নতুন আধার কার্ড কোথায় হচ্ছে ?
নতুন আধার কার্ড তৈরি?
নতুন আঁধার কার্ড কোথায় বানাবো ?
আধার সেন্টার কোথায় আছে ?
নতুন আধার কার্ড করার নিয়ম?
বাচ্চাদের আধার কার্ড কোথায় হচ্ছে ?
আধার কার্ডের আপডেট কোথায় হচ্ছে ?
নতুন আধার কার্ড কোথায় হচ্ছে সেন্টার লিস্ট ?
আপনি কী উপরের প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটির উত্তর খুঁজছেন, তাহলে সঠিক জায়গায় এসেছেন । আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে দেখে নিয়ে পারবেন, আপনার এলাকার কাছাকাছি নতুন আঁধার কার্ড কোথায় হচ্ছে এবং আধার কার্ডের যে কোনো আপডেট (নাম, জন্মতারিখ মোবাইল নম্বর লিংক ) ইত্যাদি সমস্ত কাজ করতে পারবেন ।
বাচ্চাদের আঁধার কার্ড কোথায় গিয়ে বানাবেন ? আপনার সন্তানের আঁধার কার্ড বানাতে চান অথচ জানেন না কোথায় গেলে নতুন আঁধার কার্ড বানানো যাবে ? আজকে আমরা আপনাদের জানাবো আপনার এলাকার কোথায় নতুন আঁধার কার্ডের কাজ হচ্ছে।
আপনি কী নতুন আধার কার্ড (New Aadhaar Card) বানাতে চাইছেন এবং কোথায় নতুন আধার কার্ড হচ্ছে জানতে চাইছেন? চলুন তাহলে দেখে দেওয়া যাক স্টেপ গুলি।
নতুন আধার কার্ড কোথায় হচ্ছে 2024 : Locate an Enrolment Center in West bengal
আপনার এলাকার কোথায় নতুন আঁধার কার্ডের কাজ হচ্ছে জানতে আপনাকে নিচের বলা স্টেপগুলি দেখুন -
স্টেপ ১ : Uidai.gov.in ওয়েবসাইটি ওপেন করুন
প্রথমে, আপনার মোবাইল আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট (uidai.gov.in ) টি ওপেন করুন ।
লিংক : https://uidai.gov.in/
স্টেপ ২ : Get Aadhar অপসনটিতে ক্লিক করুন ।
নতুন আধার কার্ডের কাজ আপনার এলাকার কাছাকাছি কোথায় কাজ হচ্ছে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন হওয়ার পর Get Aadhaar বলে একটি অপসন দেখতে পারবেন মেনু তে ক্লিক করে । ওই গেট আধার এ ক্লিক করুন ।
স্টেপ ৩ : Locate an Enrolment Center এ ক্লিক করুন ।
Get Aadhar এ ক্লিক করার পর Locate an Enrolment Center এই অপশনটি দেখতে পারবেন ওখানে ক্লিক করতে হবে আধার সেন্টার যেধর জন্য ।
নতুন আধার কার্ড কোথায় হচ্ছে |
স্টেপ ৪ : এন্টার Postal (PIN) Code
এবারে ৩টি অপসন দেখতে পারবেন State, Postal (PIN) Code, Search Box এর মধ্যে Postal (PIN) Code এই অপসন এ ক্লিক করবেন । ছবি নিচে দেওয়া হল -
লিংক : https://appointments.uidai.gov.in/easearch.aspx
স্টেপ ৫ : Enter Your PIN Number
এখন আপনার এলাকার ৬ সংখ্যার পিন কোড নম্বর (PIN Code) দিন ও নিচে Captcha Verification এর কোড টি দেখে দেখে লিখুন এবং Locate a Center এ সার্চ করুন । ছবি নিচে দেখুন –
সরাসরি নিচের লিংক এ ক্লিক করুন : Aadhar card Center List
https://appointments.uidai.gov.in/EACenterSearch.aspx?value=2
স্টেপ ৬ : নতুন আধার কার্ড কোথায় হচ্ছে লিস্ট ।
