দিতে হবে, অথাৎ এই স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।

হাইলাইটস :

  • নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ 2023
  • নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ 
  • নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্যতা /শর্তবলী
  • নবান্ন স্কলারশিপে টাকার পরিমান
  • প্রয়োজনীয় নথিপত্র
  • নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি
  • নবান্ন স্কলারশিপ ফর্ম Download
  • নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা
  • উত্তরকন্যা স্কলারশিপ জমা করার ঠিকানা
  • নবান্ন স্কলারশিপে আবেদনের শেষ তারিখ 
  • নবান্ন স্কলারশিপে প্রার্থী বাছাই প্রক্রিয়া
  • নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর
  • নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ নিয়ে কিছু প্রশ্ন 

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ 2023

নবান্ন স্কলারশিপ কী? রাজ্যের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের তরফ থেকে 'নবান্ন স্কলারশিপ' বা 'উত্তরকন্যা স্কলারশিপ' প্রদান করা হয়।


নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ হলো পচিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় বৃত্তি। বিভিন্ন কোর্সর নিরিখে এই স্কলারশিপের আবেদন করলে বছরে এককালীন 10 হাজার টাকার অনুদান পাওয়া যায়। যেসব শিক্ষার্থীরা এবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলজে উত্তীন হয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করবে পারেন।


মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রদত্ত এই স্কলারশিপটি  দক্ষিণবঙ্গে 'নবান্ন স্কলারশিপ' নামে পরিচিত এবং উত্তরবঙ্গে 'উত্তরকন্যা স্কলারশিপ' নামে পরিচিত।


রাজ্যের মেধাবী ছাত্ররা যেন উচ্চশিক্ষার লক্ষ্যে পৌঁছতে পারে এই উদেশ্যই এই বৃত্তিটি প্রদান করা হয়।

Details of Nabanna scholarship or Uttarkanya scholarship


স্কলারশিপ এর নাম 

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ

 (Nabanna scholarship /Uttarkanya scholarship )

প্রদানকারী দপ্তর 

পচিমবঙ্গ সরকার

(West Bengal)

বৃত্তিটির উদ্যেশ

মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করা 

সুবিধাভোগী 

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক , স্নাতক, স্নাতককত্তোর স্তরের ছাত্রছাত্রীরা 

স্কলারশিপের পরিমান 

বছরে  10000 টাকা 

আবেদনের শেষ তারিখ 

নিদিষ্ট কোনো তারিখ নেই 

ওয়েবসাইট 

http://wbcmo.gov.in/


নবান্ন স্কলারশিপে আবেদনের শর্তবলী বা যোগ্যতা (Nabanna scholarship Eligibility Criteria)


এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে।


  1. আবেদনকারী কে অবশ্যই পচিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে।


  1. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার (1,20,000)কম হতে হবে।


  1. যেসব ছাত্রছাত্রীরা বিকাশভবন স্কলারশিপ বা পচিমবঙ্গে সরকারে প্রদত্ত অন্য কোনো স্কলারশিপ এর সুবিধা পাচ্ছে তারা নবান্ন বা উত্তকন্যা স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য নয়।


  1. এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী কে মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিকে, উচ্চমাধ্যমিক পাস করে কলজে এবং কলজে পাস করে বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।


  1. প্রয়োজনীয় নম্বর :


  • উচ্চমাধ্যমিক স্তরে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিকে 50%এর বেশি কিন্ত 60%কম নম্বর পেতে হবে।


  • স্নাতকস্তরে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিকে 50%এর বেশি কিন্তু 60%কম নম্বর পেতে হবে।


  • স্নাতকোত্তর স্তরে আবেদনের জন্য শিক্ষার্থীকে কলজে 50% এর বেশি কিন্তু 53%কম নম্বর নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে।


  1. আবেদন কারী কে অবশ্যই পচিমবঙ্গের যেকোনো বোর্ড /কাউন্সিল /কলজের শেষ পরীক্ষার পাস করার পর পচিমবঙ্গের রাজ্যের স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।


নবান্ন স্কলারশিপের পরিমান (Nabanna scholarship Amount)


নবান্ন স্কলারশিপে আবেদন করলে প্রতিবছর 10000টাকা পাওয়া যায় । তবে কোর্স অনুযায়ী টাকার পরিমান ভিন্ন রকমের হয়। নীচে আমরা কোর্স ভিত্তিক টাকার পরিমানের তালিকাটি দেখে নিবো 



কোর্স 

স্কলারশিপের পরিমান 

উচ্চ মাধ্যমিক (H. S level )

বছরে 10000 টাকা 

স্নাতক (U. G level )