এবারে একটি লিস্ট দেখতে পারবেন কোথায় কোথায় আপনার এলাকায় আধার কার্ডের কাজ হচ্ছে । ওই লিস্ট এ নতুন আধার কার্ড কোথায় হচ্ছে তার ঠিকানা (Address) টি দেখতে পারবেন । ওই ঠিকানায় চলে যাবেন আধার কার্ডের কাজ করার জন্য ।
Enrolments - 10, Updates - 80 : গুলি দেখে নিবেন Enrolments অর্থাৎ নতুন আধার কার্ডের কাজ কতগুলি হয়েছে ওই সেন্টার এ এবং Updates হলো কতগুলি আধার কার্ডের আপডেট হয়েছে ।
তাই যদি আপনি নতুন আধার কার্ড বানাতে চান তাহলে দেখবেন কোন সেন্টার এ Enrolments এর কাজ হয়েছে ওই সেন্টার এ যাবেন তাহলে কনফার্ম নতুন আঁধার কার্ড বানাতে কোনো রকম অসুবিধা হবে না ।
ছবি : নতুন আধার কার্ড কোথায় হচ্ছে সেন্টার লিস্ট |
নতুন আধার কার্ড বানাতে কি কি লাগবে (Important documents for new apply new aadhar card )
নতুন আধার কার্ড করতে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি হলো _
জন্মের প্রমান পত্র
আবেদনকারীর ছবি ।
রেশন কার্ড (থাকলে )
মোবাইল নম্বর ।
আবেদনকারীকে নিজে উপস্থিত থাকতে হবে ।
যদি বয়স ১৮ বছরের কম হয়, সেক্ষত্রে বাবা অথবা মা এর যে কোনো আইডি কার্ড লাগবে (আধার কার্ড / ভোটার কার্ড )
বাচ্চাদের আধার কার্ড জন্য আধার কোথায় বানাবেন
ছোট বাচ্চাদের আধার কার্ড বানাতে পারবেন নতুন আধার কার্ড কোথায় হচ্ছে ওই লিস্ট দেখে (উপরে বলা রয়েছে ) । আপনার এলাকার কাছাকাছি দেখে নিবেন কোথায় new Enrolments এর কাজ হচ্ছে । ওখানে নিয়ে যাবেন বাচ্চাদের নতুন আধার কার্ড বানানোর জন্য ।
৫ বছরের নিচে ছোট বাচ্চাদের জন্য 'বাল আধার কার্ড' বানাতে কি কি লাগবে ?
শিশুর জন্মের প্রমাণপত্র ।
অভিভাবকের আধার কার্ডের নথি ।
শিশুকে নিয়ে যেতে হবে আধার সেন্টার এ ।
এই কার্ডের ফলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাবে ওই শিশু ।
পরিচয়পত্র হিসাবে “বাল আধার কার্ড “ কাজে লাগবে ।
পরবর্তীতে শিশুর বয়স বেশি হলে এই কার্ডকে আপডেট করে নিলেই হবে ।
নতুন আধার কার্ড কোথায় হচ্ছে
আশাকরি বুজতে পেরেছেন, কিভাবে জানতে পারবেন নতুন আধার কার্ড কোথায় হচ্ছে আপনার এলাকায় । খুবই সহজ পদ্ধতি যার মাধ্যমে বাড়িতে বসেই দেখে নিয়ে পারবেন কোথায় আধার কার্ডের কাজ চলছে _ কাউকে কিছু জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই ।
অনলাইনেই দেখে নিন কোথায় নতুন আধার কার্ড হচ্ছে _
মোবাইলের আঁধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in খুলুন ।
তারপর Get Aadhaar বলে একটি অপসন এ ক্লিক করুন ।
এবারে Locate an Enrolment Center এ ক্লিক করুন ।
এখন একটি নতুন পেজ ওপেন হবে যেখানে postal (PIN) code এ ক্লিক করুন ।
এখন আপনার এলাকার ৬ সংখ্যার পিন কোড টি দিন ( যেমন : 736101, 725105 )
নিচে Captcha Verification এর কোড টি লিখে Locate a Center এ সার্চ করুন ।
এবারে আপনার এলাকায় নতুন আধার কার্ড কোথায় হচ্ছে তার লিস্ট চলে আসবে ।
এর পর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমার আপনাদের কমেটের উত্তর জানাবো । তথ্যগুলি ভালোলাগলে অবশই শেয়ার করুন ।
আরো পড়ুন :
কোন মন্তব্য নেই