পেশাদার স্নাতক কোর্স (ইঞ্জিনিয়ার, মেডিকেল, ফার্মিসি )

বছরে 10000 টাকা 


বছরে 12000 টাকা 

স্নাতকোত্তর (P. G level)

বছরে 10000 টাকা 


প্রয়োজনীয় নথিপত্র (Important Documents)


নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য যেসব নথিপত্রের দরকার হয় তা দেখে নিন—


  •  নবান্ন স্কলারশিপ এর আবেদন পত্র।


  • পূর্ববতী পরীক্ষার পাশের marksheet


  • বর্তমান কোর্সর ভর্তির প্রমাণপত্র।


  •  পাসপোর্ট সাইজের রঙিন ছবি।


  • পরিচয় পত্র (আধার কার্ড /ভোটের কার্ড /রেশন কার্ড )।


  • Self declaration From : বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সহ একটি স্বঘোষণাপত্র।এবং এই ঘোষণাপত্রটিতে বর্তমান কোর্সের বিবরণ,শিক্ষাবর্ষ,সেমিস্টার,অন্যকোনও স্কলারশিপ পেয়েছে কিনা ইত্যাদি উল্লেখ করা থাকবে।


  •  ইনকাম সার্টিফিকেট : DM /SDO /BDO /joint BDO / Executive Officer In Municipality /Deputy Commissioner of Corporation/ বা Group A কোনো সরকারি অফিসার দ্বারা প্রদত্ত  বাৎসরিক আয়ের সার্টিফিকেট।


  • MlA /MP Recommendation লেটার যেখানে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় উল্লেখ করা থাকবে।


  • ব্যাংকের পাশ বই (প্রথম পৃষ্ঠা )


  • JEE Rank Card এর কপি (WBJEE বা সমমানের পরীক্ষার জন্য )


  • নিজের mobile NumberEmail Id


 উল্লেখিত সমস্ত নথিগুলো Group A কোনো সরকারি অফিসার দ্বারা Attested করতে হবে।

নবান্ন স্কলারশিপে আবেদন পদ্ধতি (How tp apply Nabanna scholarship 2023-24)


  •  নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে আবেদনকারীকে প্রথমে এই http://wbcmo.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র টি ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনারা নিচের দেওয়া লিংকে ক্লিক করে এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন।


  • এপ্লিকেশন ফ্রমটি ডাউনলোড করার পর একটি A4 পেজে প্রিন্টআউট করে নিতে হবে।


  • তারপর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে  নির্দিষ্ট জায়গায় আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে।


  • এরপর আবেদন পত্রের সাথে নিন্মলিখিত নথিগুলি সংযুক্ত করতে হবে।

    • self declaration from

    • MP/MLA Recommendation letter

    • মার্কশীট 

    • ভর্তির প্রমানপত্র।

    • Group A অফিসার দ্বারা প্রাপ্ত আয়ের প্রমান পত্র।


  • এবং এরপর আবেদন পত্রটি অফলাইনে নিদিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে  হবে।



  • আবেদনপত্রের মধ্যে কোনো ভুল থাকলে সেটি বাতিল বলে ধরা হবে, তাই আবেদন পত্র টি সঠিক তথ্য দিয়ে পুরণ করা প্রয়োজন।



মূলত আবেদনকারীর নিজে এবং তার অভিভাবক আবেদনপত্রটি  জমা করতে পারবেন। অথবা ছাত্রছাত্রীরা স্পিড পোস্টের মাধ্যমেও আবেদন পত্রটি জমা করতে পারেন তবে সেইক্ষেত্রে বৃত্তিটি পাওয়ার সম্ভাবনা খুবই কম।


নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার পর  প্রমান হিসাবে একটি receive copy দিবে যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি (status) জানার জন্য কাজে লাগবে।


নবান্ন স্কলারশিপের ফর্ম ডউনলোড/ উত্তরকন্যা স্কলারশিপ ফর্ম ডাউনলোড (Application From Download )


নিচের দেওয়া link এ ক্লিক করে আপনি নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা কলারশিপের অ্যাপ্লিকেশন  ফর্ম ডউনলোড করে নিতে পারবেন। এছাড়াও স্বঘোষণা পত্রটি ও MLA সুপারিশ পত্রটি ডাউনলোড করে নিতে পারেন।



নবান্ন স্কলারশিপের ফর্ম 

Dwonload 

উত্তরকন্যা স্কলারশিপের ফর্ম 

Dwonload 

MP /MLA Recomendacion ফর্ম 

Dwonload 

Self Declaration ফর্ম 

Dwonload 


আবেদন পত্র জমা করার ঠিকানা:

দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রী দের 'নবান্ন অফিসে' গিয়ে এই আবেদনপত্রটি জমা করতে হবে এবং উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের 'উত্তকন্যা অফিসে' গিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে।

নবান্ন স্কলারশিপ জমা করার ঠিকানা :


Department of CMRF Scholarships,

Chief Minister's Office :'Nabanna' 14th Floor,325 Sarat chatterjee Road, Howrah -711 102

উত্তরকন্যা স্কলারশিপ জমা করার ঠিকানা :


Department of CMFF Scholarships,

Office of the Chief Minister's mini Secretariat

'Uttarkanya 'New Satellite Township

Fulbari, Near NJP Station, Jalpaiguri


প্রার্থী বাছাই প্রক্রিয়া :

শিক্ষার্থীদের  তাঁদের পরীক্ষার মান এবং পরিবারের বাৎসরিক আয়ের ওপর ভিত্তি করে বাছাই করা হয়।


ছাত্রছাত্রীরা আবেদন পত্রটি জমা করার পর মুখ্যমন্ত্রী কার্যালয়ের কর্তৃপক্ষ দ্বারা আবেদনপত্রটি ভালো ভাবে যাচাই করে দেখা হয়।যাচাইকরণ হয়ে গেলে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে টাকা স্থানান্তরিত করা হয়।

নবান্ন স্কলারশিপে আবেদনের শেষ তারিখ (last date of Nabanna scholarship)

এই স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের 2022 আবেদন করার জন্য নিদিষ্ট কোনো তারিখ নেই।ছাত্র ছাত্রীরা তাঁদের বর্তমান কোর্স চলাকালীন যেকোনো সময়ে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারে।


হেল্পলাইন নম্বর (Helpline number)

নবান্ন স্কলারশিপ সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই নবান্ন স্কলারশিপ এর অফিসিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।


Helpline Number :


(033)2214 1902 অথবা (033)2253 5278


Email id:

Cm@wb.gov



নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ নিয়ে কিছু প্রশ্ন :


1.এই স্কলারশিপ এর জন্য আবেদন করার ক্ষেত্রে কত শতাংশ নম্বরের প্রয়োজন হয়?


উত্তর : এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রী দের মাধ্যমিকে 60% নম্বর পেতে হবে এবং উচ্চমাধ্যমিকে 60%নম্বর নিয়ে উত্তীন হতে হবে। এছাড়াও স্নাতস্তরের যে কোনো শাখায় 55% নাম্বার পেয়ে ইউনিভার্সিটি তে ভর্তি হতে হবে।


2. কারা এই স্কলারশিপে আবেদন করার যোগ্য?


উত্তর : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা ।


3. উত্তরকন্যা /নবান্ন স্কলারশিপ টি কী আলাদা?


উত্তর : উত্তরকন্যা স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপটি আলাদা নয়,এই দুটি স্কলারশিপ একই। দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রী কাছে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রী দের কাছে এটি উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত।


4. নবান্ন স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে?


উত্তর: নবান্ন স্কলারশিপ এ আবেদনের শেষ তারিখ হিসেবে কোন নির্দিষ্ট তারিখের উল্লেখ নেই। বর্তমান কোর্সে ভর্তির পরেই সাধারণত এই স্কলার্শিপ এ আবেদন করা যায়।


5. আমি কিভাবে নবান্ন স্কলারশিপ 2022 এ আবেদন করতে পারি?


উত্তর : আপনি যদি নবান্ন স্কলারশিপ এর জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড পূরণ করেন তাহলে আপনি খুব সহজেই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এই বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাকে একটি আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে WBCMO এর নিদিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে হবে।


6. আমি কী নবান্ন স্কলারশিপ টি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারি?


উত্তর : হ্যাঁ, পারবেন। তবে এই ক্ষেত্রে বৃত্তিটি পাওয়ার সম্ভাবনা খুব কম।


7. আমি কিভাবে MLA Recomendacion From টি পাবো?


উত্তর : এই প্রতিবেদনটিতে আবেদনের লিংক দেওয়া রয়েছে,আপনি সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন।


8. নবান্ন স্কলারশিপ কী পুনর্নবীকরণ করা যায়?


উত্তর : না, নবান্ন স্কলারশিপটি পূর্ণনবীকরণ করা যায় না।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Featured

১০০ দিনের কাজের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা করলো রাজ্যসরকার । 100 Day Work Payment Date West Bengal

100 Day Work Payment Date West Bengal : ১০০ দিনের কাজের টাকা কবে ডুকবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২১ ফেব্রুয়ারী...